ETV Bharat / bharat

উত্তরপ্রদেশ থেকে যুবককে গ্রেপ্তার ATS-এর - পিলীভিট

কয়েকদিন ধরেই ওই যুবক বিলাসান্দা এলাকায় ছিল । তার খোঁজে তল্লাশি শুরু হয় । সেখান থেকেই তাকে গ্রেপ্তার করে ATS ।

ATS
ATS
author img

By

Published : Oct 6, 2020, 8:52 PM IST

পিলভিট, 4 অক্টোবর : উত্তরপ্রদেশের বিলাসান্দা এলাকা থেকে যুবককে গ্রেপ্তার করল ATS । ধৃতের নাম নিশান সিং ।

কয়েকদিন ধরেই ওই যুবক বিলাসান্দা এলাকায় ছিল । তার খোঁজে তল্লাশি শুরু হয় । এরপরই পুলিশের কাছে খবর আসে যে, 27 সেপ্টেম্বর থেকে বিলাসান্দা এলাকায় বলদেব সিংয়ের বাড়িতে ছিল সে । সম্পর্কে ওই ব্যক্তি তার আত্মীয় বলে জানা গিয়েছে । আজ ওই যুবকের খোঁজে অভিযান চালায় পুলিশ । এরপরই সেখান থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

এবিষয়ে বিলাসন্দার SI বলেন, "বলদেব সিং নামে ওই ব্যাক্তির বাড়িতে তল্লাশি চালায় ATS । সেখান থেকেই নিশানকে গ্রেপ্তার করা হয় । " এরপরই তাকে লখনউয়ে নিয়ে যাওয়া হয়েছে ।

পাকিস্তানের হয়ে চরবৃত্তি করার অভিযোগে কয়েকদিন আগেই রাজস্থান থেকে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছিল পুলিশ । অভিযোগ, ওই ব্যক্তি বিভিন্ন গোপন তথ্য হোয়াটসঅ্যাপের মাধ্যমে পাকিস্তানে পাচার করত । এমনকী তার ফোন থেকে পাকিস্তানের কয়েকটি ফোন নম্বরও পাওয়া গেছে ।

পিলভিট, 4 অক্টোবর : উত্তরপ্রদেশের বিলাসান্দা এলাকা থেকে যুবককে গ্রেপ্তার করল ATS । ধৃতের নাম নিশান সিং ।

কয়েকদিন ধরেই ওই যুবক বিলাসান্দা এলাকায় ছিল । তার খোঁজে তল্লাশি শুরু হয় । এরপরই পুলিশের কাছে খবর আসে যে, 27 সেপ্টেম্বর থেকে বিলাসান্দা এলাকায় বলদেব সিংয়ের বাড়িতে ছিল সে । সম্পর্কে ওই ব্যক্তি তার আত্মীয় বলে জানা গিয়েছে । আজ ওই যুবকের খোঁজে অভিযান চালায় পুলিশ । এরপরই সেখান থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

এবিষয়ে বিলাসন্দার SI বলেন, "বলদেব সিং নামে ওই ব্যাক্তির বাড়িতে তল্লাশি চালায় ATS । সেখান থেকেই নিশানকে গ্রেপ্তার করা হয় । " এরপরই তাকে লখনউয়ে নিয়ে যাওয়া হয়েছে ।

পাকিস্তানের হয়ে চরবৃত্তি করার অভিযোগে কয়েকদিন আগেই রাজস্থান থেকে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছিল পুলিশ । অভিযোগ, ওই ব্যক্তি বিভিন্ন গোপন তথ্য হোয়াটসঅ্যাপের মাধ্যমে পাকিস্তানে পাচার করত । এমনকী তার ফোন থেকে পাকিস্তানের কয়েকটি ফোন নম্বরও পাওয়া গেছে ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.