ETV Bharat / bharat

নাজ়াল ভ্যাকসিন তৈরি করবে ভারত বায়োটেক, জানালেন হর্ষ বর্ধন

কোরোনা সংক্রমণ রুখতে ইন্ট্রা নাজ়াল ভ্যাকসিন তৈরি করবে ভারত বায়োটেক ৷ ইতিমধ্যেই এই সংস্থার সঙ্গে ওয়াশিংটন বিশ্ববিদ্যালয় ও সেন্ট লুইস বিশ্ববিদ্যালয়ের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছে৷ অন্যদিকে মার্কিন বায়োটেক সংস্থা কোডাজেনিক্স ও সেরাম ইনস্টিটিউট অব ইন্ডিয়া একযোগে কোরোনা রোধে আরও একটি ইন্ট্র নাজ়াল ভ্যাকসিন তৈরির কাজে কিছুটা হলেও এগিয়েছে৷

author img

By

Published : Oct 18, 2020, 7:18 PM IST

bharat_biotech_developing_nasal_covid_vaccine_says_harsh_vardhan
কোরোনা ভ্যাকসিন তৈরি করছে ভারত বায়োটেক, জানালেন হর্ষ বর্ধন

দিল্লি, 18 অক্টোবর : কোরোনা সংক্রমণ রুখতে ইন্ট্রা নাজ়াল ভ্যাকসিন তৈরি করবে ভারত বায়োটেক৷ আজ এ কথা জানিয়েছেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষ বর্ধন৷ তিনি জানান, এই নাজ়াল ভ্যাকসিন মানবদেহে প্রয়োগের জন্য হায়দরাবাদের এই ওষুধ ও ভ্যাকসিনের গবেষণাকারী ও প্রস্তুতকারী সংস্থা ইতিমধ্যেই ওয়াশিংটন বিশ্ববিদ্যালয় ও সেন্ট লুইস বিশ্ববিদ্যালয়ের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছে৷

সানডে সংবাদ ওয়েবমিনারে হর্ষ বর্ধন সোশাল মিডিয়ার শ্রোতাদের উদ্দেশ বলেন, " চুক্তি মোতাবেক ভারত বায়োটেক ওয়াশিংটন ইউনিভার্সিটির স্কুল অব মেডিসিনের তত্ত্বাবধানে ইন্ট্রা নাজ়াল ভ্যাকসিনের ট্রায়াল, প্রস্তুত করা ও বাজারে আনার প্রক্রিয়া চালাবে৷" মন্ত্রী আরও জানিয়েছেন, স্বেচ্ছাসেবকদের উপর ভ্যাকসিন প্রয়োগের প্রথম পর্যায়টি হবে সেন্ট লুইস ইউনিভার্সিটিতে৷ ভ্য়াকসিনের সাফল্যের দিকে নজর রাখতে সেখানে থাকবে ট্রিটমেন্ট ইভ্যালুয়েশন ইউনিট৷ যথাযথ অনুমতি এলে ক্লিনিক্যাল ট্রায়ালের পরের পর্যায়গুলি হবে ভারতে৷

হর্ষ বর্ধন আরও জানিয়েছেন, মার্কিন বায়োটেক সংস্থা কোডাজেনিক্স ও সেরাম ইনস্টিটিউট অব ইন্ডিয়া একযোগে কোরোনা রোধে আরও একটি ইন্ট্রা নাজ়াল ভ্যাকসিন তৈরির কাজে কিছুটা হলেও এগিয়েছে৷ তিনি বলেন, "এই দুই সংস্থা মিলে সিঙ্গল ডোজ় ইন্ট্রা নাজ়াল ভ্যাকসিন CDX-005 তৈরি করছে৷ প্রাণীদের উপর এর প্রি ক্লিনিকাল প্রয়োগ সফলভাবে সম্পন্ন হয়েছে৷ মানবদেহে ক্লিনিকাল ট্রায়ালের প্রথম পর্যায়টি শুরু হবে চলতি বছরের শেষ দিকে ব্রিটেনে ৷"

