ETV Bharat / bharat

‘‘সঠিক কাজ করার ফল পেলাম’’, পদ্মভূষণ সম্মান পেয়ে প্রতিক্রিয়া সুমিত্রা মহাজনের - প্রাক্তন অধ্য়ক্ষ

সুমিত্রা মহাজন বলেন, ‘‘আমি এটুকুই বলতে পারি, যদি আপনার কাজ একদম সঠিক হয় তবে তার ফল মিলবেই ৷’’

authentic-work-pays-off-sumitra-mahajan-on-padma-bhushan
‘‘সঠিক কাজ করার ফল পেলাম’’; পদ্মভূষণ সম্মান পেয়ে প্রতিক্রিয়া সুমিত্রা মহাজনের
author img

By

Published : Jan 27, 2021, 6:36 AM IST

ইন্দোর(মধ্য়প্রদেশ), 26 জানুয়ারি : লোকসভার প্রাক্তন অধ্য়ক্ষ সুমিত্রা মহাজনকে পদ্মভূষণ সম্মানে সম্মানিত করেছে কেন্দ্রীয় সরকার ৷ এনিয়ে ইটিভি ভারতকে এক বিশেষ সাক্ষাৎকারে তিনি বলেন, ‘‘আপনি যদি সম্মান এবং নিষ্ঠার সঙ্গে কাজ করেন তাহলে তা আপনাকে অসামান্য খুশি দেবে ৷’’

পদ্মভূষণ দেশের তৃতীয় সর্বোচ্চ সম্মান ৷ ইন্দোরের প্রাক্তন সাংসদ এও বলেন, ‘‘কেউ যদি নিজের সেরাটা দিয়ে তাঁর কাজ করেন এবং পরিবর্তে সম্মান লাভ করেন তবে সেটা সবচেয়ে গর্বের বিষয় হয় সেই ব্য়ক্তির কাছে ৷’’

তিনি আরও বলেন, ‘‘আমি এটুকুই বলতে পারি, যদি আপনার কাজ একদম সঠিক হয় তাহলে তার ফল মিলবেই ৷’’ পরিবার এবং আত্মীয়রা সবসময় তাঁর সঙ্গে ছিলেন বলে জানিয়েছেন তিনি ৷ বলেন, ‘‘আমি কখনই ভাবতে পারিনি যে, আমি লোকসভার অধ্য়ক্ষ হব ৷ আমি অবাক হয়েছি এটা ভেবে যে, আমাকে কেন পদ্মভূষণ সম্মান দেওয়া হল ৷ আমাকে যে দায়িত্ব দেওয়া হয়েছে, আমি নিজের সাধ্যমতো সেই দায়িত্ব পালনের চেষ্টা করেছি ৷ এটা হয়তো তারই পুরস্কার ৷’’

আরও পড়ুন : এবার পদ্ম পুরস্কার পাচ্ছেন 119 জন, তালিকায় শিনজ়ো আবে-বালা সুব্রমনিয়ম

2014-2019 সাল পর্যন্ত লোকসভার অধ্যক্ষ ছিলেন তিনি ৷ আর 1989-2019 পর্যন্ত ইন্দোরের সাংসদ ছিলেন ।

ইন্দোর(মধ্য়প্রদেশ), 26 জানুয়ারি : লোকসভার প্রাক্তন অধ্য়ক্ষ সুমিত্রা মহাজনকে পদ্মভূষণ সম্মানে সম্মানিত করেছে কেন্দ্রীয় সরকার ৷ এনিয়ে ইটিভি ভারতকে এক বিশেষ সাক্ষাৎকারে তিনি বলেন, ‘‘আপনি যদি সম্মান এবং নিষ্ঠার সঙ্গে কাজ করেন তাহলে তা আপনাকে অসামান্য খুশি দেবে ৷’’

পদ্মভূষণ দেশের তৃতীয় সর্বোচ্চ সম্মান ৷ ইন্দোরের প্রাক্তন সাংসদ এও বলেন, ‘‘কেউ যদি নিজের সেরাটা দিয়ে তাঁর কাজ করেন এবং পরিবর্তে সম্মান লাভ করেন তবে সেটা সবচেয়ে গর্বের বিষয় হয় সেই ব্য়ক্তির কাছে ৷’’

তিনি আরও বলেন, ‘‘আমি এটুকুই বলতে পারি, যদি আপনার কাজ একদম সঠিক হয় তাহলে তার ফল মিলবেই ৷’’ পরিবার এবং আত্মীয়রা সবসময় তাঁর সঙ্গে ছিলেন বলে জানিয়েছেন তিনি ৷ বলেন, ‘‘আমি কখনই ভাবতে পারিনি যে, আমি লোকসভার অধ্য়ক্ষ হব ৷ আমি অবাক হয়েছি এটা ভেবে যে, আমাকে কেন পদ্মভূষণ সম্মান দেওয়া হল ৷ আমাকে যে দায়িত্ব দেওয়া হয়েছে, আমি নিজের সাধ্যমতো সেই দায়িত্ব পালনের চেষ্টা করেছি ৷ এটা হয়তো তারই পুরস্কার ৷’’

আরও পড়ুন : এবার পদ্ম পুরস্কার পাচ্ছেন 119 জন, তালিকায় শিনজ়ো আবে-বালা সুব্রমনিয়ম

2014-2019 সাল পর্যন্ত লোকসভার অধ্যক্ষ ছিলেন তিনি ৷ আর 1989-2019 পর্যন্ত ইন্দোরের সাংসদ ছিলেন ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.