বেঙ্গালুরু, 11 জানুয়ারি : গণধর্ষণ ও জোর করে ধর্মান্তর করানোর চেষ্টার অভিযোগ দায়ের করলেন এক যুবতি। সোমবার বেঙ্গালুরুর চান্নাম্মানা পুলিশ স্টেশনে এই অভিযোগ দায়ের করেছেন নির্যাতিতা । মহিলার অভিযোগের ভিত্তিতে পুলিশ এক অভিযুক্ত সাবির আহমেদকে গ্রেপ্তার করেছে পুলিশ। আরেক অভিযুক্ত মহম্মদ রিলওয়ানের খোঁজে তল্লাশি শুরু করেছে ।
নির্যাতিতা তাঁর অভিযোগে জানিয়েছেন, 2018 সালে তিনি একটি স্পা-তে রিসেপশনিস্টের কাজ করতেন। সেই সময় সাবির সেখানে নিয়মিত যাতায়াত করত। সেখানেই তাদের পরিচয় হয়। পরে সাবিরের সাহায্যে সেই স্পা-র চাকরি ছেড়ে ব্রিগেড রোডের একটি হোটেলে রিসেপশনিস্টের কাজ শুরু করেন।
এরপর 2019-র ফেব্রুয়ারি মাসে সাবিরের ভাই রিলওয়ান ওই হোটেলের ইনচার্জের দায়িত্ব নেয়। অভিযোগ, সেই সময় রিলওয়ান তাঁর সঙ্গে শারীরিক সম্পর্ক তৈরি করার জন্য বিয়ের প্রস্তাব দেয়। এমনকী একাধিকবার তাঁকে ধর্ষণ করে বলে অভিযোগ করেছেন তিনি। এমন কী বিয়ের কথা বললে জোর করে ধর্ম পরিবর্তনের চেষ্টা করা হয় বলেও অভিযোগ দায়ের করেছেন ওই নির্যাতিতা। পুলিশ গোটা ঘটনায় অভিযোগ দায়ের করে তদন্ত শুরু করেছে ।