ETV Bharat / bharat

"পা কাঁপছিল সেনাপ্রধানের, ভারতের হামলার ভয়ে অভিনন্দনকে মুক্তি", মন্তব্য পাকিস্তানের নেতার - India will attack if Abhinandan not released

সাদিক আয়াজ় বলেন , "শাহ মাহমুদ কুরেশি ওই বৈঠকে ছিলেন । আমার মনে আছে ওইদিন বৈঠকে সেনাপ্রধান জেনেরাল বাজওয়া ঘরে ঢুকলেন । তাঁর পা কাঁপছিল । তিনি ঘামছিলেন । তখন বিদেশমন্ত্রী বলেন , ঈশ্বরের দোহাই , অভিনন্দনকে যেতে দিন । না হলে রাত 9 টায় ভারত পাকিস্তানকে আক্রমণ করবে । "

Abhinandan Varthaman
অভিনন্দন বর্তমান
author img

By

Published : Oct 29, 2020, 4:45 PM IST

ইসলামাবাদ , 29 অক্টোবর : উইং কমান্ডার অভিনন্দন বর্তমানকে মুক্তি দেওয়ার পিছনে প্রধান ছিল ভারতের প্রত্যাঘাতের ভয় । এমনই মন্তব্য করলেন পাকিস্তান মুসলিম লিগ-এন ( PML-N)-র নেতা আয়াজ় সাদিক । 2019 সালে ফেব্রুয়ারি মাসে অভিনন্দনকে বন্দী করার পরে বিভিন্ন রাজনৈতিক দলের পার্লামেন্টের নেতাদের নিয়ে বৈঠক করেছিলেন বিদেশমন্ত্রী শাহ মেহমুদ কুরেশি । বৈঠকে ছিলেন সেনাপ্রধান জেনেরাল জাভেদ বাজওয়া । আয়াজ় সাদিকও ছিলেন । সেই বৈঠকের দিনের কথা স্মরণ করে সাদিক জানান , ওইদিন বৈঠকে বলা হয়েছিল অভিনন্দনকে মুক্তি না দিলে ভারত পাকিস্তানের উপর হামলা করতে পারে । এরপরই তাঁকে মুক্তির সিদ্ধান্ত নেওয়া হয় ।

সাদিক আয়াজ় বলেন , "শাহ মাহমুদ কুরেশি ওই বৈঠকে ছিলেন । আমার মনে আছে ওইদিন বৈঠকে সেনাপ্রধান জেনেরাল বাজওয়া ঘরে ঢুকলেন । তাঁর পা কাঁপছিল । তিনি ঘামছিলেন । তখন বিদেশমন্ত্রী বলেন , ঈশ্বরের দোহাই , অভিনন্দনকে যেতে দিন । না হলে রাত 9 টায় ভারত পাকিস্তানকে আক্রমণ করবে । "

সাদিকের বক্তব্য , বিরোধী নেতা হওয়া সত্ত্বেও অভিনন্দনকে মুক্তি দেওয়ার সিদ্ধান্তকে সমর্থন করেছিলেন । কিন্তু এবার তাঁরা আর সমর্থন করতে পারবেন না বলে জানিয়ে দেন সাদিক ।

গতবছর পুলওয়ামায় জঙ্গি হামলার পর 26 ফেব্রুয়ারি পাকিস্তান অধিকৃত কাশ্মীরের বালাকোটে ভারতীয় বায়ুসেনা অভিযান চালায় । পরেরদিন পাকিস্তান বিমান বাহিনীর বেশ কয়েকটি যুদ্ধবিমান নিয়ন্ত্রণ রেখা পেরিয়ে ভারতে ঢোকে । পাকিস্তানের যুদ্ধ বিমানগুলিকে তাড়া করে ভারতীয় বায়ুসেনার বিমান । পাকিস্তানের একটি এফ -16 বিমানকে তাড়া করতে করতে নিয়ন্ত্রণ রেখার ওপারে ঢুকে পড়ে ভারতীয় বায়ুসেনার একটি মিগ -21 বাইসন । সেই বিমানটি ছিল উইং কমান্ডার অভিনন্দন বর্তমানের হাতে । R-73 মিজ়াইলের সাহায্যে এফ -16 বিমানকে ধ্বংস করে দেন অভিনন্দন । তবে অভিনন্দনের বিমানও পাকিস্তানের ছোড়া AMRAAM মিজ়াইলে ধ্বংস হয়ে যায় । প্রাণে বেঁচে গেলেও এরপর তাঁকে বন্দী করে পাকিস্তান সেনা । তিনদিন পর 1 মার্চ ভারতে ফেরেন তিনি । সফলভাবে এফ-16 ধ্বংস করে ও পাকিস্তানের মাটিতে বন্দী হয়েও বীরত্বের পরিচয় দেওয়ার জন্য বীরচক্রে ভূষিত করা হয় অভিনন্দনকে ।

