বেঙ্গালুরু, 8 নভেম্বর : বিমানবন্দরে সোনা পাচার করতে গিয়ে হাতেনাতে ধরা পড়ল এক ব্যক্তি ৷ বেঙ্গালুরুর কেম্পেগৌড়া বিমানবন্দর থেকে গ্রেপ্তার করা হয়েছে তাকে ৷ কাস্টমস অফিসাররা ওই ব্যক্তির কাছে 1.01 কোটি টাকার সোনা বাজেয়াপ্ত করেছে ৷
জানা গেছে, কেম্পেগৌড়া আন্তর্জাতিক বিমানবন্দরে বিদেশ থেকে আসা যাত্রীদের চেকিংয়ের সময় সোনা সহ ধরা পড়ে এক ব্যক্তি ৷ বেঙ্গালুরু কাস্টমস ডিভিশনের এয়ার ইন্টিলিজেন্স বিভাগের আধিকারিকরা গ্রেপ্তার করে তাকে ৷ উদ্ধার হওয়ার সোনা পরিমাণ 1 কোটি 1 লাখ 82 হাজার 266 টাকা ৷
1.01 কোটি টাকা সোনার মধ্যে 86 লাখ 24 হাজার 954 টাকার পেস্ট সোনা উদ্ধার হয়েছে ৷ এছাড়া 15 লাখ 57 হাজার 312 টাকা মূল্যের হার্ড গোল্ড বাজেয়াপ্ত করেছে কাস্টমস অফিসাররা ৷