ETV Bharat / bharat

ওড়িশায় BJP, BJD ও কংগ্রেস নেতার গাড়িতে হামলা

একই দিনে BJP, BJD ও কংগ্রেস নেতার গাড়ি লক্ষ্য করে বোমা ছোড়া হয়। কে বা কারা এই ঘটনার সঙ্গে যুক্ত সেই বিষয়ে তদন্ত চালাচ্ছে পুলিশ ।

Jena
author img

By

Published : Apr 22, 2019, 3:11 AM IST

Updated : Apr 22, 2019, 5:56 AM IST

ওড়িশা, 22 এপ্রিল : বিধানসভা উপনির্বাচনের আগে একই দিনে BJP, BJD ও কংগ্রেস নেতার গাড়িতে হামলা হল ওড়িশায় । উপনির্বাচনে BJP প্রার্থী জগন্নাথ প্রধানের গাড়ি লক্ষ্য করে বোমা ছোড়া হয় গতকাল । এই ঘটনায় উত্তেজনা ছড়িয়েছে ভুবনেশ্বর (সেন্ট্রাল) কেন্দ্রে । গতরাতে BJP দলীয় কার্যালয়ের কাছেই ঘটনাটি ঘটে । কে বা কারা এই ঘটনার সঙ্গে জড়িত, তা এখনও জানা যায়নি । দলের অন্যান্য নেতারা নির্বাচন আধিকারিকদের সঙ্গে দেখা করে এই ঘটনার তদন্তের দাবি তোলেন ।

অন্যদিকে, উপনির্বাচনে BJD (বিজু জনতা দল) দলের প্রার্থী তথা প্রাক্তন মেয়র অনন্ত নারায়ণ জেনার গাড়িতেও গতকাল হামলা হয় । ভুবনেশ্বরের ঝারিপদা এলাকায় তাঁর গাড়ি লক্ষ্য করে তিনটি বোমা ছোড়া হয় । গুরুতর জখম অবস্থায় তাঁকে হাসপাতালে ভরতি করা হয়েছে । ঘটনার খোঁজে তদন্ত চালাচ্ছে পুলিশ ।

একই দিনে কংগ্রেস নেতা নিরঞ্জন পটনায়কের উপরও হামলা হয় । এই তিনটি বিক্ষিপ্ত ঘটনার মধ্যে কোনও যোগসূত্র আছে কি না, তা খতিয়ে দেখছে পুলিশ ।

ওড়িশা, 22 এপ্রিল : বিধানসভা উপনির্বাচনের আগে একই দিনে BJP, BJD ও কংগ্রেস নেতার গাড়িতে হামলা হল ওড়িশায় । উপনির্বাচনে BJP প্রার্থী জগন্নাথ প্রধানের গাড়ি লক্ষ্য করে বোমা ছোড়া হয় গতকাল । এই ঘটনায় উত্তেজনা ছড়িয়েছে ভুবনেশ্বর (সেন্ট্রাল) কেন্দ্রে । গতরাতে BJP দলীয় কার্যালয়ের কাছেই ঘটনাটি ঘটে । কে বা কারা এই ঘটনার সঙ্গে জড়িত, তা এখনও জানা যায়নি । দলের অন্যান্য নেতারা নির্বাচন আধিকারিকদের সঙ্গে দেখা করে এই ঘটনার তদন্তের দাবি তোলেন ।

অন্যদিকে, উপনির্বাচনে BJD (বিজু জনতা দল) দলের প্রার্থী তথা প্রাক্তন মেয়র অনন্ত নারায়ণ জেনার গাড়িতেও গতকাল হামলা হয় । ভুবনেশ্বরের ঝারিপদা এলাকায় তাঁর গাড়ি লক্ষ্য করে তিনটি বোমা ছোড়া হয় । গুরুতর জখম অবস্থায় তাঁকে হাসপাতালে ভরতি করা হয়েছে । ঘটনার খোঁজে তদন্ত চালাচ্ছে পুলিশ ।

একই দিনে কংগ্রেস নেতা নিরঞ্জন পটনায়কের উপরও হামলা হয় । এই তিনটি বিক্ষিপ্ত ঘটনার মধ্যে কোনও যোগসূত্র আছে কি না, তা খতিয়ে দেখছে পুলিশ ।

Barmer (Rajasthan), Apr 21 (ANI): While addressing a public rally, Prime Minister Narendra Modi in Rajasthan's Barmer on Sunday said,"India has stopped the policy of getting scared of Pakistan's threats. Every other day they used to say "We've nuclear button, we've nuclear button".....What do we have then? Have we kept it for Diwali?"

Last Updated : Apr 22, 2019, 5:56 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.