ETV Bharat / bharat

আয়ুর্বেদ, হোমিওপ্যাথি, ইউনানি পড়তে চাইলেও NEET

author img

By

Published : Dec 12, 2019, 3:52 AM IST

আগামী বছরের মে মাসের ৩ তারিখে সর্বভারতীয় স্তরের NEET পরীক্ষা হতে চলেছে। এই প্রবেশিকা পরীক্ষায় বসার জন্য ইতিমধ্যেই অনলাইনে রেজিস্ট্রেশন শুরু হয়ে গিয়েছে। অনলাইনে রেজিস্ট্রেশনের শেষ দিন আগামী ৩১ ডিসেম্বর । ২০২০-র এই প্রবেশিকা পরীক্ষা সংক্রান্ত যাবতীয় বিষয়ে এই ওয়েব সাইটে জানা যাবে: www.ntaneet.nic.in ।

neet
neet

কলকাতা, ১২ ডিসেম্বর : আয়ুর্বেদ, হোমিওপ্যাথি, ইউনানির চিকিৎসক হতে চাইলেও প্রার্থীদের সর্বভারতীয় প্রবেশিকা পরীক্ষা NEET(National Eligibility cum Entrance Test)-এ বসতে হবে । এই বিষয়ে বুধবার রাজ‍্যের স্বাস্থ্য দপ্তর নির্দেশ জারি করেছে । এই নির্দেশে জানানো হয় , ২০২০-২১-এর শিক্ষাবর্ষে আয়ুর্বেদ, হোমিওপ্যাথি, ইউনানি অর্থাৎ, আয়ুষ এই কোর্সগুলিতে ভরতির জন্য পশ্চিমবঙ্গে NEET বাদে অন্য কোনও প্রবেশিকা পরীক্ষার সুযোগ এবছর থাকছে না ।

আগামী বছরের মে মাসের ৩ তারিখে সর্বভারতীয় স্তরের এই প্রবেশিকা পরীক্ষা হতে চলেছে। এই প্রবেশিকা পরীক্ষায় বসার জন্য ইতিমধ্যেই অনলাইনে রেজিস্ট্রেশন শুরু হয়ে গিয়েছে। অনলাইনে রেজিস্ট্রেশনের শেষ দিন আগামী ৩১ ডিসেম্বর । ২০২০-র এই প্রবেশিকা পরীক্ষা সংক্রান্ত যাবতীয় বিষয়ে এই ওয়েব সাইটে জানা যাবে: www.ntaneet.nic.in ।

MBBS-এ ভর্তির জন্য প্রার্থীদের NEET-এ বসতে হয় । আগামী শিক্ষাবর্ষ থেকে আয়ুষের চিকিৎসক হতে চাইলেও প্রার্থীদের বসতে হবে সর্বভারতীয় স্তরের এই প্রবেশিকা পরীক্ষায়। এই বিষয়ে AIDSO-র সর্বভারতীয় স্তরের ভাইস প্রেসিডেন্ট চিকিৎসক মৃদুল সরকার বলেন, "এটা শিক্ষার কেন্দ্রীয়করণের প্রক্রিয়ার অন্তর্গত বলে আমরা মনে করছি।" তিনি বলেন, "NEET আসলে কোচিং বেসড প্রবেশিকা পরীক্ষা । MBBS-এর ক্ষেত্রে দেখা গিয়েছে, NEET চালুর আগে যেভাবে গ্রাম-মফস্বলের ছেলে-মেয়েরা MBBS-এ ডাক্তারি পড়ার জন্য সুযোগ পেতেন, NEET চালুর পড়ে সেই সংখ্যাটা কমে গিয়েছে।"


চিকিৎসক মৃদুল সরকার আরও বলেন, "যাঁরা কোচিং নেওয়ার সুযোগ পায়, তাঁরাই এখন ডাক্তারিতে আসার বেশি সুযোগ পাচ্ছে । MBBS-এর মতো আয়ুষেও একই রকম হবে । এর ফলে, আয়ুষের ক্ষেত্রেও সাধারণ, গরিব, নিম্নবিত্ত ঘরের ছেলে-মেয়েদের ডাক্তারিতে সুযোগ পাওয়ার হার কমবে । " এ রাজ‍্যের সরকারি চিকিৎসকদের একটি সংগঠন সার্ভিস ডক্টরস ফোরামের সাধারণ সম্পাদক, ডাক্তার সজল বিশ্বাস বলেন, "MBBS কোর্সের পর এবার আয়ুষের জন্যেও NEET চালু হল। NEET চালুর আগে MBBS-এ অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া পরিবারের ছেলে-মেয়েদের যেভাবে ডাক্তারি পড়তে দেখা যেত ৷ NEET চালুর পরে সেই সংখ্যা কমেছে ।"

