ETV Bharat / bharat

স্টিলের বাসনের ব্যাঙ্ক, প্লাস্টিকমুক্ত দেশ গড়তে ভিলাইয়ের যুবতি

প্লাস্টিকমুক্ত দেশ গড়ার লক্ষ্যে ভিলাইয়ের বাসিন্দা শ্রদ্ধা সাহু দারুণ পদক্ষেপ করেছেন ৷ বানিয়েছেন নিজের একটি স্টিলের বাসনের ব্যাঙ্ক ৷ বিভিন্ন অনুষ্ঠানে বিনামূল্যে সেই বাসন ধার দেন ৷ যার ফলে সিঙ্গল ইউজ় প্লাস্টিকের তৈরি গ্লাস, প্লেটের ব্যবহার খানিকটা হলেও বন্ধ হয়েছে ৷

Bhilai: Steel 'Crockery bank' to reduce plastic cutlery use
শ্রদ্ধা সাহু
author img

By

Published : Jan 8, 2020, 8:14 AM IST

ভিলাই, 8 জানুয়ারি : প্লাস্টিকমুক্ত দেশ গঠনের লক্ষ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি গতবছর স্বাধীনতা দিবসের ভাষণে দেশবাসীকে সিঙ্গল ইউজ় প্লাস্টিক সামগ্রীর ব্যবহার বন্ধের আহ্বান জানিয়েছিলেন ৷ ছত্তিশগড়ের ভিলাইয়ের বাসিন্দা শ্রদ্ধা সাহু প্লাস্টিকমুক্ত দেশ গঠনের জন্য বিগত দু'বছর ধরে প্রয়াস চালাচ্ছেন ৷ প্রয়াস সফল করতে স্টিলের বাসনের ব্যাঙ্ক বানিয়েছেন ৷

তিনি বিভিন্ন অনুষ্ঠানে স্টিলের বাসন ধার দেন বিনামূল্যে ৷ স্থানীয়রা ছাড়াও আশপাশের জেলা থেকে মানুষ তাঁর কাছে আসেন ৷ অনুষ্ঠান উপলক্ষ্যে বিনামূল্যে বাসন নিয়ে যান ৷ অনুষ্ঠান হয়ে গেলে সময়মতো বাসন ফেরতও দিয়ে যান ৷ এর ফলে সিঙ্গল ইউজ় প্লাস্টিকের তৈরি গ্লাস, প্লেটের ব্যবহার খানিকটা হলেও বন্ধ হয়েছে ৷

দেখুন ভিডিয়ো...

শ্রদ্ধা জানান, পরিবারের সহযোগিতায় তিনি এই বাসন ব্যাঙ্ক তৈরি করেছেন ৷ স্থানীয় বিভিন্ন স্কুল থেকে তাঁকে এখন আমন্ত্রণ জানানো হয় ৷ পরিবেশ, স্বাস্থ্য ও পশুপাখির উপর সিঙ্গল ইউজ় প্লাস্টিকের ক্ষতিকর প্রভাব সম্পর্কে পড়ুয়াদের বোঝান তিনি ৷ শ্রদ্ধার এই প্রয়াস প্লাস্টিকমুক্ত ভারত গড়ার ক্ষেত্রে নতুন দিশা দেখাচ্ছে দেশবাসীকে ৷

ভিলাই, 8 জানুয়ারি : প্লাস্টিকমুক্ত দেশ গঠনের লক্ষ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি গতবছর স্বাধীনতা দিবসের ভাষণে দেশবাসীকে সিঙ্গল ইউজ় প্লাস্টিক সামগ্রীর ব্যবহার বন্ধের আহ্বান জানিয়েছিলেন ৷ ছত্তিশগড়ের ভিলাইয়ের বাসিন্দা শ্রদ্ধা সাহু প্লাস্টিকমুক্ত দেশ গঠনের জন্য বিগত দু'বছর ধরে প্রয়াস চালাচ্ছেন ৷ প্রয়াস সফল করতে স্টিলের বাসনের ব্যাঙ্ক বানিয়েছেন ৷

তিনি বিভিন্ন অনুষ্ঠানে স্টিলের বাসন ধার দেন বিনামূল্যে ৷ স্থানীয়রা ছাড়াও আশপাশের জেলা থেকে মানুষ তাঁর কাছে আসেন ৷ অনুষ্ঠান উপলক্ষ্যে বিনামূল্যে বাসন নিয়ে যান ৷ অনুষ্ঠান হয়ে গেলে সময়মতো বাসন ফেরতও দিয়ে যান ৷ এর ফলে সিঙ্গল ইউজ় প্লাস্টিকের তৈরি গ্লাস, প্লেটের ব্যবহার খানিকটা হলেও বন্ধ হয়েছে ৷

দেখুন ভিডিয়ো...

শ্রদ্ধা জানান, পরিবারের সহযোগিতায় তিনি এই বাসন ব্যাঙ্ক তৈরি করেছেন ৷ স্থানীয় বিভিন্ন স্কুল থেকে তাঁকে এখন আমন্ত্রণ জানানো হয় ৷ পরিবেশ, স্বাস্থ্য ও পশুপাখির উপর সিঙ্গল ইউজ় প্লাস্টিকের ক্ষতিকর প্রভাব সম্পর্কে পড়ুয়াদের বোঝান তিনি ৷ শ্রদ্ধার এই প্রয়াস প্লাস্টিকমুক্ত ভারত গড়ার ক্ষেত্রে নতুন দিশা দেখাচ্ছে দেশবাসীকে ৷

Prayagraj (Uttar Pradesh), Jan 07 (ANI): Farmers in trouble after unseasonal rain destroyed rice crops in UP's Prayagraj specially. Farmers said they are not getting any benefit of Pradhan Mantri Fasal Bima Yojana (PMFBY). They also put allegations on administration. Farmers said they are not getting any help for them. They also staged protest for compensation.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.