হায়দরাবাদ, 26 জানুয়ারি : মাঝরাতে কেঁপে উঠল তেলাঙ্গানার কয়েকটি স্থান ৷ সূর্যপেট জেলার খাম্মামে রাত 2.40 মিনিটের পর ভূমিকম্প অনুভূত হয় । চিন্তাকানি মাদাল, নাগুলাভাঞ্চা, বাস্বাপুরম, পাথারলাপাড়ু এই গ্রামগুলিতে 3 সেকেন্ড ভূমিকম্প অনুভূত হয় । তবে কোনও ক্ষয়ক্ষতির খবর মেলেনি ৷
করিমনগর রাত 2টো 40 মিনিটে কেঁপে ওঠে । 2.37 মিনিটে কেঁপে ওঠে হুজুরনগর, কোডাডা । মেল্লা চেভুরু ও সূর্যপেটের অন্যান্য জায়গায় 12 সেকেন্ড ভূকম্পন অনুভূত হয় । নাদিগুডেম মণ্ডল, তেল্লাবালি গ্রাম সকালে ফের 2 সেকেন্ডের জন্য কেঁপে ওঠে ।
অন্ধ্রপ্রদেশেও অনুভূত হয় কম্পন । কৃষ্ণ জেলার জগ্গায়াপেটা, নন্দীগামা মণ্ডল কেঁপে ওঠে । 2.50 মিনিট নাগাদ জগ্গায়াপেটা কেঁপে ওঠে 5 থেকে 8 সেকেন্ডের জন্য । 2.40 মিনিটে 10 সেকেন্ডের জন্য নন্দীগামায় কম্পন অনুভূত হয় । 2টো 40 মিনিটে গুন্টুর জেলার আচ্ছামপেটা, বেল্লাম কোন্ডায় 4 থেকে 5 সেকেন্ড ভূমিকম্প হয় ।