ETV Bharat / bharat

এফ-16 গুঁড়িয়ে দিয়েছিলেন অভিনন্দন, পথ দেখান IAF অফিসার মিন্তি আগরওয়াল - Yudh Seva Medal awardee

বৃহস্পতিবার ভারতের 73 তম স্বাধীনতা দিবসে ভারতীয় বায়ুসেনার স্কয়্যাড্রন লিডার মিন্তি আগরওয়ালের হাতে যুদ্ধসেবা মেডেল তুলে দেওয়া হয় ৷ তিনিই প্রথম মহিলা অফিসার যাঁকে এই সম্মান প্রদান করা হল ৷ অশান্ত সময়ে 'ফাইটার কন্ট্রোল'-এ উল্লেখযোগ্য অবদান রেখে যুদ্ধসেবা পদক পেলেন মিন্তি ৷

এফ-16 গুঁড়িয়ে দিয়েছিলেন অভিনন্দন, পথ দেখান IAF অফিসার মিন্তি আগরওয়াল
author img

By

Published : Aug 16, 2019, 9:42 AM IST

দিল্লি, 16 অগাস্ট : চলতি বছরের 27 ফেব্রুয়ারি ৷ ভারতের আকাশসীমায় ঢুকে পড়ে পাকিস্তানের বেশ কয়েকটি F-16 বিমান ৷ পাকিস্তানের বিমানগুলিকে তাড়া করে ভারতীয় বায়ুসেনার বিমান ৷ সেইসময় আকাশের অবস্থা কেমন, কোন দিকে বিমান ঘোরালে শত্রুপক্ষের সেনা একবিন্দুও টের পাবে না, কী ভাবে পাকিস্তানি যুদ্ধবিমানকে আকাশপথে ঘায়েল করা সম্ভব ৷ এই সবকিছুই লক্ষ্য রাখছিলেন অসীম সাহসী এক নারী ৷ উইং কমান্ডার অভিনন্দন বর্তমানকে এইসব তথ্য সরবরাহ করেছিলেন তিনিই ৷ অভিনন্দন বর্তমান যখন F-16 ধ্বংস করেন, তারও সাক্ষী তিনি ৷ বায়ুসেনার ওই স্কয়্যাড্রন লিডার মিন্তি আগরওয়াল পেলেন যুদ্ধসেবা মেডেল ৷

বৃহস্পতিবার ভারতের 73 তম স্বাধীনতা দিবসে ভারতীয় বায়ুসেনার স্কয়্যাড্রন লিডার মিন্তি আগরওয়ালের হাতে যুদ্ধসেবা মেডেল তুলে দেওয়া হয় ৷ তিনিই প্রথম মহিলা অফিসার যাঁকে এই সম্মান প্রদান করা হল ৷ অশান্ত সময়ে 'ফাইটার কন্ট্রোল'-এ উল্লেখযোগ্য অবদান রেখে যুদ্ধসেবা পদক পেলেন মিন্তি ৷

16 ফেব্রুয়ারি পুলওয়ামায় জঙ্গি হামলার জবাবে পালটা অভিযান চালায় ভারতীয় বায়ুসেনা । 26 ফেব্রুয়ারি পাকিস্তানের বালাকোটে ঢুকে জইশ-ই-মহম্মদের একাধিক জঙ্গি ঘাঁটি গুঁড়িয়ে দেয় বায়ুসেনার বিমান । পরদিন বালাকোটে ভারতের বায়ুসেনা বাহিনীর অভিযানের পরের দিনই সীমান্ত পেরিয়ে ভারতের আকাশে ঢুকে পড়ে পাকিস্তানের যুদ্ধবিমান F-16 । সফল ভাবে F-16 ধ্বংস করে ও পাকিস্তানের মাটিতে বন্দী হয়েও বীরত্বের পরিচয় দেওয়ার জন্য বীরচক্রে ভূষিত করা হয় অভিনন্দনকে ।

সংবাদ সংস্থাকে স্কয়্যাড্রন লিডার মিন্তি বলেন, পাকিস্তান অধিকৃত বালাকোটে অসামরিক ঘাঁটিতে সফল অভিযান চালান তাঁরা ৷ এর পালটা হামলা পাকিস্তান করতে পারে বলে, একপ্রকার নিশ্চিত ছিলেন তাঁরা ৷ মোকাবিলার জন্য প্রস্তুতও ছিলেন ৷ 24 ঘণ্টার মধ্যেই প্রত্যাঘাত করে পাকিস্তান বায়ুসেনা ৷ প্রথমে কয়েকটা F-16 যুদ্ধবিমান দেখা যায় ৷ পরে তার সংখ্যা বাড়ে ৷ ভারতে অভিযান চালানোর লক্ষ্যেই এসেছিল তারা ৷ কিন্তু, বায়ুসেনার তৎপরতায় পাকিস্তানের উদ্দেশ্য ব্যর্থ হয় ৷ সেইসময় পাকিস্তানের একটি F-16 বিমানকে ধ্বংস করেন উইং কমান্ডার অভিনন্দন বর্তমান ৷

