ETV Bharat / bharat

হায়দরাবাদে আটক ভীম আর্মি প্রধান, ফেরানো হল দিল্লিতে - Chandra Shekhar Azad

গতকালই ভীম আর্মি প্রধান চন্দ্রশেখর আজ়াদকে আটক করে হায়দরাবাদ পুলিশ ৷ আজ তাঁকে দিল্লি ফেরত পাঠানো হল ৷

CAA
ফাইল ছবি
author img

By

Published : Jan 27, 2020, 9:20 AM IST

Updated : Jan 27, 2020, 9:52 AM IST

হায়দরাবাদ, 27 জানুয়ারি : ভীম আর্মি প্রধান চন্দ্রশেখর আজ়াদকে আটক করল হায়দরাবাদ পুলিশ ৷ নাগরিকত্ব সংশোধনী আইনের বিরুদ্ধে এক প্রতিবাদ কর্মসূচিতে যোগদানের জন্য হায়দরাবাদে চলে এসেছিলেন তিনি ৷ কিন্তু তাঁর সেই কর্মসূচির আগেই গতসন্ধ্যায় তাঁকে আটক করল পুলিশ ৷ আজ সকালেই তড়িঘড়ি তাঁকে দিল্লি ফেরত পাঠানো হয় ৷

আজ সকালে টুইটে তিনি জানান, "তেলাঙ্গানায় স্বৈরাচারী শাসন চলছে ৷ প্রথমে আমাদের লোকেদের মারধর করা হয় ও তারপর আমাকেও গ্রেপ্তার করা হয় ৷ এখন তারা (পুলিশ) আমাকে হায়দরাবাদ বিমানবন্দরে নিয়ে এসেছে ৷ ওরা আমাকে দিল্লি ফেরত পাঠিয়ে দিচ্ছে ৷" এই টুইটে তিনি ট্যাগ করেছেন কে চন্দ্রশেখর রাওকেও ৷

  • तेलंगाना में तानाशाही चरम पर है लोगों के विरोध प्रदर्शन करने के अधिकार को छीना जा रहा है पहले हमारे लोगों को लाठियां मारी गई फिर मुझे गिरफ्तार कर लिया गया,अब मुझे एयरपोर्ट ले आएं है दिल्ली भेज रहे है। @TelanganaCMO याद रखे बहुजन समाज इस अपमान को कभी नही भूलेगा। जल्द वापिस आऊंगा

    — Chandra Shekhar Aazad (@BhimArmyChief) January 27, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

হায়দরাবাদের মেহদিপটনমে ক্রিস্টাল গার্ডেনে গত সন্ধ্যায় CAA-র প্রতিবাদে মিছিল করার কথা ছিল চন্দ্রশেখর আজ়াদের ৷ কিন্তু সেই মিছিলের আগেই তাঁকে নিজেদের হেপাজতে নেয় হায়দরাবাদ পুলিশ ৷ পরে তাঁকে বলারাম থানায় নিয়ে যাওয়া হয় ৷

আরও পড়ুন : শর্তসাপেক্ষে দিল্লি ঢুকতে পারবেন ভীম সেনা প্রধান, জানাল আদালত

হায়দরাবাদ পুলিশ কমিশনার অঞ্জনি কুমার জানিয়েছেন, " ওই এলাকায় কোনওরকম প্রতিবাদ মিছিলের অনুমতি ছিল না ৷ তাই এলাকায় শান্তিভঙ্গের জন্য তাঁকে ভারতীয় দণ্ডবিধির 151 ধারায় আটক করা হয়েছে ৷"

ঠিক দিন দশেক আগেই তিহার জেল থেকে জামিনে মুক্তি পেয়েছিলেন তিনি ৷ নাগরিকত্ব সংশোধনী আইনের প্রতিবাদ করার জন্য দিল্লির দায়রাগঞ্জ এলাকা থেকে গতমাসেই গ্রেপ্তার করা হয়েছিল তাঁকে ৷ গতকাল ফের আটক করা হল তাঁকে ৷

