দিল্লি, 12 সেপ্টেম্বর : সরকারকে চিন্তায় ফেলে ক্রমশ বাড়ছে নিত্যপ্রয়োজনীয় সামগ্রীর দাম । খাদ্যপণ্যের মূল্যবৃদ্ধির জেরে জুলাইয়ের তুলনায় অগাস্টে মুদ্রাস্ফীতির হার বাড়ল । অগাস্টে খুচরো বাজারে মুদ্রাস্ফীতির হার 3.21 শতাংশ । জুলাইতে এই হার ছিল 3.15 শতাংশ । গত জানুয়ারি থেকে খুচরো বাজারে মুদ্রাস্ফীতির হার ঊর্ধ্বগামী । জানুয়ারিতে খুচরো বাজারে মুদ্রাস্ফীতির হার ছিল 1.97 শতাংশ ।
গত ত্রৈমাসিক অর্থবর্ষে (এপ্রিল-জুন) GDP বৃদ্ধির হার কমায় দেশের আর্থিক অবস্থা উদ্বেগজনক আখ্যা দিয়ে সরব হয়েছে বিরোধী দলগুলি । গত ত্রৈমাসিক অর্থবর্ষে GDP বৃদ্ধির হার ছিল 5 শতাংশ । এপ্রিল-জুন ত্রৈমাসিক অর্থবর্ষে GDP বৃদ্ধির হার গত ছ'বছরের মধ্যে সবচেয়ে কম ছিল । তার জেরে নির্মাণশিল্পে বৃদ্ধির হার 0.6 শতাংশে গিয়ে ঠেকেছে ।
গত কয়েক বছরে দেশের অর্থনীতির গতি অনেকটা নেমে গেছে । আর্থিক অবস্থার উন্নতিতে চেষ্টা চালিয়ে যাচ্ছে কেন্দ্রীয় সরকার ৷ অগাস্টে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন সাংবাদিক বৈঠকে দেশের অর্থনীতির খতিয়ান তুলে ধরেন । আর্থিক অবস্থার উন্নতিতে নানা পরিকল্পনার কথা ঘোষণা করেন । যদিও অর্থমন্ত্রী দেশের আর্থিক অবস্থা খারাপ, এ কথা মানতে রাজি হননি । তাঁর ব্যাখ্যা ছিল, বিশ্বের উন্নত অর্থনীতির দেশগুলোতেও মন্দা চলছে । সেই প্রেক্ষিতে ভারতের বৃদ্ধির হার ভালো । পাশাপাশি জানিয়েছিলেন, আগামীদিনেও আর্থিক সংস্কার চালিয়ে যাবে সরকার ।
এদিকে আর্থিক বৃদ্ধির হার বাড়াতে ও বাজারে নগদের জোগান বাড়াতে RBI-এর দ্বারস্থ হয়েছে সরকার । 2018-19 অর্থ বছরে সংরক্ষিত মূলধন খাতে থাকা উদ্বৃত্ত অর্থ সরকারের হাতে তুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে রিজ়ার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (RBI) ।