ETV Bharat / bharat

ডোনাল্ড ট্রাম্প নন, বাবাকে চুপ করাতে গ্রেপ্তার করিয়েছে BJP : কার্তি - বাবাকে চুপ করাতেই গ্রেপ্তার করিয়েছে BJP, কার্তি

"সরকারের সবথেকে বড় সমালোচক ছিলেন বাবা । তাই, তাঁর প্রতিবাদী কণ্ঠ বন্ধ করাতেই গ্রেপ্তার করা হয়েছে ।" আজ দিল্লি ফিরে একথা বলেন পি চিদম্বরম-পুত্র কার্তি চিদম্বরম । আজ সকালেই চেন্নাই থেকে দিল্লি ফেরেন কার্তি ।

কার্তি চিদম্ববরম
author img

By

Published : Aug 22, 2019, 10:46 AM IST

Updated : Aug 22, 2019, 10:54 AM IST

দিল্লি, 22 অগাস্ট : "সরকারের সবথেকে বড় সমালোচক ছিলেন বাবা । তাই, তাঁর প্রতিবাদী কণ্ঠরোধ করতেই গ্রেপ্তার করা হয়েছে ।" আজ দিল্লি ফিরে একথা বলেন পি চিদম্বরম-পুত্র কার্তি চিদম্বরম । আজ সকালেই চেন্নাই থেকে দিল্লি ফেরেন কার্তি । সেখানে সাংবাদিকদের মুখোমুখি হন ।

INX মিডিয়া দুর্নীতি মামলায় অভিযুক্ত পি চিদম্বরম । অভিযোগ, 4.5 কোটির বদলে 350 কোটি টাকা বেআইনি পথে দেশে আনার মূল ষড়যন্ত্রী ছিলেন প্রাক্তন অর্থমন্ত্রী ৷ নিজের ছেলে কার্তি চিদম্বরমের সংস্থাকে বেআইনিভাবে সুবিধা পাইয়ে দেওয়ার অভিযোগও ছিল তাঁর বিরুদ্ধে ৷

চিদম্বরম ও কার্তির নাম প্রকাশ্যে আনেন INX সহ-প্রতিষ্ঠাতা পিটার ও ইন্দ্রাণী মুখার্জি । ইন্দ্রাণীর মেয়ে শীনা বোরা খুনে তাঁরা এই মুহূর্তে সংশোধনাগারে রয়েছেন । যদিও দুর্নীতি সংক্রান্ত সমস্ত অভিযোগ অস্বীকার করেন চিদম্বরম ।

আরও পড়ুন : নিজের হাতে উদ্বোধন, সেই CBI দপ্তরেই রাত কাটল চিদম্বরমের !

একই দাবি কার্তিরও । তিনি বলেন, "আমি কখনই পিটার ও ইন্দ্রাণী মুখার্জির সঙ্গে দেখা করিনি । তাঁদের পরিচিত কারোর সঙ্গেও কোনওদিন আমার কথা হয়নি । CBI-এর জিজ্ঞাসাবাদ চলাকালীনই তাঁদের প্রথম দেখেছিলাম ।"

গতকাল রাতে গ্রেপ্তার করা হয়েছে পি চিদম্বরমকে । তখন কার্তি চেন্নাইয়ে । খবর শুনেই আজ সকালে ফিরে আসেন দিল্লি । তাঁকে জিজ্ঞাসা করা হয়, কে বা কারা এর পিছনে রয়েছে ? কার্তি বলেন, "হ্যাঁ, অবশ্যই BJP । ডোনাল্ট ট্রাম্প নন ।"

দিল্লি, 22 অগাস্ট : "সরকারের সবথেকে বড় সমালোচক ছিলেন বাবা । তাই, তাঁর প্রতিবাদী কণ্ঠরোধ করতেই গ্রেপ্তার করা হয়েছে ।" আজ দিল্লি ফিরে একথা বলেন পি চিদম্বরম-পুত্র কার্তি চিদম্বরম । আজ সকালেই চেন্নাই থেকে দিল্লি ফেরেন কার্তি । সেখানে সাংবাদিকদের মুখোমুখি হন ।

INX মিডিয়া দুর্নীতি মামলায় অভিযুক্ত পি চিদম্বরম । অভিযোগ, 4.5 কোটির বদলে 350 কোটি টাকা বেআইনি পথে দেশে আনার মূল ষড়যন্ত্রী ছিলেন প্রাক্তন অর্থমন্ত্রী ৷ নিজের ছেলে কার্তি চিদম্বরমের সংস্থাকে বেআইনিভাবে সুবিধা পাইয়ে দেওয়ার অভিযোগও ছিল তাঁর বিরুদ্ধে ৷

চিদম্বরম ও কার্তির নাম প্রকাশ্যে আনেন INX সহ-প্রতিষ্ঠাতা পিটার ও ইন্দ্রাণী মুখার্জি । ইন্দ্রাণীর মেয়ে শীনা বোরা খুনে তাঁরা এই মুহূর্তে সংশোধনাগারে রয়েছেন । যদিও দুর্নীতি সংক্রান্ত সমস্ত অভিযোগ অস্বীকার করেন চিদম্বরম ।

আরও পড়ুন : নিজের হাতে উদ্বোধন, সেই CBI দপ্তরেই রাত কাটল চিদম্বরমের !

একই দাবি কার্তিরও । তিনি বলেন, "আমি কখনই পিটার ও ইন্দ্রাণী মুখার্জির সঙ্গে দেখা করিনি । তাঁদের পরিচিত কারোর সঙ্গেও কোনওদিন আমার কথা হয়নি । CBI-এর জিজ্ঞাসাবাদ চলাকালীনই তাঁদের প্রথম দেখেছিলাম ।"

গতকাল রাতে গ্রেপ্তার করা হয়েছে পি চিদম্বরমকে । তখন কার্তি চেন্নাইয়ে । খবর শুনেই আজ সকালে ফিরে আসেন দিল্লি । তাঁকে জিজ্ঞাসা করা হয়, কে বা কারা এর পিছনে রয়েছে ? কার্তি বলেন, "হ্যাঁ, অবশ্যই BJP । ডোনাল্ট ট্রাম্প নন ।"

New Delhi, Aug 22 (ANI): Google Docs is making it easier for the visually impaired to keep track of real-time updates made by collaborators in a given document with a new feature. A 'Live edits' feature allows users to view a periodically updated summary of changes in a convenient sidebar, according to the official blog. To enable the feature, open the Accessibility settings and check 'Turn on screen reader support' and then select 'Show live edits'.
Last Updated : Aug 22, 2019, 10:54 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.