ETV Bharat / bharat

চা-ওয়ালা হয়ে মোদির উত্থান অভূতপূর্ব : ট্রাম্প - মোতেরায় মোদি-ট্রাম্প

মোতেরার মঞ্চ থেকে মোদির প্রশংসা করেন ট্রাম্প । মোদিকে বিশেষ বন্ধু বলে সম্বোধন করেন অ্যামেরিকার প্রেসিডেন্ট ।

Namaste Trump
মোতেরায় ট্রাম্প
author img

By

Published : Feb 24, 2020, 3:33 PM IST

আহমেদাবাদ, 24 ফেব্রুয়ারি : সন্ত্রাসবাদ থেকে দিল ওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে, নিজের বক্তব্যে প্রায় সব বিষয়ে কথা বললেন ট্রাম্প ৷ তবে সব থেকে বেশি করলেন মোদির প্রশংসা । ভাষণে মোদিকে বিশেষ বন্ধু হিসেবে উল্লেখ ট্রাম্প বলেন, "মোদি মহান নেতা । প্রত্যেকে তাঁকে ভালোবাসে । কিন্তু ও খুব কঠোর।"

মোতেরা স্টেডিয়ামে ভাষণ দিতে উঠে "নমস্তে ইন্ডিয়া" বলে বক্তব্য শুরু করেন ট্রাম্প । তারপরই মোদিকে ধন্যবাদ জানান ৷ ট্রাম্প বলেন, "আমি প্রথমেই আমার বিশেষ বন্ধু প্রধানমন্ত্রী মোদিকে ধন্যবাদ জানিয়ে বক্তব্য শুরু করতে চাই । একজন চা-ওয়ালা হওয়া সত্ত্বেও মোদির উত্থান অভূতপূর্ব । তিনি মহান । কিন্তু কোনও বিষয়ে বোঝাপড়ার ক্ষেত্রে খুব কঠোর।"

মোদির প্রশংসায় ট্রাম্প বলেন, "মোদি ভারতের একজন সফল নেতা । বিশাল জনসমর্থন নিয়ে মোদি ক্ষমতায় এসেছেন । শুধু ভারত বা গুজরাতের নয়, এই পৃথিবীর গর্ব মোদি । কঠোর পরিশ্রম ও অধ্যাবসায়ের জীবন্ত নিদর্শন উনি ।"

ভারতের সঙ্গে অ্যামেরিকার সম্পর্ক প্রসঙ্গে ট্রাম্প বলেন, "অ্যামেরিকা ভারতের বন্ধু । অ্যামেরিকা ভারতকে বিশ্বাস করে । এখানে আসা আমার কাছে সম্মানের । ভারত অতিথিপরায়ণ দেশ । ভারতের আতিথেয়তায় আমি মুগ্ধ । মেলানিয়া আর আমি সারা বিশ্বে একটাই বার্তা দিতে চেয়েছি । অ্যামেরিকা ভারতকে ভালোবাসে । অ্যামেরিকা ভারতকে সম্মান করে ।"

আহমেদাবাদ, 24 ফেব্রুয়ারি : সন্ত্রাসবাদ থেকে দিল ওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে, নিজের বক্তব্যে প্রায় সব বিষয়ে কথা বললেন ট্রাম্প ৷ তবে সব থেকে বেশি করলেন মোদির প্রশংসা । ভাষণে মোদিকে বিশেষ বন্ধু হিসেবে উল্লেখ ট্রাম্প বলেন, "মোদি মহান নেতা । প্রত্যেকে তাঁকে ভালোবাসে । কিন্তু ও খুব কঠোর।"

মোতেরা স্টেডিয়ামে ভাষণ দিতে উঠে "নমস্তে ইন্ডিয়া" বলে বক্তব্য শুরু করেন ট্রাম্প । তারপরই মোদিকে ধন্যবাদ জানান ৷ ট্রাম্প বলেন, "আমি প্রথমেই আমার বিশেষ বন্ধু প্রধানমন্ত্রী মোদিকে ধন্যবাদ জানিয়ে বক্তব্য শুরু করতে চাই । একজন চা-ওয়ালা হওয়া সত্ত্বেও মোদির উত্থান অভূতপূর্ব । তিনি মহান । কিন্তু কোনও বিষয়ে বোঝাপড়ার ক্ষেত্রে খুব কঠোর।"

মোদির প্রশংসায় ট্রাম্প বলেন, "মোদি ভারতের একজন সফল নেতা । বিশাল জনসমর্থন নিয়ে মোদি ক্ষমতায় এসেছেন । শুধু ভারত বা গুজরাতের নয়, এই পৃথিবীর গর্ব মোদি । কঠোর পরিশ্রম ও অধ্যাবসায়ের জীবন্ত নিদর্শন উনি ।"

ভারতের সঙ্গে অ্যামেরিকার সম্পর্ক প্রসঙ্গে ট্রাম্প বলেন, "অ্যামেরিকা ভারতের বন্ধু । অ্যামেরিকা ভারতকে বিশ্বাস করে । এখানে আসা আমার কাছে সম্মানের । ভারত অতিথিপরায়ণ দেশ । ভারতের আতিথেয়তায় আমি মুগ্ধ । মেলানিয়া আর আমি সারা বিশ্বে একটাই বার্তা দিতে চেয়েছি । অ্যামেরিকা ভারতকে ভালোবাসে । অ্যামেরিকা ভারতকে সম্মান করে ।"

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.