তিনি বলেন, "এই প্রবেশিকা পরীক্ষা কোচিং-বেসড। ফলে, মেধার থেকেও বেশি গুরুত্ব পাবে নির্দিষ্ট সংখ্যক কিছু কোচিং সেন্টারে যারা লাখ লাখ টাকা দিয়ে পড়তে পারছে, তাঁদের বিষয়টি । ভালো চিকিৎসক হতে গেলে মেধার প্রয়োজন । এর ফলে আগামী দিনে ভালো চিকিৎসকের অভাব দেখা দেবে।"

কলকাতা, ১২ ডিসেম্বর : আয়ুর্বেদ, হোমিওপ্যাথি, ইউনানির চিকিৎসক হতে চাইলেও প্রার্থীদের সর্বভারতীয় প্রবেশিকা পরীক্ষা NEET(National Eligibility cum Entrance Test)-এ বসতে হবে । এই বিষয়ে বুধবার রাজ‍্যের স্বাস্থ্য দপ্তর নির্দেশ জারি করেছে । এই নির্দেশে জানানো হয় , ২০২০-২১-এর শিক্ষাবর্ষে আয়ুর্বেদ, হোমিওপ্যাথি, ইউনানি অর্থাৎ, আয়ুষ এই কোর্সগুলিতে ভরতির জন্য পশ্চিমবঙ্গে NEET বাদে অন্য কোনও প্রবেশিকা পরীক্ষার সুযোগ এবছর থাকছে না ।

আগামী বছরের মে মাসের ৩ তারিখে সর্বভারতীয় স্তরের এই প্রবেশিকা পরীক্ষা হতে চলেছে। এই প্রবেশিকা পরীক্ষায় বসার জন্য ইতিমধ্যেই অনলাইনে রেজিস্ট্রেশন শুরু হয়ে গিয়েছে। অনলাইনে রেজিস্ট্রেশনের শেষ দিন আগামী ৩১ ডিসেম্বর । ২০২০-র এই প্রবেশিকা পরীক্ষা সংক্রান্ত যাবতীয় বিষয়ে এই ওয়েব সাইটে জানা যাবে: www.ntaneet.nic.in ।

MBBS-এ ভর্তির জন্য প্রার্থীদের NEET-এ বসতে হয় । আগামী শিক্ষাবর্ষ থেকে আয়ুষের চিকিৎসক হতে চাইলেও প্রার্থীদের বসতে হবে সর্বভারতীয় স্তরের এই প্রবেশিকা পরীক্ষায়। এই বিষয়ে AIDSO-র সর্বভারতীয় স্তরের ভাইস প্রেসিডেন্ট চিকিৎসক মৃদুল সরকার বলেন, "এটা শিক্ষার কেন্দ্রীয়করণের প্রক্রিয়ার অন্তর্গত বলে আমরা মনে করছি।" তিনি বলেন, "NEET আসলে কোচিং বেসড প্রবেশিকা পরীক্ষা । MBBS-এর ক্ষেত্রে দেখা গিয়েছে, NEET চালুর আগে যেভাবে গ্রাম-মফস্বলের ছেলে-মেয়েরা MBBS-এ ডাক্তারি পড়ার জন্য সুযোগ পেতেন, NEET চালুর পড়ে সেই সংখ্যাটা কমে গিয়েছে।"


চিকিৎসক মৃদুল সরকার আরও বলেন, "যাঁরা কোচিং নেওয়ার সুযোগ পায়, তাঁরাই এখন ডাক্তারিতে আসার বেশি সুযোগ পাচ্ছে । MBBS-এর মতো আয়ুষেও একই রকম হবে । এর ফলে, আয়ুষের ক্ষেত্রেও সাধারণ, গরিব, নিম্নবিত্ত ঘরের ছেলে-মেয়েদের ডাক্তারিতে সুযোগ পাওয়ার হার কমবে । " এ রাজ‍্যের সরকারি চিকিৎসকদের একটি সংগঠন সার্ভিস ডক্টরস ফোরামের সাধারণ সম্পাদক, ডাক্তার সজল বিশ্বাস বলেন, "MBBS কোর্সের পর এবার আয়ুষের জন্যেও NEET চালু হল। NEET চালুর আগে MBBS-এ অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া পরিবারের ছেলে-মেয়েদের যেভাবে ডাক্তারি পড়তে দেখা যেত ৷ NEET চালুর পরে সেই সংখ্যা কমেছে ।"

তিনি বলেন, "এই প্রবেশিকা পরীক্ষা কোচিং-বেসড। ফলে, মেধার থেকেও বেশি গুরুত্ব পাবে নির্দিষ্ট সংখ্যক কিছু কোচিং সেন্টারে যারা লাখ লাখ টাকা দিয়ে পড়তে পারছে, তাঁদের বিষয়টি । ভালো চিকিৎসক হতে গেলে মেধার প্রয়োজন । এর ফলে আগামী দিনে ভালো চিকিৎসকের অভাব দেখা দেবে।"

