ETV Bharat / bharat

ভোট শেষ হতেই রাম মন্দির নিয়ে সুর চড়ালেন ভাগবত - udaipur

আজ রাজস্থানের উদয়পুরে এক অনুষ্ঠানে রাম মন্দির নির্মাণ প্রসঙ্গে মুখ খুললেন RSS প্রধান মোহন ভাগবত । BJP দ্বিতীয়বার ক্ষমতায় আসতেই রাম মন্দির নির্মাণ ইশুতে সঙ্ঘ প্রধানের এই সুর চড়ানো ।

ভাগবত
author img

By

Published : May 27, 2019, 5:10 PM IST

উদয়পুর, 27 মে : BJP দ্বিতীয়বার ক্ষমতায় আসতেই রাম মন্দির নির্মাণ ইশুতে মুখ খুললেন RSS প্রধান মোহন ভাগবত । আজ রাজস্থানের উদয়পুরে এক অনুষ্ঠানে রাম মন্দির নির্মাণ প্রসঙ্গে তিনি বলেন, "আমাদের রামের কাজ সম্পন্ন করতে হবে ।"

ভোটের ফলাফল প্রকাশের পর উদয়পুরে বক্তব্য রাখেন রাষ্ট্রীয় স্বয়ং সেবক সঙ্ঘের প্রধান । সেখানেই রাম মন্দির নিয়ে সুর চড়িয়ে তিনি বলেন, "রামের কাজ করতেই হবে । আমাদের সকলের মধ্যে রাম রয়েছেন । প্রয়োজনে আমাদের নিজেদের দায়িত্ব নিতে হবে এই কাজের জন্য । এই কাজের দায়িত্ব যদি অন্য কারও উপরও বর্তায় তবে আমাদের নজর রাখতে হবে ।"

গত লোকসভা নির্বাচনের থেকেও বেশি আসনে জিতে ক্ষমতায় ফিরেছেন BJP । বিরোধীদের দাবি এই নির্বাচনে ধর্মীয় মেরুকরণের কারণেই BJP-র এই বিপুল জয় । তবে BJP দাবি করে এসেছে তারা ধর্মের নামে রাজনীতি করে না । তবে নতুন সরকারের প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণের আগে ফের একবার রাম মন্দির ইশুতে হুঁশিয়ারি দিয়ে রাখলেন সঙ্ঘ প্রধান মোহন ভগবত । যার জেরে অস্বস্তিতে পড়তে পারে BJP, মত বিশেষজ্ঞদের ।

2014 সালের লোকসভা ভোটে BJP-র অ্যাজেন্ডার অন্যতম ছিল রাম মন্দির । রাম মন্দির ও বাবরি মসজিদ সংক্রান্ত সমস্যার সমধানে তিন মধ্যস্থতাকারীকে দায়িত্ব দেয় দেশের শীর্ষ আদালত । ওই রায়কে স্বাগত জানায় RSS । পাশাপাশি তারা জানিয়ে দেয় রাম মন্দির যেখানে তৈরি হওয়ার কথা ছিল সেখানেই করতে হবে । তবে 2019 লোকসভা নির্বাচনের আগে কোর্টের রায়কে হাতিয়ার করেই মোদি বলেছিলেন বিচারাধীন বিষয় কোর্ট যা রায় দেবে তাই করা হবে । যা নিয়ে খুশি ছিল না সঙ্ঘ ।

উদয়পুর, 27 মে : BJP দ্বিতীয়বার ক্ষমতায় আসতেই রাম মন্দির নির্মাণ ইশুতে মুখ খুললেন RSS প্রধান মোহন ভাগবত । আজ রাজস্থানের উদয়পুরে এক অনুষ্ঠানে রাম মন্দির নির্মাণ প্রসঙ্গে তিনি বলেন, "আমাদের রামের কাজ সম্পন্ন করতে হবে ।"

ভোটের ফলাফল প্রকাশের পর উদয়পুরে বক্তব্য রাখেন রাষ্ট্রীয় স্বয়ং সেবক সঙ্ঘের প্রধান । সেখানেই রাম মন্দির নিয়ে সুর চড়িয়ে তিনি বলেন, "রামের কাজ করতেই হবে । আমাদের সকলের মধ্যে রাম রয়েছেন । প্রয়োজনে আমাদের নিজেদের দায়িত্ব নিতে হবে এই কাজের জন্য । এই কাজের দায়িত্ব যদি অন্য কারও উপরও বর্তায় তবে আমাদের নজর রাখতে হবে ।"

গত লোকসভা নির্বাচনের থেকেও বেশি আসনে জিতে ক্ষমতায় ফিরেছেন BJP । বিরোধীদের দাবি এই নির্বাচনে ধর্মীয় মেরুকরণের কারণেই BJP-র এই বিপুল জয় । তবে BJP দাবি করে এসেছে তারা ধর্মের নামে রাজনীতি করে না । তবে নতুন সরকারের প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণের আগে ফের একবার রাম মন্দির ইশুতে হুঁশিয়ারি দিয়ে রাখলেন সঙ্ঘ প্রধান মোহন ভগবত । যার জেরে অস্বস্তিতে পড়তে পারে BJP, মত বিশেষজ্ঞদের ।

2014 সালের লোকসভা ভোটে BJP-র অ্যাজেন্ডার অন্যতম ছিল রাম মন্দির । রাম মন্দির ও বাবরি মসজিদ সংক্রান্ত সমস্যার সমধানে তিন মধ্যস্থতাকারীকে দায়িত্ব দেয় দেশের শীর্ষ আদালত । ওই রায়কে স্বাগত জানায় RSS । পাশাপাশি তারা জানিয়ে দেয় রাম মন্দির যেখানে তৈরি হওয়ার কথা ছিল সেখানেই করতে হবে । তবে 2019 লোকসভা নির্বাচনের আগে কোর্টের রায়কে হাতিয়ার করেই মোদি বলেছিলেন বিচারাধীন বিষয় কোর্ট যা রায় দেবে তাই করা হবে । যা নিয়ে খুশি ছিল না সঙ্ঘ ।

Patna (Bihar), May 19 (ANI): Bihar Chief Minister Nitish Kumar cast his vote at a polling booth number 326 at a school in Raj Bhawan, Patna. Eight constituencies of Bihar are going to polls in the last phase of elections. The counting of votes will take place on May 23.

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.