ETV Bharat / bharat

এগজ়িট পোল : কেন্দ্রে NDA, রাজ্যে শক্তি বাড়ছে BJP-র - tmc

কেন্দ্রে সরকার গড়ছেন কারা ? তৃণমূল না BJP ? বাংলায় তৃণমূল-BJP কাদের ক্ষমতা বাড়ছে, কমছে ৷ কী বলছে সমীক্ষা ?

ফাইল ফোটো
author img

By

Published : May 19, 2019, 9:03 PM IST

Updated : May 19, 2019, 10:09 PM IST

দিল্লি, 19 মে : ক্ষমতায় আসতে চলেছে নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন NDA জোট ৷ বুথ ফেরত সমীক্ষা অন্তত সেদিকেই ইঙ্গিত করছে ৷ 542 টি আসনের মধ্যে NDA জোট 300-র বেশি আসন পাবে বলে প্রাথমিকভাবে উঠে এসেছে বুথ ফেরত সমীক্ষায় ৷ তবে, আগের বারের থেকে NDA জোটের আসন সামান্য কিছু কমতে পারে বলে আভাস ৷

টাইমস্ নাউ বুথ ফেরত সমীক্ষায় BJP-র NDA জোটকে 306 টি আসন দিচ্ছে । অর্থাৎ গতবারের থেকে আসন কমছে 30 টি । অন্যদিকে তাদের হিসাবে কংগ্রেস জোট পাচ্ছে 132টি আসন । অর্থাৎ গতবারের থেকে UPA জোটের সংখ্যা বেশ কিছুটা বাড়ছে । কিন্তু অন্যান্য়দের আসন কমছে বলে প্রাথমিক সমীক্ষায় ধরা পড়েছে ।

booth
বুথ ফেরত সমীক্ষা

রিপাবলিক টিভি - সি ভোটার অবশ্য NDA জোটের আসন আরও কিছুটা কমিয়ে দিয়েছে । তাদের হিসাবে NDA জোট পাচ্ছে 287 টি আসন । UPA জোট পাচ্ছে 128 টি আসন । অন্যান্য়দের খাতায় 127 । অর্থাৎ রিপাবলিক টিভির হিসাবে NDA -র আসন সংখ্যা যেমন কমছে, তাৎপর্যপূর্ণভাবে বাড়ছে UPA-র আসন সংখ্যা । আর অন্যান্য়দের ভোটও আগেরবারের থেকে কিছুটা কম হচ্ছে ।

প্রাথমিকভাবে যে পরিসংখ্যান পাওয়া যাচ্ছে , তাতে দুটো বিষয় স্পষ্ট । এক, দ্বিতীয়বারের জন্য় ক্ষমতায় আসছে NDA জোট । দুই, আঞ্চলিক দলগুলোকে নিয়ে কেন্দ্রে সরকার গড়ার যে প্রচেষ্টা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় করেছিলেন তা স্বপ্নই থেকে যাচ্ছে ।

booth
বুথ ফেরত সমীক্ষা

কেন্দ্রে যেমন ক্ষমতা অটুট রাখতে পারছে NDA জোট, তেমনই পশ্চিমবঙ্গের ক্ষেত্রেও খুশির খবর মোদি-অমিত শাহদের কাছে । পশ্চিমবঙ্গে তাৎপর্যপূর্ণভাবে আসন বাড়তে চলেছে BJP-র । অন্তত রিপাবলিক-সি ভোটারের হিসাব তাই বলছে । তাদের হিসাবে তৃণমূল কংগ্রেস পাবে 29 টি আসন । অর্থাৎ আগেরবারের থেকে 5 টি আসন কম পেতে পারে তারা । তৃণমূলের আসন কমছে । আর প্রায় 9 টি আসন বাড়তে চলেছে BJP-র । অর্থাৎ তাদের হিসাবে BJP পাবে 11 টি আসন । বাকি দুটি কংগ্রেস । রিপাবলিকের হিসাবে আরও একটি বিষয় স্পষ্ট । যদি তাদের সমীক্ষাকে ধরা হয়, তাহলে খুব সম্ভবত এবারই প্রথম পশ্চিমবঙ্গ মুখ ফেরাতে চলেছে বামেদের দিক থেকে ।

