ভোপাল, 10 মে : ভোপালে কোরোনায় আক্রান্ত হয়ে এক রূপান্তরকামীর(40) মৃত্যু হল । তিনি ভোপালের কোলিপুরার একটি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন । শ্বাসকষ্টজনিত সমস্যা নিয়ে হাসপালাতে ভরতি হন । এর দুইদিন পর গতকাল তিনি মারা যান । তিনিই ভোপালে প্রথম রূপান্তরকামী যাঁর কোরোনায় মৃত্যু হল।
মধ্যপ্রদেশে বাড়তে থাকা কোরোনা আক্রান্তের সংখ্যা চিন্তায় ফেলেছে শিবরাজ সিং চৌহানের সরকারকে । ওই রাজ্যের স্বাস্থ্য দপ্তরের প্রকাশিত তথ্য অনুযায়ী, গত সন্ধে পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা 3457 । নতুন করে কোরোনায় আক্রান্ত হয়েছেন 116 জন । শনিবার 29 জনের মৃত্যু হয়েছে ।
রাজ্যে মোট 625টি কনটেনমেন্ট জ়োন রয়েছে । মধ্যপ্রদেশে এখনও পর্যন্ত কোরোনা আক্রান্ত হয়ে মোট মৃতের সংখ্যা 211 ।
কোরোনা সংক্রমিত এলাকাগুলির মধ্যে ইন্দোর হটস্পট । সেখানে গতকাল নতুন করে কোরোনায় আক্রান্ত হয়েছেন 53 জন । মোট আক্রান্তের সংখ্যা 1780 । 732 জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন । ইন্দোরে এখনও পর্যন্ত কোরোনা আক্রান্ত হয়ে মোট মৃতের সংখ্যা 87 । রাজধানী ভোপালও রেড জ়োন । গত সন্ধের রিপোর্ট অনুযায়ী, সেখানে নতুন করে কোরোনায় আক্রান্ত হয়েছেন 25 জন । মোট আক্রান্তের সংখ্যা 704 । 377 জন কোরোনামুক্ত হয়েছেন । গতকাল যাঁদের হাসপাতাল থেকে ছাড়া হয়েছে তার মধ্যে একজন 80 বছরের বৃদ্ধা রয়েছেন ।
ইন্দোর, ভোপাল, উজ্জয়িনী, জবলপুর, খরগোন ধর, রাইসেন এবং খান্ড্বা জেলায় কোরোনা সংক্রমণ সবথেকে বেশি বলে জানিয়েছে মধ্যপ্রদেশ সরকার ।