ETV Bharat / bharat

আজ বিচারপতির চেম্বারে অযোধ্যা রায়ের পুনর্বিবেচনার সুপ্রিম শুনানি

অযোধ্যা রায় নিয়ে পুনর্বিবেচনার আবেদন শুনবে শীর্ষ আদালত ৷ তবে বিচারপতিদের চেম্বারে হবে এই শুনানি ৷ আজ থেকেই শুরু হবে শুনানি ৷

supreme court
আজ বিচারপতির চেম্বারে অযোধ্যা রায়ের পুনর্বিবেচনার সুপ্রিম শুনানি
author img

By

Published : Dec 12, 2019, 3:09 AM IST

দিল্লি, 12 ডিসেম্বর : আজ থেকে অযোধ্যা রায়ের পুনর্বিবেচনার আর্জি শুনবে সুপ্রিম কোর্ট ৷ প্রধান বিচারপতি এসএ বোবদের নেতৃত্বে পাঁচ বিচারপতির বেঞ্চ এই আর্জি শুনবে ৷ তবে এই রায় শোনা হবে বিচারপতিদের চেম্বারে ৷ অর্থাৎ জনসমক্ষে নয় ৷ সংবাদমাধ্যম কিংবা সাধারণ কোনও মানুষ সেক্ষেত্রে বিচারকক্ষে উপস্থিত থাকতে পারবেন না ৷

দুপুর 1.40 মিনিট নাগাদ আজ এই শুনানি শুরু হবে ৷ চেম্বারে শুনানি হওয়াটা এই রায় পুনর্বিবেচনার ক্ষেত্রে একটা বিরল ঘটনা হতে চলেছে ৷ রায়ের পুনর্বিবেচনার আর্জি জানিয়ে 18টি আবেদন জমা পড়েছে শীর্ষ আদালতের কাছে ৷ 9 নভেম্বর এই মামলার ঐতিহাসিক রায়দানের পরই পুনর্বিবেচনার আর্জি জমা পড়ে ৷ ওই মামলার রায় দেন তৎকালীন প্রধান বিচারপতি রঞ্জন গগৈ, এসএ বোবদে, ডিওয়াই চন্দ্রচূড়, অশোক ভূষণ এবং আবদুল নাজ়িরের ডিভিশন বেঞ্চ ৷ পুনর্বিবেচনার আর্জি নিয়ে শীর্ষ আদালতেরই দ্বারস্থ হয়েছে অল ইন্ডিয়া পার্সোনাল ল বোর্ড। মামলা দায়ের হয়েছে নির্মোহী আখড়ার তরফেও ৷

মামলার রায়ে শীর্ষ আদালত বিতর্কিত জমিতে রাম মন্দির নির্মাণের পাশাপাশি মসজিদ তৈরির জন্য সরকারকে আলাদাভাবে পাঁচ একর জমি দেওয়ার নির্দেশ দেয় ৷ গত 2 ডিসেম্বর অযোধ্যা রায়ের পুনর্বিবেচনার আর্জি জমা পড়ে । রায়ের পুনর্বিবেচনার প্রথম আর্জি জানান জামিয়ত উলেমা-ই-হিন্দের উত্তরপ্রদেশের সভাপতি মৌলানা সৈয়দ আসাদ রশিদি । 9 ডিসেম্বর অপর একটি পিটিশন দাখিল করা হয় 40 জন বিশিষ্ট ব্যক্তির তরফে ৷ এঁদের মধ্যে রয়েছেন ইরফান হাবিব, হর্ষ মান্দার, জয়তী ঘোষ, নন্দিনী সুন্দর, জন দয়াল, শবনম হাসমি প্রমুখ ৷

দিল্লি, 12 ডিসেম্বর : আজ থেকে অযোধ্যা রায়ের পুনর্বিবেচনার আর্জি শুনবে সুপ্রিম কোর্ট ৷ প্রধান বিচারপতি এসএ বোবদের নেতৃত্বে পাঁচ বিচারপতির বেঞ্চ এই আর্জি শুনবে ৷ তবে এই রায় শোনা হবে বিচারপতিদের চেম্বারে ৷ অর্থাৎ জনসমক্ষে নয় ৷ সংবাদমাধ্যম কিংবা সাধারণ কোনও মানুষ সেক্ষেত্রে বিচারকক্ষে উপস্থিত থাকতে পারবেন না ৷

দুপুর 1.40 মিনিট নাগাদ আজ এই শুনানি শুরু হবে ৷ চেম্বারে শুনানি হওয়াটা এই রায় পুনর্বিবেচনার ক্ষেত্রে একটা বিরল ঘটনা হতে চলেছে ৷ রায়ের পুনর্বিবেচনার আর্জি জানিয়ে 18টি আবেদন জমা পড়েছে শীর্ষ আদালতের কাছে ৷ 9 নভেম্বর এই মামলার ঐতিহাসিক রায়দানের পরই পুনর্বিবেচনার আর্জি জমা পড়ে ৷ ওই মামলার রায় দেন তৎকালীন প্রধান বিচারপতি রঞ্জন গগৈ, এসএ বোবদে, ডিওয়াই চন্দ্রচূড়, অশোক ভূষণ এবং আবদুল নাজ়িরের ডিভিশন বেঞ্চ ৷ পুনর্বিবেচনার আর্জি নিয়ে শীর্ষ আদালতেরই দ্বারস্থ হয়েছে অল ইন্ডিয়া পার্সোনাল ল বোর্ড। মামলা দায়ের হয়েছে নির্মোহী আখড়ার তরফেও ৷

মামলার রায়ে শীর্ষ আদালত বিতর্কিত জমিতে রাম মন্দির নির্মাণের পাশাপাশি মসজিদ তৈরির জন্য সরকারকে আলাদাভাবে পাঁচ একর জমি দেওয়ার নির্দেশ দেয় ৷ গত 2 ডিসেম্বর অযোধ্যা রায়ের পুনর্বিবেচনার আর্জি জমা পড়ে । রায়ের পুনর্বিবেচনার প্রথম আর্জি জানান জামিয়ত উলেমা-ই-হিন্দের উত্তরপ্রদেশের সভাপতি মৌলানা সৈয়দ আসাদ রশিদি । 9 ডিসেম্বর অপর একটি পিটিশন দাখিল করা হয় 40 জন বিশিষ্ট ব্যক্তির তরফে ৷ এঁদের মধ্যে রয়েছেন ইরফান হাবিব, হর্ষ মান্দার, জয়তী ঘোষ, নন্দিনী সুন্দর, জন দয়াল, শবনম হাসমি প্রমুখ ৷

New Delhi, Dec 11 (ANI): All India Trinamool Congress (TMC) Member of Parliament Derek O'Brien said that Citizenship (Amendment) Bill 2019, which was passed in Rajya Sabha, will not be implemented in West Bengal. "This government only makes big promises but all their promises fail. Mamata Di has stated clearly that NRC and CAB will not be implemented in West Bengal," said TMC MP. Citizenship (Amendment) Bill 2019 passed in the Upper House with 125 in favour and 105 against the bill.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.