দিল্লি, 16 অগাস্ট : চলতি বছরের 27 ফেব্রুয়ারি ৷ ভারতের আকাশসীমায় ঢুকে পড়ে পাকিস্তানের বেশ কয়েকটি F-16 বিমান ৷ পাকিস্তানের বিমানগুলিকে তাড়া করে ভারতীয় বায়ুসেনার বিমান ৷ সেইসময় আকাশের অবস্থা কেমন, কোন দিকে বিমান ঘোরালে শত্রুপক্ষের সেনা একবিন্দুও টের পাবে না, কী ভাবে পাকিস্তানি যুদ্ধবিমানকে আকাশপথে ঘায়েল করা সম্ভব ৷ এই সবকিছুই লক্ষ্য রাখছিলেন অসীম সাহসী এক নারী ৷ উইং কমান্ডার অভিনন্দন বর্তমানকে এইসব তথ্য সরবরাহ করেছিলেন তিনিই ৷ অভিনন্দন বর্তমান যখন F-16 ধ্বংস করেন, তারও সাক্ষী তিনি ৷ বায়ুসেনার ওই স্কয়্যাড্রন লিডার মিন্তি আগরওয়াল পেলেন যুদ্ধসেবা মেডেল ৷

বৃহস্পতিবার ভারতের 73 তম স্বাধীনতা দিবসে ভারতীয় বায়ুসেনার স্কয়্যাড্রন লিডার মিন্তি আগরওয়ালের হাতে যুদ্ধসেবা মেডেল তুলে দেওয়া হয় ৷ তিনিই প্রথম মহিলা অফিসার যাঁকে এই সম্মান প্রদান করা হল ৷ অশান্ত সময়ে 'ফাইটার কন্ট্রোল'-এ উল্লেখযোগ্য অবদান রেখে যুদ্ধসেবা পদক পেলেন মিন্তি ৷

16 ফেব্রুয়ারি পুলওয়ামায় জঙ্গি হামলার জবাবে পালটা অভিযান চালায় ভারতীয় বায়ুসেনা । 26 ফেব্রুয়ারি পাকিস্তানের বালাকোটে ঢুকে জইশ-ই-মহম্মদের একাধিক জঙ্গি ঘাঁটি গুঁড়িয়ে দেয় বায়ুসেনার বিমান । পরদিন বালাকোটে ভারতের বায়ুসেনা বাহিনীর অভিযানের পরের দিনই সীমান্ত পেরিয়ে ভারতের আকাশে ঢুকে পড়ে পাকিস্তানের যুদ্ধবিমান F-16 । সফল ভাবে F-16 ধ্বংস করে ও পাকিস্তানের মাটিতে বন্দী হয়েও বীরত্বের পরিচয় দেওয়ার জন্য বীরচক্রে ভূষিত করা হয় অভিনন্দনকে ।

সংবাদ সংস্থাকে স্কয়্যাড্রন লিডার মিন্তি বলেন, পাকিস্তান অধিকৃত বালাকোটে অসামরিক ঘাঁটিতে সফল অভিযান চালান তাঁরা ৷ এর পালটা হামলা পাকিস্তান করতে পারে বলে, একপ্রকার নিশ্চিত ছিলেন তাঁরা ৷ মোকাবিলার জন্য প্রস্তুতও ছিলেন ৷ 24 ঘণ্টার মধ্যেই প্রত্যাঘাত করে পাকিস্তান বায়ুসেনা ৷ প্রথমে কয়েকটা F-16 যুদ্ধবিমান দেখা যায় ৷ পরে তার সংখ্যা বাড়ে ৷ ভারতে অভিযান চালানোর লক্ষ্যেই এসেছিল তারা ৷ কিন্তু, বায়ুসেনার তৎপরতায় পাকিস্তানের উদ্দেশ্য ব্যর্থ হয় ৷ সেইসময় পাকিস্তানের একটি F-16 বিমানকে ধ্বংস করেন উইং কমান্ডার অভিনন্দন বর্তমান ৷

New Delhi, Aug 16 (ANI): Prime Minister Narendra Modi, Union Home Minister Amit Shah and several BJP leaders reached at former prime minister Atal Bihari Vajpayee's memorial 'Sadaiv Atal'. They will pay tribute to BJP veteran leader Atal Bihari Vajpayee on his first death anniversary. It was on this day in the year 2018 when BJP's tallest leader, Atal Bihari Vajpayee, left for the heavenly abode. He was one of the most loved Prime Ministers of India and an iconic leader.
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.