ETV Bharat / bharat

বিশ্ব ক্ষুধা সূচকে তলানিতে ভারত, অপুষ্টির শিকার 14 শতাংশ - বিশ্ব ক্ষুধা সূচকে বাংলাদেশ-পাকিস্তানেরও পিছনে ভারত

বিশ্ব ক্ষুধা সূচকে বাংলাদেশ-পাকিস্তানেরও পিছনে রয়েছে ভারত । 107টি দেশের মধ্যে 94তম স্থানে রয়েছে ।

India
India
author img

By

Published : Oct 17, 2020, 8:23 PM IST

দিল্লি, 17 অক্টোবর : বিশ্ব ক্ষুধা সূচকে 107টি দেশের মধ্যে 94তম স্থানে রয়েছে ভারত । গতবারের থেকে তালিকায় কিছুটা উপরে উঠে এলেও । এই স্থানও আশাব্যঞ্জক নয় । কারণ ব়্যাঙ্কিংয়ে বাংলাদেশ এবং পাকিস্তানের থেকেও ভারত পিছিয়ে রয়েছে । ভারতের এই অবস্থান রীতিমতো 'উদ্বেগজনক' বলে রিপোর্টে উল্লেখ করা হচ্ছে ।

এই পরিস্থিতির জন্য পরিকল্পনা অনুযায়ী সঠিক কাজ না হওয়া, পর্যবেক্ষণের অভাব, অপুষ্টি এবং বড় রাজ্যগুলির কাজের পরিকাঠামোকেই দায়ি করেছেন বিশেষজ্ঞরা । গত বছর, 117টি দেশের মধ্যে 102তম স্থানে ছিল দেশ ।

প্রতিবেশী দেশ বাংলাদেশ, মায়ানমার, পাকিস্তানের মতো দেশের অবস্থাও 'উদ্বেগজনক' । কিন্তু সূচকে তাদের স্থান ভারতের উপরে । বাংলাদেশ 75তম স্থানে রয়েছে । মায়ানমার 78তম স্থানে । পাকিস্তান রয়েছে 88তম স্থানে । নেপাল ও শ্রীলঙ্কা যথাক্রমে 73তম এবং 64তম স্থানে রয়েছে ।

বিশ্ব ক্ষুধা সূচকের রিপোর্ট অনুযায়ী, ভারতের মোট জনসংখ্যার 14 শতাংশ অপুষ্টির শিকার । পাঁচ বছর বয়সী শিশুদের 34.5 শতাংশই অপুষ্টিতে ভুগছে । তার মধ্যে কম ওজনের শিশু 17.3 শতাংশ । 3.7 শতাংশ পাঁচ বছরের নিচে শিশু মৃত্যুর হার । অনেক শিশুরই ওজন কম । অনেক শিশুর ওজন অনুযায়ী উচ্চতা কম । যার থেকে বোঝা যায়, তারা ভয়াবহ অপুষ্টির শিকার ।

1991 থেকে 2014 সাল পর্যন্ত পরিসংখ্যান অনুযায়ী, বাংলাদেশ, ভারত, নেপাল, পাকিস্তানে শিশুদের মধ্যে অপুষ্টিজনিত রোগের অন্যতম কারণ হল পরিবারে আর্থিক অনটন, খাবারের মান খারাপ, প্রসূতির পুষ্টির অভাবের মতো বিষয় ।

দিল্লি, 17 অক্টোবর : বিশ্ব ক্ষুধা সূচকে 107টি দেশের মধ্যে 94তম স্থানে রয়েছে ভারত । গতবারের থেকে তালিকায় কিছুটা উপরে উঠে এলেও । এই স্থানও আশাব্যঞ্জক নয় । কারণ ব়্যাঙ্কিংয়ে বাংলাদেশ এবং পাকিস্তানের থেকেও ভারত পিছিয়ে রয়েছে । ভারতের এই অবস্থান রীতিমতো 'উদ্বেগজনক' বলে রিপোর্টে উল্লেখ করা হচ্ছে ।

এই পরিস্থিতির জন্য পরিকল্পনা অনুযায়ী সঠিক কাজ না হওয়া, পর্যবেক্ষণের অভাব, অপুষ্টি এবং বড় রাজ্যগুলির কাজের পরিকাঠামোকেই দায়ি করেছেন বিশেষজ্ঞরা । গত বছর, 117টি দেশের মধ্যে 102তম স্থানে ছিল দেশ ।

প্রতিবেশী দেশ বাংলাদেশ, মায়ানমার, পাকিস্তানের মতো দেশের অবস্থাও 'উদ্বেগজনক' । কিন্তু সূচকে তাদের স্থান ভারতের উপরে । বাংলাদেশ 75তম স্থানে রয়েছে । মায়ানমার 78তম স্থানে । পাকিস্তান রয়েছে 88তম স্থানে । নেপাল ও শ্রীলঙ্কা যথাক্রমে 73তম এবং 64তম স্থানে রয়েছে ।

বিশ্ব ক্ষুধা সূচকের রিপোর্ট অনুযায়ী, ভারতের মোট জনসংখ্যার 14 শতাংশ অপুষ্টির শিকার । পাঁচ বছর বয়সী শিশুদের 34.5 শতাংশই অপুষ্টিতে ভুগছে । তার মধ্যে কম ওজনের শিশু 17.3 শতাংশ । 3.7 শতাংশ পাঁচ বছরের নিচে শিশু মৃত্যুর হার । অনেক শিশুরই ওজন কম । অনেক শিশুর ওজন অনুযায়ী উচ্চতা কম । যার থেকে বোঝা যায়, তারা ভয়াবহ অপুষ্টির শিকার ।

1991 থেকে 2014 সাল পর্যন্ত পরিসংখ্যান অনুযায়ী, বাংলাদেশ, ভারত, নেপাল, পাকিস্তানে শিশুদের মধ্যে অপুষ্টিজনিত রোগের অন্যতম কারণ হল পরিবারে আর্থিক অনটন, খাবারের মান খারাপ, প্রসূতির পুষ্টির অভাবের মতো বিষয় ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.