দিল্লি, 18 জুলাই : অযোধ্যা মামলায় আলোচনার জন্য মধ্যস্থতাকারী কমিটিকে 31 জুলাই পর্যন্ত সময় দিল সুপ্রিম কোর্ট । শীর্ষ আদালতের নির্দেশ, সবপক্ষের সঙ্গে কথা বলে 1 অগাস্ট আদালতে সেই রিপোর্ট জমা দিতে হবে । 2 অগাস্ট মামলার পরবর্তী শুনানি হবে ।
মধ্যস্থতা প্রক্রিয়াটি কতদূর এগিয়েছে এনিয়ে 11 জুলাই রিপোর্ট তলব করেছিল প্রধান বিচারপতি রঞ্জন গগৈয়ের নেতৃত্বাধীন পাঁচ সদস্যের সাংবিধানিক বেঞ্চ । শীর্ষ আদালত মন্তব্য করে, যদি মধ্যস্থতা প্রক্রিয়া চালানোর কোনও প্রয়োজনীয়তা না থাকে তাহলে 25 জুলাই থেকে প্রতিদিন শুনানি শুরু হবে ।
এরপর আজ শীর্ষ আদালতে রিপোর্ট জমা দেন মধ্যস্থতাকারী কমিটির চেয়ারম্যান তথা প্রাক্তন বিচারপতি খলিফুল্লা । প্রধান বিচারপতি রঞ্জন গগৈ বলেন, "আমরা 2 অগাস্ট শুনানির দিন ধার্য করছি । মধ্যস্থতাকারী কমিটিকে 31 জুলাই পর্যন্ত মধ্যস্থতার প্রক্রিয়ার ফলাফল জানানোর অনুরোধ করছি ।"