ETV Bharat / bharat

জামিন খারিজ, 14 দিনের বিচার বিভাগীয় হেপাজত ভীম সেনা প্রধানের - arrest

ভীম সেনা প্রধান চন্দ্রশেখর আজাদের 14 দিনের বিচার বিভাগীয় হেপাজতের নির্দেশ দিল আদালত । আজ সকালে তাঁকে গ্রেপ্তার করে পুলিশ ।

Chandrashekhar Azad
ভীম সেনা প্রধান
author img

By

Published : Dec 21, 2019, 10:33 PM IST

দিল্লি, 21 ডিসেম্বর : খারিজ হল জামিন । ভীম সেনা প্রধান চন্দ্রশেখর আজাদের 14 দিনের বিচার বিভাগীয় হেপাজতের নির্দেশ দিল আদালত । নাগরিকত্ব (সংশোধনী) আইন, 2019-এর বিরুদ্ধে গতকাল দিল্লিতে মিছিলের পর আজ তাঁকে গ্রেপ্তার করে পুলিশ ।

মিছিলের অনুমতি না থাকা সত্ত্বেও গতকাল জামা মসজিদ থেকে যন্তরমন্তর পর্যন্ত মিছিল করে ভীম সেনার লোকজন । পুলিশের চোখে কার্যত ধুলো দিয়ে সেই মিছিলের নেতৃত্ব দেন চন্দ্রশেখর । তাঁকে ধরার জন্য পুলিশ ওঁত পেতে থাকলেও মিছিলে মিশে যাওয়ায় ধরতে পারেনি । হাতে সংবিধানের প্রতিলিপি নিয়ে বিভিন্ন স্লোগান দিতে দিতে মিছিল নিয়ে এগোন তিনি । পরে তাঁকে আটক করে পুলিশ । কিন্তু ভ্যানে তোলার আগেই ফের হাত ফসকে বেরিয়ে যান । মিশে যান মিছিলে । এভাবে গতকাল পুলিশের হাত থেকে কোনওক্রমে বেরিয়ে গেলেও আজ সকালে তাঁকে আটক করা হয় । পরে গ্রেপ্তার করে পুলিশ ।

এই সংক্রান্ত আরও খবর : হেপাজতে ভীম সেনা প্রধান, গ্রেপ্তার 15

এদিকে, আজও দিল্লির একাধিক জায়গায় নাগরিকত্ব (সংশোধনী ) আইনের প্রতিবাদে বিক্ষোভ হয় । পরিস্থিতি সামলাতে আগে থেকেই পুলিশ মোতায়েন করা হয়েছিল । আজও বন্ধ রয়েছে ইন্টারনেট পরিষেবা ।

দিল্লি, 21 ডিসেম্বর : খারিজ হল জামিন । ভীম সেনা প্রধান চন্দ্রশেখর আজাদের 14 দিনের বিচার বিভাগীয় হেপাজতের নির্দেশ দিল আদালত । নাগরিকত্ব (সংশোধনী) আইন, 2019-এর বিরুদ্ধে গতকাল দিল্লিতে মিছিলের পর আজ তাঁকে গ্রেপ্তার করে পুলিশ ।

মিছিলের অনুমতি না থাকা সত্ত্বেও গতকাল জামা মসজিদ থেকে যন্তরমন্তর পর্যন্ত মিছিল করে ভীম সেনার লোকজন । পুলিশের চোখে কার্যত ধুলো দিয়ে সেই মিছিলের নেতৃত্ব দেন চন্দ্রশেখর । তাঁকে ধরার জন্য পুলিশ ওঁত পেতে থাকলেও মিছিলে মিশে যাওয়ায় ধরতে পারেনি । হাতে সংবিধানের প্রতিলিপি নিয়ে বিভিন্ন স্লোগান দিতে দিতে মিছিল নিয়ে এগোন তিনি । পরে তাঁকে আটক করে পুলিশ । কিন্তু ভ্যানে তোলার আগেই ফের হাত ফসকে বেরিয়ে যান । মিশে যান মিছিলে । এভাবে গতকাল পুলিশের হাত থেকে কোনওক্রমে বেরিয়ে গেলেও আজ সকালে তাঁকে আটক করা হয় । পরে গ্রেপ্তার করে পুলিশ ।

এই সংক্রান্ত আরও খবর : হেপাজতে ভীম সেনা প্রধান, গ্রেপ্তার 15

এদিকে, আজও দিল্লির একাধিক জায়গায় নাগরিকত্ব (সংশোধনী ) আইনের প্রতিবাদে বিক্ষোভ হয় । পরিস্থিতি সামলাতে আগে থেকেই পুলিশ মোতায়েন করা হয়েছিল । আজও বন্ধ রয়েছে ইন্টারনেট পরিষেবা ।

New Delhi, Dec 21, (ANI): The Delhi Police held a flag march to maintain law and order in Jama Masjid area of the national capital amid protests against the Citizenship (Amendment) Act. M.S. Randhawa, Deputy commissioner, Central Delhi and other senior officers visited Jama Masjid to inspect the area and also arrange security measures. During this exercise, Police officials interacted with people and urged them to maintain peace in the area. Requests are being made to not entertain rumours and verify information with the police before spreading them further. Police officials also advised the people to kindly verify the information before forwarding it via any media.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.