ইসলামাবাদ , 29 অক্টোবর : উইং কমান্ডার অভিনন্দন বর্তমানকে মুক্তি দেওয়ার পিছনে প্রধান ছিল ভারতের প্রত্যাঘাতের ভয় । এমনই মন্তব্য করলেন পাকিস্তান মুসলিম লিগ-এন ( PML-N)-র নেতা আয়াজ় সাদিক । 2019 সালে ফেব্রুয়ারি মাসে অভিনন্দনকে বন্দী করার পরে বিভিন্ন রাজনৈতিক দলের পার্লামেন্টের নেতাদের নিয়ে বৈঠক করেছিলেন বিদেশমন্ত্রী শাহ মেহমুদ কুরেশি । বৈঠকে ছিলেন সেনাপ্রধান জেনেরাল জাভেদ বাজওয়া । আয়াজ় সাদিকও ছিলেন । সেই বৈঠকের দিনের কথা স্মরণ করে সাদিক জানান , ওইদিন বৈঠকে বলা হয়েছিল অভিনন্দনকে মুক্তি না দিলে ভারত পাকিস্তানের উপর হামলা করতে পারে । এরপরই তাঁকে মুক্তির সিদ্ধান্ত নেওয়া হয় ।

সাদিক আয়াজ় বলেন , "শাহ মাহমুদ কুরেশি ওই বৈঠকে ছিলেন । আমার মনে আছে ওইদিন বৈঠকে সেনাপ্রধান জেনেরাল বাজওয়া ঘরে ঢুকলেন । তাঁর পা কাঁপছিল । তিনি ঘামছিলেন । তখন বিদেশমন্ত্রী বলেন , ঈশ্বরের দোহাই , অভিনন্দনকে যেতে দিন । না হলে রাত 9 টায় ভারত পাকিস্তানকে আক্রমণ করবে । "

সাদিকের বক্তব্য , বিরোধী নেতা হওয়া সত্ত্বেও অভিনন্দনকে মুক্তি দেওয়ার সিদ্ধান্তকে সমর্থন করেছিলেন । কিন্তু এবার তাঁরা আর সমর্থন করতে পারবেন না বলে জানিয়ে দেন সাদিক ।

গতবছর পুলওয়ামায় জঙ্গি হামলার পর 26 ফেব্রুয়ারি পাকিস্তান অধিকৃত কাশ্মীরের বালাকোটে ভারতীয় বায়ুসেনা অভিযান চালায় । পরেরদিন পাকিস্তান বিমান বাহিনীর বেশ কয়েকটি যুদ্ধবিমান নিয়ন্ত্রণ রেখা পেরিয়ে ভারতে ঢোকে । পাকিস্তানের যুদ্ধ বিমানগুলিকে তাড়া করে ভারতীয় বায়ুসেনার বিমান । পাকিস্তানের একটি এফ -16 বিমানকে তাড়া করতে করতে নিয়ন্ত্রণ রেখার ওপারে ঢুকে পড়ে ভারতীয় বায়ুসেনার একটি মিগ -21 বাইসন । সেই বিমানটি ছিল উইং কমান্ডার অভিনন্দন বর্তমানের হাতে । R-73 মিজ়াইলের সাহায্যে এফ -16 বিমানকে ধ্বংস করে দেন অভিনন্দন । তবে অভিনন্দনের বিমানও পাকিস্তানের ছোড়া AMRAAM মিজ়াইলে ধ্বংস হয়ে যায় । প্রাণে বেঁচে গেলেও এরপর তাঁকে বন্দী করে পাকিস্তান সেনা । তিনদিন পর 1 মার্চ ভারতে ফেরেন তিনি । সফলভাবে এফ-16 ধ্বংস করে ও পাকিস্তানের মাটিতে বন্দী হয়েও বীরত্বের পরিচয় দেওয়ার জন্য বীরচক্রে ভূষিত করা হয় অভিনন্দনকে ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.