ETV Bharat / bharat

কাজ করুন, ছবি কম দিন; মোদিকে আক্রমণ কপিলের - nobel prize in economics 2019

অভিজিৎ ব্যানার্জির নোবেল প্রাপ্তির প্রসঙ্গ তুলে নরেন্দ্র মোদিকে আক্রমণ কংগ্রেস নেতার ৷ টুইটবার্তায় কপিল সিবাল বলেন, ভারতের অর্থনীতির অবস্থা নড়বড়ে ৷ অর্থনীতির পরিসংখ্যানে রাজনৈতিক হস্তক্ষেপ হচ্ছে ৷ কাজ করুন, ছবি কম দিন ৷

ছবি
author img

By

Published : Oct 15, 2019, 6:15 PM IST

দিল্লি, 15 অক্টোবর : অভিজিৎ ব্যানার্জির নোবেল প্রাপ্তির প্রসঙ্গ তুলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে আক্রমণ করলেন কংগ্রেস নেতা কপিল সিবাল ৷ টুইটবার্তায় তিনি লেখেন, কাজ করুন, ছবি কম দিন ৷

গতকাল অর্থনীতিতে নোবেল পেয়েছেন অভিজিৎ ব্যানার্জি ৷ পরে অ্যামেরিকার এক সংবাদমাধ্যমকে নোবেলজয়ী অর্থনীতিবিদ বলেন, "ভারতের অর্থনীতির অবস্থা নড়বড়ে ৷ এখনকার বৃদ্ধির হারের তথ্য দেখে অদূর ভবিষ্যতে অর্থনীতি কবে ঘুরে দাঁড়াবে তা নিয়ে নিশ্চিত হওয়া যাচ্ছে না ৷" অভিজিতের বক্তব্য, গত পাঁচ-ছয় বছরে কিছুটা আর্থিক বৃদ্ধি পরিলক্ষিত হয়েছিল ৷ কিন্তু, সেই নিশ্চয়তা এখন চলে গেছে ৷

  • Is Modiji listening ?

    Abhijit Banerjee :

    1) Indian economy on shaky ground
    2) “ political interference “ in statistical data
    3) Average urban and rural consumption gone down - hasn’t happened since the seventies
    4) We in (India) are in crisis

    Attend to work
    Less photo-ops

    — Kapil Sibal (@KapilSibal) October 15, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

এরপর গতকাল সন্ধ্যায় নিজের টুইট অ্যাকাউন্টে অভিজিৎ ব্যানার্জির বক্তব্যের প্রসঙ্গ তুলে ধরে মোদিকে কার্যত একহাত নিলেন কপিল সিবাল ৷ টুইটবার্তায় তিনি লেখেন,

নরেন্দ্র মোদি কি শুনছেন ?

অভিজিৎ ব্যানার্জি :
1) ভারতের অর্থনীতির অবস্থা নড়বড়ে ৷
2) অর্থনীতির পরিসংখ্যানে রাজনৈতিক হস্তক্ষেপ হচ্ছে ৷
3) শহরাঞ্চল ও গ্রামীণ এলাকায় গড় ক্রয়ক্ষমতা হ্রাস পাচ্ছে ৷ 1970-র পর এইরকম ঘটনা আর ঘটেনি ৷
4) আমরা সংকটজনক অবস্থায় রয়েছি ৷

কাজ করুন, ছবি কম দিন ৷

এদিকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছাবার্তা নিয়ে গুঞ্জন শুরু হয়েছে রাজনৈতিক মহলে ৷ অভিজিতের নোবেল জয়ের পর দেশ বিদেশ থেকে শুভেচ্ছার বার্তা এসেই চলেছে নোবেলজয়ীর কাছে ৷ টুইটার, ফেসবুকে সবাই শুভেচ্ছা জানিয়েছেন ৷ খবর আসার ঘণ্টাখানেকের মধ্যেই টুইট করেন কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধি, কংগ্রেস নেতা রাহুল গান্ধি ৷ অভিজিতের বাড়িতে ফুল ও মিষ্টি পাঠান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ কিন্তু ঘণ্টা চারেক পর টুইট করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷

দিল্লি, 15 অক্টোবর : অভিজিৎ ব্যানার্জির নোবেল প্রাপ্তির প্রসঙ্গ তুলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে আক্রমণ করলেন কংগ্রেস নেতা কপিল সিবাল ৷ টুইটবার্তায় তিনি লেখেন, কাজ করুন, ছবি কম দিন ৷

গতকাল অর্থনীতিতে নোবেল পেয়েছেন অভিজিৎ ব্যানার্জি ৷ পরে অ্যামেরিকার এক সংবাদমাধ্যমকে নোবেলজয়ী অর্থনীতিবিদ বলেন, "ভারতের অর্থনীতির অবস্থা নড়বড়ে ৷ এখনকার বৃদ্ধির হারের তথ্য দেখে অদূর ভবিষ্যতে অর্থনীতি কবে ঘুরে দাঁড়াবে তা নিয়ে নিশ্চিত হওয়া যাচ্ছে না ৷" অভিজিতের বক্তব্য, গত পাঁচ-ছয় বছরে কিছুটা আর্থিক বৃদ্ধি পরিলক্ষিত হয়েছিল ৷ কিন্তু, সেই নিশ্চয়তা এখন চলে গেছে ৷

  • Is Modiji listening ?

    Abhijit Banerjee :

    1) Indian economy on shaky ground
    2) “ political interference “ in statistical data
    3) Average urban and rural consumption gone down - hasn’t happened since the seventies
    4) We in (India) are in crisis

    Attend to work
    Less photo-ops

    — Kapil Sibal (@KapilSibal) October 15, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

এরপর গতকাল সন্ধ্যায় নিজের টুইট অ্যাকাউন্টে অভিজিৎ ব্যানার্জির বক্তব্যের প্রসঙ্গ তুলে ধরে মোদিকে কার্যত একহাত নিলেন কপিল সিবাল ৷ টুইটবার্তায় তিনি লেখেন,

নরেন্দ্র মোদি কি শুনছেন ?

অভিজিৎ ব্যানার্জি :
1) ভারতের অর্থনীতির অবস্থা নড়বড়ে ৷
2) অর্থনীতির পরিসংখ্যানে রাজনৈতিক হস্তক্ষেপ হচ্ছে ৷
3) শহরাঞ্চল ও গ্রামীণ এলাকায় গড় ক্রয়ক্ষমতা হ্রাস পাচ্ছে ৷ 1970-র পর এইরকম ঘটনা আর ঘটেনি ৷
4) আমরা সংকটজনক অবস্থায় রয়েছি ৷

কাজ করুন, ছবি কম দিন ৷

এদিকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছাবার্তা নিয়ে গুঞ্জন শুরু হয়েছে রাজনৈতিক মহলে ৷ অভিজিতের নোবেল জয়ের পর দেশ বিদেশ থেকে শুভেচ্ছার বার্তা এসেই চলেছে নোবেলজয়ীর কাছে ৷ টুইটার, ফেসবুকে সবাই শুভেচ্ছা জানিয়েছেন ৷ খবর আসার ঘণ্টাখানেকের মধ্যেই টুইট করেন কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধি, কংগ্রেস নেতা রাহুল গান্ধি ৷ অভিজিতের বাড়িতে ফুল ও মিষ্টি পাঠান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ কিন্তু ঘণ্টা চারেক পর টুইট করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷

New Delhi, Oct 15 (ANI): With a dip in mercury in the national capital, air quality recorded in 'Poor' category on October 15. According to Air Quality Index (AQI), major pollutants particulate matter 2.5 remains at 214 and particulate matter 10 at 211 both in 'Poor' category. The air quality was recorded near Lodhi Road in Delhi. Earlier, CM Arvind Kejriwal had requested state governments to take measures as air quality is deteriorating day by day.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.