ETV Bharat / bharat

কাঁপল তেলেঙ্গানা-অন্ধ্রপ্রদেশের একাংশ - রাত 2টো 40 মিনিটে কেঁপে ওঠে হায়দরাবাদ

গতকাল মধ্যরাতে তেলেঙ্গানা ও অন্ধ্রপ্রদেশের কিছু স্থানে ভূমিকম্প অনুভূত হয় । ক্ষয়ক্ষতি হয়নি ।

at midnight earth quake in hyderabad
মধ্যরাতে কেঁপে উঠল হায়দরাবাদ
author img

By

Published : Jan 26, 2020, 3:15 PM IST

Updated : Jan 26, 2020, 5:05 PM IST

হায়দরাবাদ, 26 জানুয়ারি : মাঝরাতে কেঁপে উঠল তেলাঙ্গানার কয়েকটি স্থান ৷ সূর্যপেট জেলার খাম্মামে রাত 2.40 মিনিটের পর ভূমিকম্প অনুভূত হয় । চিন্তাকানি মাদাল, নাগুলাভাঞ্চা, বাস্বাপুরম, পাথারলাপাড়ু এই গ্রামগুলিতে 3 সেকেন্ড ভূমিকম্প অনুভূত হয় । তবে কোনও ক্ষয়ক্ষতির খবর মেলেনি ৷

করিমনগর রাত 2টো 40 মিনিটে কেঁপে ওঠে । 2.37 মিনিটে কেঁপে ওঠে হুজুরনগর, কোডাডা । মেল্লা চেভুরু ও সূর্যপেটের অন্যান্য জায়গায় 12 সেকেন্ড ভূকম্পন অনুভূত হয় । নাদিগুডেম মণ্ডল, তেল্লাবালি গ্রাম সকালে ফের 2 সেকেন্ডের জন্য কেঁপে ওঠে ।

অন্ধ্রপ্রদেশেও অনুভূত হয় কম্পন । কৃষ্ণ জেলার জগ্গায়াপেটা, নন্দীগামা মণ্ডল কেঁপে ওঠে । 2.50 মিনিট নাগাদ জগ্গায়াপেটা কেঁপে ওঠে 5 থেকে 8 সেকেন্ডের জন্য । 2.40 মিনিটে 10 সেকেন্ডের জন্য নন্দীগামায় কম্পন অনুভূত হয় । 2টো 40 মিনিটে গুন্টুর জেলার আচ্ছামপেটা, বেল্লাম কোন্ডায় 4 থেকে 5 সেকেন্ড ভূমিকম্প হয় ।

হায়দরাবাদ, 26 জানুয়ারি : মাঝরাতে কেঁপে উঠল তেলাঙ্গানার কয়েকটি স্থান ৷ সূর্যপেট জেলার খাম্মামে রাত 2.40 মিনিটের পর ভূমিকম্প অনুভূত হয় । চিন্তাকানি মাদাল, নাগুলাভাঞ্চা, বাস্বাপুরম, পাথারলাপাড়ু এই গ্রামগুলিতে 3 সেকেন্ড ভূমিকম্প অনুভূত হয় । তবে কোনও ক্ষয়ক্ষতির খবর মেলেনি ৷

করিমনগর রাত 2টো 40 মিনিটে কেঁপে ওঠে । 2.37 মিনিটে কেঁপে ওঠে হুজুরনগর, কোডাডা । মেল্লা চেভুরু ও সূর্যপেটের অন্যান্য জায়গায় 12 সেকেন্ড ভূকম্পন অনুভূত হয় । নাদিগুডেম মণ্ডল, তেল্লাবালি গ্রাম সকালে ফের 2 সেকেন্ডের জন্য কেঁপে ওঠে ।

অন্ধ্রপ্রদেশেও অনুভূত হয় কম্পন । কৃষ্ণ জেলার জগ্গায়াপেটা, নন্দীগামা মণ্ডল কেঁপে ওঠে । 2.50 মিনিট নাগাদ জগ্গায়াপেটা কেঁপে ওঠে 5 থেকে 8 সেকেন্ডের জন্য । 2.40 মিনিটে 10 সেকেন্ডের জন্য নন্দীগামায় কম্পন অনুভূত হয় । 2টো 40 মিনিটে গুন্টুর জেলার আচ্ছামপেটা, বেল্লাম কোন্ডায় 4 থেকে 5 সেকেন্ড ভূমিকম্প হয় ।

Intro:Body:

Telugu states experienced earth tremors after midnight.  People came out of house not knowing what was happening in terror.

TELANGANA STATE

    Shakes occured in khammam,suryapet districts after 2.40 a.m. chintakani madal, nagulavancha,baswapuram,patharlapadu villages experienced 3 seconds land shake.

*Karimnagar also experienced land shakes at 2.40 a.m.

* At 2.37 a.m. huzurnagar,kodada got tremors.

* Mella cheruvu and other mandals of suryapet distrit  also  experienced 12 seconds of tremors.

* Nudigudem mandal, tellaballi veillage ,  earth vibrated for 2 seconds at early morning.

 andhra pradesh

* Andhra pradesh also experienced earth tremors.

*Jaggayapeta,nandigama mandals of krishna districts, land shaked

*At 2.50 land vibrated for 5 to 8  seconds in jaggayapeta

 *At 2.40 a.m. 10 seconds land shaked in nandigama.

 * Accham peta,bellamkonda places of guntur district also experienced this kind of earth tremors for 4 to 5 seconds at midnight 2.40 a.m.

BYTE: SRINAGA SRINIVAS, SCIENTIST

 

Conclusion:
Last Updated : Jan 26, 2020, 5:05 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.