COVID-19 রোধে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO)-র কাছে 169টি ভ্যাকসিন তৈরির আবেদন সবুজ সংকেত পেয়েছে ৷ বেশিরভাগই ব্যবহার করা হচ্ছে মৃত ভাইরাস, ভাইরাসের জিনগত উপাদান কিংবা স্পাইক প্রোটিনের মতো কোনও কিছু৷ যদিও কোডাজেনিক্স এবং আরও দুটি ভ্যাকসিন তৈরির গবেষণা চলছে সজীব অবনমিত অবস্থার ভাইরাস নিয়ে৷

দিল্লি, 18 অক্টোবর : কোরোনা সংক্রমণ রুখতে ইন্ট্রা নাজ়াল ভ্যাকসিন তৈরি করবে ভারত বায়োটেক৷ আজ এ কথা জানিয়েছেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষ বর্ধন৷ তিনি জানান, এই নাজ়াল ভ্যাকসিন মানবদেহে প্রয়োগের জন্য হায়দরাবাদের এই ওষুধ ও ভ্যাকসিনের গবেষণাকারী ও প্রস্তুতকারী সংস্থা ইতিমধ্যেই ওয়াশিংটন বিশ্ববিদ্যালয় ও সেন্ট লুইস বিশ্ববিদ্যালয়ের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছে৷

সানডে সংবাদ ওয়েবমিনারে হর্ষ বর্ধন সোশাল মিডিয়ার শ্রোতাদের উদ্দেশ বলেন, " চুক্তি মোতাবেক ভারত বায়োটেক ওয়াশিংটন ইউনিভার্সিটির স্কুল অব মেডিসিনের তত্ত্বাবধানে ইন্ট্রা নাজ়াল ভ্যাকসিনের ট্রায়াল, প্রস্তুত করা ও বাজারে আনার প্রক্রিয়া চালাবে৷" মন্ত্রী আরও জানিয়েছেন, স্বেচ্ছাসেবকদের উপর ভ্যাকসিন প্রয়োগের প্রথম পর্যায়টি হবে সেন্ট লুইস ইউনিভার্সিটিতে৷ ভ্য়াকসিনের সাফল্যের দিকে নজর রাখতে সেখানে থাকবে ট্রিটমেন্ট ইভ্যালুয়েশন ইউনিট৷ যথাযথ অনুমতি এলে ক্লিনিক্যাল ট্রায়ালের পরের পর্যায়গুলি হবে ভারতে৷

হর্ষ বর্ধন আরও জানিয়েছেন, মার্কিন বায়োটেক সংস্থা কোডাজেনিক্স ও সেরাম ইনস্টিটিউট অব ইন্ডিয়া একযোগে কোরোনা রোধে আরও একটি ইন্ট্রা নাজ়াল ভ্যাকসিন তৈরির কাজে কিছুটা হলেও এগিয়েছে৷ তিনি বলেন, "এই দুই সংস্থা মিলে সিঙ্গল ডোজ় ইন্ট্রা নাজ়াল ভ্যাকসিন CDX-005 তৈরি করছে৷ প্রাণীদের উপর এর প্রি ক্লিনিকাল প্রয়োগ সফলভাবে সম্পন্ন হয়েছে৷ মানবদেহে ক্লিনিকাল ট্রায়ালের প্রথম পর্যায়টি শুরু হবে চলতি বছরের শেষ দিকে ব্রিটেনে ৷"

COVID-19 রোধে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO)-র কাছে 169টি ভ্যাকসিন তৈরির আবেদন সবুজ সংকেত পেয়েছে ৷ বেশিরভাগই ব্যবহার করা হচ্ছে মৃত ভাইরাস, ভাইরাসের জিনগত উপাদান কিংবা স্পাইক প্রোটিনের মতো কোনও কিছু৷ যদিও কোডাজেনিক্স এবং আরও দুটি ভ্যাকসিন তৈরির গবেষণা চলছে সজীব অবনমিত অবস্থার ভাইরাস নিয়ে৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.