হায়দরাবাদ, 27 জানুয়ারি : ভীম আর্মি প্রধান চন্দ্রশেখর আজ়াদকে আটক করল হায়দরাবাদ পুলিশ ৷ নাগরিকত্ব সংশোধনী আইনের বিরুদ্ধে এক প্রতিবাদ কর্মসূচিতে যোগদানের জন্য হায়দরাবাদে চলে এসেছিলেন তিনি ৷ কিন্তু তাঁর সেই কর্মসূচির আগেই গতসন্ধ্যায় তাঁকে আটক করল পুলিশ ৷ আজ সকালেই তড়িঘড়ি তাঁকে দিল্লি ফেরত পাঠানো হয় ৷

আজ সকালে টুইটে তিনি জানান, "তেলাঙ্গানায় স্বৈরাচারী শাসন চলছে ৷ প্রথমে আমাদের লোকেদের মারধর করা হয় ও তারপর আমাকেও গ্রেপ্তার করা হয় ৷ এখন তারা (পুলিশ) আমাকে হায়দরাবাদ বিমানবন্দরে নিয়ে এসেছে ৷ ওরা আমাকে দিল্লি ফেরত পাঠিয়ে দিচ্ছে ৷" এই টুইটে তিনি ট্যাগ করেছেন কে চন্দ্রশেখর রাওকেও ৷

  • तेलंगाना में तानाशाही चरम पर है लोगों के विरोध प्रदर्शन करने के अधिकार को छीना जा रहा है पहले हमारे लोगों को लाठियां मारी गई फिर मुझे गिरफ्तार कर लिया गया,अब मुझे एयरपोर्ट ले आएं है दिल्ली भेज रहे है। @TelanganaCMO याद रखे बहुजन समाज इस अपमान को कभी नही भूलेगा। जल्द वापिस आऊंगा

    — Chandra Shekhar Aazad (@BhimArmyChief) January 27, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

হায়দরাবাদের মেহদিপটনমে ক্রিস্টাল গার্ডেনে গত সন্ধ্যায় CAA-র প্রতিবাদে মিছিল করার কথা ছিল চন্দ্রশেখর আজ়াদের ৷ কিন্তু সেই মিছিলের আগেই তাঁকে নিজেদের হেপাজতে নেয় হায়দরাবাদ পুলিশ ৷ পরে তাঁকে বলারাম থানায় নিয়ে যাওয়া হয় ৷

আরও পড়ুন : শর্তসাপেক্ষে দিল্লি ঢুকতে পারবেন ভীম সেনা প্রধান, জানাল আদালত

হায়দরাবাদ পুলিশ কমিশনার অঞ্জনি কুমার জানিয়েছেন, " ওই এলাকায় কোনওরকম প্রতিবাদ মিছিলের অনুমতি ছিল না ৷ তাই এলাকায় শান্তিভঙ্গের জন্য তাঁকে ভারতীয় দণ্ডবিধির 151 ধারায় আটক করা হয়েছে ৷"

ঠিক দিন দশেক আগেই তিহার জেল থেকে জামিনে মুক্তি পেয়েছিলেন তিনি ৷ নাগরিকত্ব সংশোধনী আইনের প্রতিবাদ করার জন্য দিল্লির দায়রাগঞ্জ এলাকা থেকে গতমাসেই গ্রেপ্তার করা হয়েছিল তাঁকে ৷ গতকাল ফের আটক করা হল তাঁকে ৷

Mumbai, Jan 27 (ANI): Bollywood iconic actor Anil Kapoor flagged off 'Plankathon' in Mumbai on January 26. People in large numbers participated in the Plankathon to mark Guinness World Record. The event took place at MMRDA Grounds in Mumbai's Bandra East area. On work front, Anil Kapoor will be next seen in 'Malang' which will hit theatres on February 07.
Last Updated : Jan 27, 2020, 9:52 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.