Intro:কলকাতা, ১১ ডিসেম্বর: আয়ুর্বেদ, হোমিওপ্যাথি, ইউনানির ডাক্তার হতে চাইলেও প্রার্থীদের এবার সর্বভারতীয় প্রবেশিকা পরীক্ষা NEET (National Eligibility cum Entrance Test)-এ বসতে হবে। এই বিষয়ে বুধবার রাজ‍্যের স্বাস্থ্য দপ্তর নির্দেশ জারি করেছে। এই নির্দেশেই জানানো হয়েছে, ২০২০-২১-এর শিক্ষাবর্ষে আয়ুর্বেদ, হোমিওপ্যাথি, ইউনানি অর্থাৎ, আয়ুশের এই কোর্সগুলিতে ভর্তির জন্য পশ্চিমবঙ্গে NEET বাদে অন্য কোনও প্রবেশিকা পরীক্ষার সুযোগ এবছর থাকছে না।


Body:আগামী বছরের মে মাসের ৩ তারিখে সর্বভারতীয় স্তরের এই প্রবেশিকা পরীক্ষা হতে চলেছে। এই প্রবেশিকা পরীক্ষায় বসার জন্য ইতিমধ্যেই অনলাইনে রেজিস্ট্রেশন শুরু হয়ে গিয়েছে। অনলাইনে রেজিস্ট্রেশনের শেষ দিন আগামী ৩১ ডিসেম্বর। ২০২০-র এই প্রবেশিকা পরীক্ষা সংক্রান্ত যাবতীয় বিষয়ে এই ওয়েব সাইটে জানা যাবে: www.ntaneet.nic.in।

MBBS-এ ভর্তির জন্য প্রার্থীদের NEET-এ বসতে হয়। আগামী শিক্ষাবর্ষ থেকে আয়ুশের ডাক্তার হতে চাইলেও প্রার্থীদের বসতে হবে সর্বভারতীয় স্তরের এই প্রবেশিকা পরীক্ষায়। এই বিষয়ে AIDSO-র সর্বভারতীয় স্তরের ভাইস প্রেসিডেন্ট ডাক্তার মৃদুল সরকার বলেন, "এটা শিক্ষার কেন্দ্রীয়করণের প্রক্রিয়ার অন্তর্গত বলে আমরা মনে করছি।" তিনি বলেন, "NEET আসলে কোচিং বেসড প্রবেশিকা পরীক্ষা। MBBS-এর ক্ষেত্রে দেখা গিয়েছে, NEET চালুর আগে যেভাবে গ্রাম-মফস্বলের ছেলে-মেয়েরা MBBS-এ ডাক্তারি পড়ার জন্য সুযোগ পেতেন, NEET চালুর পড়ে সেই সংখ্যাটা কমে গিয়েছে।"


Conclusion:ডাক্তার মৃদুল সরকার বলেন, "যারা কোচিং নেওয়ার সুযোগ পায়, তারাই এখন ডাক্তারিতে আসার বেশি সুযোগ পাচ্ছে। MBBS-এর মতো আয়ুশেও একই রকম হবে। এর ফলে, আয়ুশের ক্ষেত্রেও সাধারণ, গরিব, নিম্নবিত্ত ঘরের ছেলে-মেয়েদের ডাক্তারিতে সুযোগ পাওয়াটা সংকুচিত হবে।" এ রাজ‍্যের সরকারি ডাক্তারদের একটি সংগঠন সার্ভিস ডক্টরস ফোরামের সাধারণ সম্পাদক, ডাক্তার সজল বিশ্বাস বলেন, "MBBS-এর জন্য ছিল, এবার আয়ুশের জন্যেও NEET চালু হল। NEET চালুর লাগে MBBS-এ অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া পরিবারের ছেলে-মেয়েদের যেভাবে ডাক্তারি পড়তে দেখা যেত, NEET চালুর পরে খুব বেশি তাদের আর দেখা যাচ্ছে না।" তিনি বলেন, "এই প্রবেশিকা পরীক্ষা কোচিং বেসড। এর ফলে, মেধার থেকেও বেশি গুরুত্ব পাবে নির্দিষ্ট সংখ্যক কিছু কোচিং সেন্টারে যারা লক্ষ লক্ষ টাকা দিয়ে পড়তে পারছে, তাদের বিষয়টি। ভালো ডাক্তার হতে গেলে মেধার প্রয়োজন। এর ফলে আগামী দিনে ভালো ডাক্তারের অভাব দেখা দেবে।"
_______

For All Latest Updates

TAGGED:

NEET
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.