ETV Bharat / bharat

শর্তসাপেক্ষে দিল্লি ঢুকতে পারবেন ভীম সেনা প্রধান, জানাল আদালত - দিল্লি পুলিশের DCP (অপরাধ)

15 জানুয়ারি 25 হাজার টাকা,  চার সপ্তাহ দিল্লিতে ঢুকতে পারবেন না ও ধরনায় বসতে পারবেন না এই শর্তে জামিন পান চন্দ্রশেখর । জামিনের শর্ত পুনর্বিবেচনা করার জন্য আদালতের দ্বারস্থ হন চন্দ্রশেখর ।

Chandrashekhar
চন্দ্রশেখর
author img

By

Published : Jan 21, 2020, 8:24 PM IST

দিল্লি, 21 জানুয়ারি : শর্তসাপেক্ষে ভীম সেনা প্রধান চন্দ্রশেখর আজ়াদকে দিল্লিতে ঢোকার অনুমতি দিল আদালত । আজ দিল্লির তিস হাজ়ারি আদালত এই নির্দেশ দিয়েছে । এর আগে চার সপ্তাহ দিল্লিতে ঢুকতে পারবেন না এই শর্তে চন্দ্রশেখরকে জামিন দিয়েছিল আদালত । জামিনের শর্ত পুর্নবিবেচনার আবেদন জানিয়ে আদালতের দ্বারস্থ হয়েছিলেন ভীম সেনা প্রধান । আজ সেই আবেদন বিবেচনা করে আদালত এই নির্দেশ দিল ।

মিছিলের অনুমতি না থাকা সত্ত্বেও 20 ডিসেম্বর জামা মসজিদ থেকে যন্তর-মন্তর পর্যন্ত মিছিল করে ভীম সেনা । পুলিশের চোখে কার্যত ধুলো দিয়ে সেই মিছিলের নেতৃত্ব দেন চন্দ্রশেখর । পুলিশ ওঁত পেতে থাকলেও চন্দ্রশেখর মিছিলে মিশে যাওয়ায় তাঁকে ধরতে পারেনি । পরে অবশ্য তাঁকে আটক করে পুলিশ । কিন্তু ভ্যানে তোলার আগেই ফের হাত ফসকে চন্দ্রশেখর মিশে যান মিছিলে । শেষ পর্যন্ত 21 ডিসেম্বর সকালে চন্দ্রশেখরকে আটক করা হয় । পরে তাঁকে গ্রেপ্তার করে পুলিশ । রাখা হয় তিহার জেলে ।

15 জানুয়ারি 25 হাজার টাকা, চার সপ্তাহ দিল্লিতে ঢুকতে পারবেন না ও ধরনায় বসতে পারবেন না এই শর্তে জামিন পান চন্দ্রশেখর । জামিনের শর্ত পুনর্বিবেচনা করার জন্য আদালতের দ্বারস্থ হন চন্দ্রশেখর । আদালত দিল্লি পুলিশকে নির্দেশ দেয় চন্দ্রশেখরের দিল্লির ঠিকানা যাচাই করে দেখার জন্য ৷ তারপর আজ আদালত জানায়, দিল্লি পুলিশের DCP (অপরাধ)-কে জানিয়ে এবং আরও কিছু শর্ত মেনে দিল্লিতে ঢুকতে পারবেন চন্দ্রশেখর । 21 জানুয়ারি চন্দ্রশেখরের বিরুদ্ধে চলা মামলার পরবর্তী শুনানির দিন ধার্য হয়েছে ৷

দিল্লি, 21 জানুয়ারি : শর্তসাপেক্ষে ভীম সেনা প্রধান চন্দ্রশেখর আজ়াদকে দিল্লিতে ঢোকার অনুমতি দিল আদালত । আজ দিল্লির তিস হাজ়ারি আদালত এই নির্দেশ দিয়েছে । এর আগে চার সপ্তাহ দিল্লিতে ঢুকতে পারবেন না এই শর্তে চন্দ্রশেখরকে জামিন দিয়েছিল আদালত । জামিনের শর্ত পুর্নবিবেচনার আবেদন জানিয়ে আদালতের দ্বারস্থ হয়েছিলেন ভীম সেনা প্রধান । আজ সেই আবেদন বিবেচনা করে আদালত এই নির্দেশ দিল ।

মিছিলের অনুমতি না থাকা সত্ত্বেও 20 ডিসেম্বর জামা মসজিদ থেকে যন্তর-মন্তর পর্যন্ত মিছিল করে ভীম সেনা । পুলিশের চোখে কার্যত ধুলো দিয়ে সেই মিছিলের নেতৃত্ব দেন চন্দ্রশেখর । পুলিশ ওঁত পেতে থাকলেও চন্দ্রশেখর মিছিলে মিশে যাওয়ায় তাঁকে ধরতে পারেনি । পরে অবশ্য তাঁকে আটক করে পুলিশ । কিন্তু ভ্যানে তোলার আগেই ফের হাত ফসকে চন্দ্রশেখর মিশে যান মিছিলে । শেষ পর্যন্ত 21 ডিসেম্বর সকালে চন্দ্রশেখরকে আটক করা হয় । পরে তাঁকে গ্রেপ্তার করে পুলিশ । রাখা হয় তিহার জেলে ।

15 জানুয়ারি 25 হাজার টাকা, চার সপ্তাহ দিল্লিতে ঢুকতে পারবেন না ও ধরনায় বসতে পারবেন না এই শর্তে জামিন পান চন্দ্রশেখর । জামিনের শর্ত পুনর্বিবেচনা করার জন্য আদালতের দ্বারস্থ হন চন্দ্রশেখর । আদালত দিল্লি পুলিশকে নির্দেশ দেয় চন্দ্রশেখরের দিল্লির ঠিকানা যাচাই করে দেখার জন্য ৷ তারপর আজ আদালত জানায়, দিল্লি পুলিশের DCP (অপরাধ)-কে জানিয়ে এবং আরও কিছু শর্ত মেনে দিল্লিতে ঢুকতে পারবেন চন্দ্রশেখর । 21 জানুয়ারি চন্দ্রশেখরের বিরুদ্ধে চলা মামলার পরবর্তী শুনানির দিন ধার্য হয়েছে ৷

Kathmandu (Nepal), Jan 21 (ANI): Nepal's Minister for Industry, Commerce and Supplies, Lekhraj Bhatta has claimed that the newly inaugurated Integrated Checkpost help in connecting Nepal with Indian Ports easing trade. Nepali Prime Minister K. P. Sharma Oli and his Indian counterpart Narendra Modi on Tuesday jointly inaugurated the Second Integrated Check Post at Biratnagar- Jogbani border point along Nepal- India border thorugh video conference. Lately handed over ICP is a shared structure at the bordering point of two countries, and is considered an important facility for trade logistics. It offers a common platform for traders to get customs clearance for the traded goods from one place. Apart from this, the ICP also offers services like immigration, banking, quarantine, warehouse, litigation, and parking yard under single roof, facilitating both importers and exporters. Along with the inauguration of the ICP, Prime Ministers of both the nations also witnessed progress of pro-earthquake rebuilding of 50,000 private houses in Gorkha and Nuwakot districts of Nepal. India and Nepal have agreed to build ICPs along both sides of the border to facilitate two-way trade and movement of people.
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.