ETV Bharat / bharat

ভরতি নিল না হাসপাতাল, গেটের বাইরে মৃত্যু কোরোনা আক্রান্তের - কোরোনা ভাইরাসে সর্তকতা

হাসপাতালের গেটের বাইরে মৃত্যু হল বেঙ্গালুরুর এক কোরোনা আক্রান্তের । অভিযোগ, হাসপাতালে ঢুকতে দেওয়া হয়নি ওই রোগীকে । গেটের বাইরে মারা যান তিনি ।

a corona patient died in front of hospital in bengaluru
a corona patient died in front of hospital in bengaluru
author img

By

Published : Jul 12, 2020, 11:07 PM IST

বেঙ্গালুরু, 12 জুলাই : হাসপাতালের গেটের বাইরে মৃত্যু হল কোরোনা আক্রান্ত মহিলার । অভিযোগ, বেঙ্গালুরুর ওই বেসরকারি হাসপাতাল কর্তৃপক্ষ রোগীকে ভিতরে ঢুকতেই দেয়নি । মৃতার পরিবারের অভিযোগ, হাসপাতাল কর্তৃপক্ষের গাফিলতিতে মৃত্যু হয় ওই মহিলার । পরিজনরা জানিয়েছেন, কেম্পেগৌদার মেডিকেল সায়েন্স ইনস্টিটিউটে রোগীকে প্রথমে নিয়ে যাওয়া হয় । তবে সেখান থেকে রোগীকে ফেরত পাঠানো হয় । রোগীকে নিয়ে তাঁরা ওই বেসরকারি হাসপাতালে আসেন । তবে কর্তৃপক্ষ ভিতরে ঢুকতেই দেয়নি ।

মৃতার এক আত্মীয় জানান, "সকাল 11 টা থেকে চিকিৎসার জন্য অপেক্ষা করেছি । এক হাসপাতাল থেকে আর এক হাসপাতালে আমাদের পাঠিয়ে দেওয়া হয় । আমরা কোরোনার বিষয়ে বিশেষ কিছু জানি না । আমরা ভিতরে প্রবেশ করতে গেলে গেটে তালা দিয়ে দেয় নিরাপত্তারক্ষীরা ।"

কিছুদিন ধরে শ্বাসকষ্টজনিত সমস্যায় ভুগছিলেন ওই মহিলা । তাই তাঁর নমুনা পরীক্ষা করা হয় । রিপোর্ট পজিটিভ আসে । তাঁকে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয় । তবে কোনও হাসপাতাল ভরতি নেয়নি বলে অভিযোগ । বেডের অভাব রয়েছে বলে ফিরিয়ে দেয় একাধিক হাসপাতাল কর্তৃপক্ষ ।

এদিকে রোগীর মৃত্যুর পর আত্মীয়রা হাসপাতালের গেটের বাইরে বিক্ষোভ দেখাতে থাকেন । একজন বলেন, "হাসপাতাল কর্তৃপক্ষ আমাদের বিক্ষোভ তুলে নিতে বলেছে । কিন্তু আমাদের সাথে কথা না বললে মৃতদেহ গেটের সামনে রেখে বিক্ষোভ দেখাতে থাকব । যতক্ষণ না এর বিচার পাচ্ছি ততক্ষণ পর্যন্ত বিক্ষোভ দেখাব ।''

এদিকে বিক্ষোভের জেরে সুর নরম করে হাসপাতাল কর্তৃপক্ষ । তাদের তরফে মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয় ।

তবেই এমন ঘটনা বেঙ্গালুরুতে প্রথম নয় । এর আগেও 52 বছর বয়সী এক কোরোনা আক্রান্তের মৃত্যু হয়েছিল হাসপাতালের গেটের সামনে । তাঁকেও ভরতি নেয়নি হাসপাতাল কর্তৃপক্ষ ।

বেঙ্গালুরু, 12 জুলাই : হাসপাতালের গেটের বাইরে মৃত্যু হল কোরোনা আক্রান্ত মহিলার । অভিযোগ, বেঙ্গালুরুর ওই বেসরকারি হাসপাতাল কর্তৃপক্ষ রোগীকে ভিতরে ঢুকতেই দেয়নি । মৃতার পরিবারের অভিযোগ, হাসপাতাল কর্তৃপক্ষের গাফিলতিতে মৃত্যু হয় ওই মহিলার । পরিজনরা জানিয়েছেন, কেম্পেগৌদার মেডিকেল সায়েন্স ইনস্টিটিউটে রোগীকে প্রথমে নিয়ে যাওয়া হয় । তবে সেখান থেকে রোগীকে ফেরত পাঠানো হয় । রোগীকে নিয়ে তাঁরা ওই বেসরকারি হাসপাতালে আসেন । তবে কর্তৃপক্ষ ভিতরে ঢুকতেই দেয়নি ।

মৃতার এক আত্মীয় জানান, "সকাল 11 টা থেকে চিকিৎসার জন্য অপেক্ষা করেছি । এক হাসপাতাল থেকে আর এক হাসপাতালে আমাদের পাঠিয়ে দেওয়া হয় । আমরা কোরোনার বিষয়ে বিশেষ কিছু জানি না । আমরা ভিতরে প্রবেশ করতে গেলে গেটে তালা দিয়ে দেয় নিরাপত্তারক্ষীরা ।"

কিছুদিন ধরে শ্বাসকষ্টজনিত সমস্যায় ভুগছিলেন ওই মহিলা । তাই তাঁর নমুনা পরীক্ষা করা হয় । রিপোর্ট পজিটিভ আসে । তাঁকে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয় । তবে কোনও হাসপাতাল ভরতি নেয়নি বলে অভিযোগ । বেডের অভাব রয়েছে বলে ফিরিয়ে দেয় একাধিক হাসপাতাল কর্তৃপক্ষ ।

এদিকে রোগীর মৃত্যুর পর আত্মীয়রা হাসপাতালের গেটের বাইরে বিক্ষোভ দেখাতে থাকেন । একজন বলেন, "হাসপাতাল কর্তৃপক্ষ আমাদের বিক্ষোভ তুলে নিতে বলেছে । কিন্তু আমাদের সাথে কথা না বললে মৃতদেহ গেটের সামনে রেখে বিক্ষোভ দেখাতে থাকব । যতক্ষণ না এর বিচার পাচ্ছি ততক্ষণ পর্যন্ত বিক্ষোভ দেখাব ।''

এদিকে বিক্ষোভের জেরে সুর নরম করে হাসপাতাল কর্তৃপক্ষ । তাদের তরফে মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয় ।

তবেই এমন ঘটনা বেঙ্গালুরুতে প্রথম নয় । এর আগেও 52 বছর বয়সী এক কোরোনা আক্রান্তের মৃত্যু হয়েছিল হাসপাতালের গেটের সামনে । তাঁকেও ভরতি নেয়নি হাসপাতাল কর্তৃপক্ষ ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.