ETV Bharat / bharat

কিতনে আচ্ছে হ্যায় মোদি ! সেলফি পোস্ট করে ক্যাপশন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রীর - donald trump

মোদির সঙ্গে ছবি তুলে টুইট করলেন সদ্য নির্বাচিত অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসন ।

কিতনে আচ্ছে হ্যায় মোদি !
author img

By

Published : Jun 29, 2019, 10:54 AM IST

ওসাকা, 29 জুন : চরম ব্যস্ততার মাঝেও মোদির সঙ্গে ছবি তুলে টুইট করলেন সদ্য নির্বাচিত অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসন । পাশাপাশি ভারতের প্রধানমন্ত্রীর প্রতি নিজের ভালোবাসা বোঝাতে ইংরেজি হরফে হিন্দি ভাষায় ছবির ক্যাপশন লিখলেন, "কিতনে আচ্ছে হ্যায় মোদি !" অর্থাৎ, মোদি কত ভালো !

জাপানে G-২০ সম্মেলনে দেখা হয়েছিল এই দুই রাষ্ট্রপ্রধানের । সম্মেলনে দুই নেতাই যথেষ্ট ব্যস্ত । কিন্তু যাবতীয় ব্যস্ততা সত্ত্বেও ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে সেলফি তুলে তা টুইটারে পোস্ট করেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী ।

স্কট মরিসনের সঙ্গে ওসাকায় নরেন্দ্র মোদির প্রথম সাক্ষাৎ হয় । লিবারাল জোটের প্রার্থী হয়ে সম্প্রতি অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী হয়েছেন তিনি । এদিকে অ্যামেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গেও সাক্ষাৎ হয়েছে নরেন্দ্র মোদির । মোদির ক্ষমতায় প্রত্যাবর্তনের পরে এটাই দুই নেতার প্রথম সাক্ষাৎ । নির্বাচনে ভালো ফলের জন্য মোদিকে অভিনন্দন জানান ট্রাম্প ।

ওসাকা, 29 জুন : চরম ব্যস্ততার মাঝেও মোদির সঙ্গে ছবি তুলে টুইট করলেন সদ্য নির্বাচিত অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসন । পাশাপাশি ভারতের প্রধানমন্ত্রীর প্রতি নিজের ভালোবাসা বোঝাতে ইংরেজি হরফে হিন্দি ভাষায় ছবির ক্যাপশন লিখলেন, "কিতনে আচ্ছে হ্যায় মোদি !" অর্থাৎ, মোদি কত ভালো !

জাপানে G-২০ সম্মেলনে দেখা হয়েছিল এই দুই রাষ্ট্রপ্রধানের । সম্মেলনে দুই নেতাই যথেষ্ট ব্যস্ত । কিন্তু যাবতীয় ব্যস্ততা সত্ত্বেও ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে সেলফি তুলে তা টুইটারে পোস্ট করেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী ।

স্কট মরিসনের সঙ্গে ওসাকায় নরেন্দ্র মোদির প্রথম সাক্ষাৎ হয় । লিবারাল জোটের প্রার্থী হয়ে সম্প্রতি অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী হয়েছেন তিনি । এদিকে অ্যামেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গেও সাক্ষাৎ হয়েছে নরেন্দ্র মোদির । মোদির ক্ষমতায় প্রত্যাবর্তনের পরে এটাই দুই নেতার প্রথম সাক্ষাৎ । নির্বাচনে ভালো ফলের জন্য মোদিকে অভিনন্দন জানান ট্রাম্প ।


New Delhi, June 29 (ANI): While speaking to ANI on discussion in Parliament on special status to Jammu and Kashmir on Friday, Minister of State (MoS) for the Prime Minister's Office (PMO) and Lok Sabha Member of Parliament Jitendra Singh said, "This so-called special status is also an alibi created by Congress and the National Conference (NC). When it suits them, they are special and when it doesn't, they aren't." "When term of state assemblies was extended to 6 years, then Jammu and Kashmir Chief Minister Sheikh Abdullah adopted it but three years later when it was reversed, he refused using excuse of special status. Result of this is even after 40 years, Jammu and Kashmir is the only assembly today having a 6-years term," he added. "Even those who differ with us, conveniently forget that even the protagonist of Article 370 or 35A which most prominently included Pt. Nehru, were of the opinion that it's going to be a temporary provision in the constitution of India and the constituent assembly," he further stated.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.