রিপাবলিকের প্রায় সমান ইঙ্গিত পাওয়া যাচ্ছে টাইমস্ নাউ-এর বুথ ফেরত সমীক্ষা থেকে । রিপাবলিকের মতো এরাও BJP-কে 11টি আসন দিচ্ছে । তবে, তাদের হিসাবে তৃণমূল কংগ্রেস পাচ্ছে 28টি আসন । কংগ্রেস 2। অবশ্য টাইমস্ নাও কিছুটা হলেও মুখ রক্ষা করছে বামেদের । তাদের হিসাবে বামেরা রাজ্যে 1টি আসন পেতে পারে ।

বুথ ফেরত আদতে একটি সমীক্ষা মাত্র । এর গ্রহণযোগ্য়তা নিয়ে অনেকেই প্রশ্ন তোলেন । কিন্তু পুরোপুরি উপেক্ষা করার ক্ষমতা হয়তো সাধারণ মানুষ থেকে রাজনৈতিক নেতৃত্ব কারও নেই । আর তাই হয়তো সপ্তম দফা শুরু হতেই বুথ ফেরত সমীক্ষার দিকে তাকিয়ে ছিল বহু রাজনৈতিক দল । আর ভোট শেষ হতেই বিষয়টি নিয়ে সুর চড়ালেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্য়োপাধ্যায় । টুইট করে সমীক্ষাকে কটাক্ষ করেন তিনি । সোশাল মিডিয়া থেকে দূরে থাকার জন্য় সাধারণ মানুষকে আহ্বান জানান । বুথ ফেরত সমীক্ষাকে 'গসিপের আড়ালে EVM লুটের ষড়যন্ত্র'বলেও কটাক্ষ করতে ছাড়েননি মমতা । বুথ ফেরত সমীক্ষাকে কটাক্ষ করে টুইট এসেছে ওমর আবদুল্লার মতো নেতাদের কাছ থেকেও ।

তবে, প্রতীক্ষার মাত্র কয়েকদিনের । কেন্দ্রে সরকার কারা গড়ছেন, বাংলায় তৃণমূল-BJP কাদের ক্ষমতা বাড়ছে, কমছে । কেন্দ্রে সরকার গড়তে কতটা কার্যকর হতে পারে মমতার ভূমিকা । বুথ ফেরত সমীক্ষা কতটা সঠিক তা স্পষ্ট হয়ে যাবে 23 মে ।

দিল্লি, 19 মে : ক্ষমতায় আসতে চলেছে নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন NDA জোট ৷ বুথ ফেরত সমীক্ষা অন্তত সেদিকেই ইঙ্গিত করছে ৷ 542 টি আসনের মধ্যে NDA জোট 300-র বেশি আসন পাবে বলে প্রাথমিকভাবে উঠে এসেছে বুথ ফেরত সমীক্ষায় ৷ তবে, আগের বারের থেকে NDA জোটের আসন সামান্য কিছু কমতে পারে বলে আভাস ৷

টাইমস্ নাউ বুথ ফেরত সমীক্ষায় BJP-র NDA জোটকে 306 টি আসন দিচ্ছে । অর্থাৎ গতবারের থেকে আসন কমছে 30 টি । অন্যদিকে তাদের হিসাবে কংগ্রেস জোট পাচ্ছে 132টি আসন । অর্থাৎ গতবারের থেকে UPA জোটের সংখ্যা বেশ কিছুটা বাড়ছে । কিন্তু অন্যান্য়দের আসন কমছে বলে প্রাথমিক সমীক্ষায় ধরা পড়েছে ।

booth
বুথ ফেরত সমীক্ষা

রিপাবলিক টিভি - সি ভোটার অবশ্য NDA জোটের আসন আরও কিছুটা কমিয়ে দিয়েছে । তাদের হিসাবে NDA জোট পাচ্ছে 287 টি আসন । UPA জোট পাচ্ছে 128 টি আসন । অন্যান্য়দের খাতায় 127 । অর্থাৎ রিপাবলিক টিভির হিসাবে NDA -র আসন সংখ্যা যেমন কমছে, তাৎপর্যপূর্ণভাবে বাড়ছে UPA-র আসন সংখ্যা । আর অন্যান্য়দের ভোটও আগেরবারের থেকে কিছুটা কম হচ্ছে ।

