দিল্লি, 22 নভেম্বর : আগামী বছরের এপ্রিল থেকে জুনের মধ্যেই বাজারে আসছে ভারত বায়োটেক সংস্থার তৈরি কোরোনা প্রতিষেধক কোভ্যাকসিন । জানালেন ভারত বায়োটেক সংস্থার কোয়ালিটি অপারেশনস বিভাগের প্রেসিডেন্ট সাই ডি প্রসাদ । এই প্রতিষেধক অন্তত 60 শতাংশ কার্যকর হবে বলে আশাবাদী তিনি ।
কোরোনার প্রতিষেধক কোভ্যাকসিন তৈরির জন্য ভারত বায়োটেক সংস্থার সঙ্গে হাতে হাত মিলিয়ে কাজ করছে ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিকেল রিসার্চ । ভারত বায়োটেকের তৈরি কোরোনার টিকা কোভ্যাকসিন তার মানব শরীরে পরীক্ষার তৃতীয় স্তরে পৌঁছে গেছে ৷ চলতি মাসেই শুরু হয়েছে তৃতীয় পর্যায়ের পরীক্ষামূলক প্রয়োগ । 16 নভেম্বর তৃতীয় পর্যায়ের ট্রায়াল শুরুর কথা জানিয়েছিলেন সংস্থার চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টর কৃষ্ণা এল্লা ।
তৃতীয় পর্যায়ের পরীক্ষামূলক প্রয়োগে দেশের 25 টি কেন্দ্র থেকে অংশ নিচ্ছেন 26 হাজার স্বেচ্ছাসেবী । ভারতে এখনও পর্যন্ত কোরোনা ভ্যাকসিনের জন্য এটিই সবথেকে বড় ক্লিনিক্যাল ট্রায়াল । তৃতীয় পর্যায়ের ট্রায়াল 2021 সালের জানুয়ারি থেকে মার্চের মধ্যে শেষ হয়ে যাবে বলে জানান সাই ডি প্রসাদ ।
আরও পড়ুন : ফেব্রুয়ারিতেই বাজারে আসতে পারে কোভ্যাকসিন
উল্লেখ্য, ICMR-এর বর্ষীয়ান গবেষক তথা COVID 19 টাস্ক ফোর্সের সদস্য রজনী কান্ত কিছুদিন আগেই জানিয়েছিলেন, "ভ্যাকসিনে এখনও পর্যন্ত ভালো ফল পাওয়া গেছে ।" তবে তিনি বলেছিলেন আগামী বছরের শুরুতেই ফেব্রুয়ারি অথবা মার্চ মাসের মধ্যে ভ্যাকসিন বাজারে এসে যেতে পারে । এবার সেই অপেক্ষা আরও কিছুটা বাড়ল ।