লখনউ, 13 জুলাই : বাবরি মসজিদ ধ্বংস মামলায় আজ CBI-এর বিশেষ আদালতে হাজিরা দেন BJP নেতা তথা উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী কল্যাণ সিং । CBI-এর বিশেষ বিচারপতির সামনে আজ তাঁর বয়ান রেকর্ড করা হয় ।
CRPC-র 313 ধারায় CBI-এর বিশেষ আদালতে এখনও পর্যন্ত 32 জন অভিযুক্তের বয়ান রেকর্ড করা হয়েছে । যার মধ্যে রয়েছেন প্রাক্তন উপপ্রধানমন্ত্রী এল কে আদবানি, BJP নেতা মুরলী মনোহর যোশী, উমা ভারতী, বিনয় কাটিয়ার, সাধ্বী রিথামবারা । কিছুদিন আগে CBI-এর বিশেষ আদালতে হাজিরা দিয়েছিলেন বিশ্ব হিন্দু পরিষদের আচার্য ধর্মেন্দ্র দেব । তৎকালীন কংগ্রেস সরকার রাজনৈতিক স্বার্থে তাঁকে ফাঁসিয়েছে বলে তিনি অভিযোগ করেছিলেন ।
CBI-এর বিশেষ আদালতের তরফে আরও এক অভিযুক্ত ওম প্রকাশ পাণ্ডেকে খুঁজে বের করার নির্দেশ দেওয়া হয়েছে । জানা গেছে, অনেক বছর আগে তিনি সন্ন্যাস নিয়েছেন ।
উল্লেখ্য, 1992 সালের ডিসেম্বরের 6 তারিখ বাবরি মসজিদ ভাঙা হয় । এরপরই শুরু হয় মামলা ।