ETV Bharat / bharat

বাংলাদেশে ক্যাফেতে হামলার ঘটনায় 7 জঙ্গির মৃত্যুদণ্ডের সাজা - Holey artisan

বাংলাদেশের হোলি আর্টিজ়ন ক্যাফেতে হামলার ঘটনায় 7 জঙ্গিকে মৃত্যুদণ্ড দিল বাংলাদেশের এক আদালত ।

cafe attack
হোলি আর্টিজ়ন
author img

By

Published : Nov 27, 2019, 2:34 PM IST

Updated : Nov 27, 2019, 7:46 PM IST

ঢাকা, 27 নভেম্বর : বাংলাদেশের হোলি আর্টিজ়ান ক্যাফেতে হামলার ঘটনায় 7 জঙ্গিকে মৃত্যুদণ্ড দিল বাংলাদেশের এক আদালত । তারা সকলেই জামাত-উল-মুজাহিদিন (JMB)- র সদস্য । বিচার শুরু হওয়ার এক বছরের মাথায় ঢাকার সন্ত্রাস বিরোধী বিশেষ ট্রাইবুনাল এই রায় ঘোষণা করল ।

ফাঁসির সাজা পাওয়া 7 আসামি হলেন রাকিবুল ইসলাম, রিগ্যান ওরফে রাফিউল ইসলাম । রাজীব গান্ধি ওরফে জাহাঙ্গির আলম, মহম্মদ আসলাম হোসেন, আবদুস সবুর খান ওরফে সোহেল মাহফুজ়, মহম্মদ হাদিসুর রহমান সাগর ওরফে সাগর, মামুনুর রশিদ রিপন, শরিফুল ইসলাম খালেদ । মুক্তি পেয়েছে মিজ়ানুর রহমান ওরফে বড় মিজ়ান ।

2016 সালের 1 জুলাই গুলশানের হোলি আর্টিজ়ান ক্যাফেতে জঙ্গি হামলা হয় । 20 জন দেশি-বিদেশি নাগরিক প্রাণ হারান । ঘটনায় নাম জড়ায় ইসলামিক স্টেটের ।

ঢাকা, 27 নভেম্বর : বাংলাদেশের হোলি আর্টিজ়ান ক্যাফেতে হামলার ঘটনায় 7 জঙ্গিকে মৃত্যুদণ্ড দিল বাংলাদেশের এক আদালত । তারা সকলেই জামাত-উল-মুজাহিদিন (JMB)- র সদস্য । বিচার শুরু হওয়ার এক বছরের মাথায় ঢাকার সন্ত্রাস বিরোধী বিশেষ ট্রাইবুনাল এই রায় ঘোষণা করল ।

ফাঁসির সাজা পাওয়া 7 আসামি হলেন রাকিবুল ইসলাম, রিগ্যান ওরফে রাফিউল ইসলাম । রাজীব গান্ধি ওরফে জাহাঙ্গির আলম, মহম্মদ আসলাম হোসেন, আবদুস সবুর খান ওরফে সোহেল মাহফুজ়, মহম্মদ হাদিসুর রহমান সাগর ওরফে সাগর, মামুনুর রশিদ রিপন, শরিফুল ইসলাম খালেদ । মুক্তি পেয়েছে মিজ়ানুর রহমান ওরফে বড় মিজ়ান ।

2016 সালের 1 জুলাই গুলশানের হোলি আর্টিজ়ান ক্যাফেতে জঙ্গি হামলা হয় । 20 জন দেশি-বিদেশি নাগরিক প্রাণ হারান । ঘটনায় নাম জড়ায় ইসলামিক স্টেটের ।

Mumbai, Nov 27 (ANI): While speaking to ANI on BJP leader Devendra Fadnavis's resignation, BJP's Babanrao B Pachpute said, "Everything changed after the Supreme Court decision came and then Ajit dada resigned due to his personal reasons. We had a BJP Core Committee meeting right after Pawar's resignation and we decided that we don't have the numbers and Devendra Fadnavis should resign and we should not indulge in horse trading." He further said, "In this entire scenario, BJP understood the matter so well. No horse trading should happen." Speaking on alliance with Ajit Pawar, Babanrao said, "Ajit dada came and met us. He had 54 MLAs. If he came with us, we would not have any problem. But things changed later. Let them form the government. "
Last Updated : Nov 27, 2019, 7:46 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.