প্রাথমিকভাবে যে পরিসংখ্যান পাওয়া যাচ্ছে , তাতে দুটো বিষয় স্পষ্ট । এক, দ্বিতীয়বারের জন্য় ক্ষমতায় আসছে NDA জোট । দুই, আঞ্চলিক দলগুলোকে নিয়ে কেন্দ্রে সরকার গড়ার যে প্রচেষ্টা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় করেছিলেন তা স্বপ্নই থেকে যাচ্ছে ।

booth
বুথ ফেরত সমীক্ষা

কেন্দ্রে যেমন ক্ষমতা অটুট রাখতে পারছে NDA জোট, তেমনই পশ্চিমবঙ্গের ক্ষেত্রেও খুশির খবর মোদি-অমিত শাহদের কাছে । পশ্চিমবঙ্গে তাৎপর্যপূর্ণভাবে আসন বাড়তে চলেছে BJP-র । অন্তত রিপাবলিক-সি ভোটারের হিসাব তাই বলছে । তাদের হিসাবে তৃণমূল কংগ্রেস পাবে 29 টি আসন । অর্থাৎ আগেরবারের থেকে 5 টি আসন কম পেতে পারে তারা । তৃণমূলের আসন কমছে । আর প্রায় 9 টি আসন বাড়তে চলেছে BJP-র । অর্থাৎ তাদের হিসাবে BJP পাবে 11 টি আসন । বাকি দুটি কংগ্রেস । রিপাবলিকের হিসাবে আরও একটি বিষয় স্পষ্ট । যদি তাদের সমীক্ষাকে ধরা হয়, তাহলে খুব সম্ভবত এবারই প্রথম পশ্চিমবঙ্গ মুখ ফেরাতে চলেছে বামেদের দিক থেকে ।

রিপাবলিকের প্রায় সমান ইঙ্গিত পাওয়া যাচ্ছে টাইমস্ নাউ-এর বুথ ফেরত সমীক্ষা থেকে । রিপাবলিকের মতো এরাও BJP-কে 11টি আসন দিচ্ছে । তবে, তাদের হিসাবে তৃণমূল কংগ্রেস পাচ্ছে 28টি আসন । কংগ্রেস 2। অবশ্য টাইমস্ নাও কিছুটা হলেও মুখ রক্ষা করছে বামেদের । তাদের হিসাবে বামেরা রাজ্যে 1টি আসন পেতে পারে ।

বুথ ফেরত আদতে একটি সমীক্ষা মাত্র । এর গ্রহণযোগ্য়তা নিয়ে অনেকেই প্রশ্ন তোলেন । কিন্তু পুরোপুরি উপেক্ষা করার ক্ষমতা হয়তো সাধারণ মানুষ থেকে রাজনৈতিক নেতৃত্ব কারও নেই । আর তাই হয়তো সপ্তম দফা শুরু হতেই বুথ ফেরত সমীক্ষার দিকে তাকিয়ে ছিল বহু রাজনৈতিক দল । আর ভোট শেষ হতেই বিষয়টি নিয়ে সুর চড়ালেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্য়োপাধ্যায় । টুইট করে সমীক্ষাকে কটাক্ষ করেন তিনি । সোশাল মিডিয়া থেকে দূরে থাকার জন্য় সাধারণ মানুষকে আহ্বান জানান । বুথ ফেরত সমীক্ষাকে 'গসিপের আড়ালে EVM লুটের ষড়যন্ত্র'বলেও কটাক্ষ করতে ছাড়েননি মমতা । বুথ ফেরত সমীক্ষাকে কটাক্ষ করে টুইট এসেছে ওমর আবদুল্লার মতো নেতাদের কাছ থেকেও ।

তবে, প্রতীক্ষার মাত্র কয়েকদিনের । কেন্দ্রে সরকার কারা গড়ছেন, বাংলায় তৃণমূল-BJP কাদের ক্ষমতা বাড়ছে, কমছে । কেন্দ্রে সরকার গড়তে কতটা কার্যকর হতে পারে মমতার ভূমিকা । বুথ ফেরত সমীক্ষা কতটা সঠিক তা স্পষ্ট হয়ে যাবে 23 মে ।

Kolkata, May 19 (ANI): West Bengal Chief Minister Mamata Banerjee cast her vote at a polling station in Kolkata today. After casting her vote she said, "We will not tell you about tempering (EVM). BJP's workers created a lot of chaos today". Voting for the seventh and final phase of 17th Lok Sabha elections is underway in 59 parliamentary constituencies across 7 states. The counting of votes will take place on May 23.
Last Updated : May 19, 2019, 10:09 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.