ভোপাল, 18 এপ্রিল : লকডাউন চলাকালীন ব্যাঙ্কের ম্যানেজারকে ধর্ষণের অভিযোগ ৷ ভোপালের অভিজাত এলাকায় গতকাল 53 বছরের ওই মহিলাকে ধর্ষণের অভিযোগ উঠল ৷ ঘটনায় এলাকার নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে ৷ অভিযুক্ত ব্যক্তির পরিচয় জানার চেষ্টা করছে পুলিশ ৷
লকডাউনের জেরে বাড়িতে ছিলেন ভোপালের শাহপুরা অঞ্চলের এক ব্যাঙ্ক ম্যানেজার ৷ তিনি দৃষ্টিহীন ৷ তাঁর স্বামী লকডাউনের ফলে রাজস্থানের সিরোহি জেলায় নিজের বাড়িতে আটকে পড়েন ৷ ফলে কয়েকদিন ধরে ফ্ল্যাটে তিনি একাই ছিলেন ৷ মহিলার অভিযোগ, গতকাল তাঁর ফ্ল্যাটে এক অপরিচিত ব্যক্তি ঢুকে পড়ে ও তাঁকে ধর্ষণ করে ৷ ঘটনার পর তিনি পুলিশের দ্বারস্থ হন ৷
ভোপাল পুলিশের আধিকারিক সঞ্জয় সাহু জানান, বিল্ডিংয়ের সিঁড়ি ব্যবহার করে অভিযুক্ত ব্যক্তি ৷ ফ্ল্যাটের বারান্দার দরজা খোলা থাকায় সেখান থেকে ঘরে ঢুকে পড়ে সে ৷ মহিলার অভিযোগের ভিত্তিতে ধর্ষণের ও অন্যান্য অপরাধের মামলা দায়ের করে তদন্ত শুরু করেছে পুলিশ ৷ এই ঘটনায় নিরাপত্তা নিয়ে রীতিমতো প্রশ্ন উঠতে শুরু করেছে ৷ লকডাউনের ফলে আইন-শৃঙ্খলা রক্ষায় ব্যস্ত পুলিশ ও প্রশাসন ৷ মানুষ যাতে অপ্রয়োজনে ঘরের বাইরে বের হতে না পারে, তার জন্য কড়া নজরদারি চলছে ৷ এর মধ্যে শাহপুরা অঞ্চলের মতো অভিজাত এলাকায় কীভাবে এই ঘটনা ঘটল তা নিয়ে প্রশ্ন তুলেছেন স্থানীয় বাসিন্দারা ৷