ETV Bharat / bharat

অ্যাস্ট্রাজেনেকাকে পুনরায় ট্রায়াল শুরুর ছাড়পত্র অ্যামেরিকার

author img

By

Published : Oct 24, 2020, 10:42 AM IST

বিশ্বজুড়ে ফিজ়ার, মডার্নাসহ যে কয়েকটি সংস্থার ভ্যাকসিন আশা জাগাচ্ছে তাদের মধ্যে রয়েছে অ্যাস্ট্রাজেনেকা। সম্প্রতি এই সংস্থার তৈরি ভ্যাকসিন শরীরে পরীক্ষামূলক প্রয়োগের পর এক স্বেচ্ছাসেবী অসুস্থ হয়ে পড়েন । এর জেরে স্থগিত রাখা হয় ভ্যাকসিনের ট্রায়াল। এরপর বিষয়টি খতিয়ে দেখে অ্যামেরিকার ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন(FDA)। পুনরায় ট্রায়াল শুরুতে নিরাপত্তার বিষয়টি নিশ্চিত হওয়ার পর ফের অ্যাস্ট্রাজেনেকাকে সবুজ সংকেত দিয়েছে FDA।

Astrazeneca
অ্যাস্ট্রাজেনেকাকে পুনরায় ট্রায়াল শুরুর ছাড়পত্র

দিল্লি, 24 অক্টোবর : শরীরে পরীক্ষামূলক প্রয়োগের পর অসুস্থ হয়ে পড়েছিলেন এক স্বেচ্ছাসেবী। তাই ট্রায়াল স্থগিত রাখা হয়েছিল অ্যাস্ট্রাজেনেকার কোরোনা ভ্যাকসিনের। প্রায় এক মাস পর তাদের দেশে পুনরায় ট্রায়াল শুরুর জন্য ইংল্যান্ডের এই ওষুধ প্রস্তুতকারক সংস্থাকে ছাড়পত্র দিল অ্যামেরিকার ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন ।

অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যৌথ উদ্যোগে কোরোনার ভ্যাকসিন তৈরি করছে অ্যাস্ট্রাজেনেকা। বিশ্বজুড়ে ফিজ়ার, মডার্নাসহ যে কয়েকটি সংস্থার ভ্যাকসিন আশা জাগাচ্ছে তাদের মধ্যে রয়েছে অ্যাস্ট্রাজেনেকা। সম্প্রতি এই সংস্থার তৈরি ভ্যাকসিন শরীরে পরীক্ষামূলক প্রয়োগের পর এক স্বেচ্ছাসেবী অসুস্থ হয়ে পড়েন । এর জেরে স্থগিত রাখা হয় ভ্যাকসিনের ট্রায়াল। এরপর বিষয়টি খতিয়ে দেখে অ্যামেরিকার ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন(FDA)। পুনরায় ট্রায়াল শুরুতে নিরাপত্তার বিষয়টি নিশ্চিত হওয়ার পর ফের অ্যাস্ট্রাজেনেকাকে সবুজ সংকেত দিয়েছে FDA।

অ্যামেরিকার 30 হাজার স্বেচ্ছাসেবকের উপর ভ্যাকসিনের পরীক্ষামূলক প্রয়োগ করবে অ্যাস্ট্রাজেনেকা। সংস্থার CEO পাস্কাল সরিয়ট এক বিবৃতিতে জানিয়েছেন, ব্যবহারের অনুমোদন পাওয়ার আগে ভ্যাকসিনের নিরাপত্তার বিষয়টি আমাদের নিশ্চিত করতে হবে। চলতি বছরের শেষের দিকে এই ভ্যাকসিনের কার্যকরিতা সম্পর্কে অনেকটাই নিশ্চিত হওয়া যাবে বলে আশা করা হচ্ছে।

প্রসঙ্গত, ব্রাজিলে এক স্বেচ্ছাসেবক অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিন নেওয়ার পর মারা গেছেন বলে দিনকয়েক আগে গুজব ছড়ায়। খবরের শিরোনামে উঠে আসে ব্রিটেনের এই সংস্থা। যদিও কিছুক্ষণের মধ্যেই সংস্থার তরফে জানিয়ে দেওয়া হয়, ওই স্বেচ্ছাসেবক কন্ট্রোল রুমে ছিলেন। এবং তিনি ভ্যাকসিন নেননি। ব্রাজিলের স্বাস্থ্যমন্ত্রকের তরফেও জানিয়ে দেওয়া হয়, একটি আন্তর্জাতিক কমিটি সমগ্র বিষয়টি খতিয়ে দেখেছে। ট্রায়াল আবার শুরু করা হবে।

অক্টোবরের মাঝামাঝিতে জনসন অ্যান্ড জনসনও জানিয়েছিল, এক স্বেচ্ছাসেবক অসুস্থ হয়ে পড়ায় আপাতত ভ্যাকসিনের পরীক্ষামূলক প্রয়োগ বন্ধ থাকবে।

দিল্লি, 24 অক্টোবর : শরীরে পরীক্ষামূলক প্রয়োগের পর অসুস্থ হয়ে পড়েছিলেন এক স্বেচ্ছাসেবী। তাই ট্রায়াল স্থগিত রাখা হয়েছিল অ্যাস্ট্রাজেনেকার কোরোনা ভ্যাকসিনের। প্রায় এক মাস পর তাদের দেশে পুনরায় ট্রায়াল শুরুর জন্য ইংল্যান্ডের এই ওষুধ প্রস্তুতকারক সংস্থাকে ছাড়পত্র দিল অ্যামেরিকার ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন ।

অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যৌথ উদ্যোগে কোরোনার ভ্যাকসিন তৈরি করছে অ্যাস্ট্রাজেনেকা। বিশ্বজুড়ে ফিজ়ার, মডার্নাসহ যে কয়েকটি সংস্থার ভ্যাকসিন আশা জাগাচ্ছে তাদের মধ্যে রয়েছে অ্যাস্ট্রাজেনেকা। সম্প্রতি এই সংস্থার তৈরি ভ্যাকসিন শরীরে পরীক্ষামূলক প্রয়োগের পর এক স্বেচ্ছাসেবী অসুস্থ হয়ে পড়েন । এর জেরে স্থগিত রাখা হয় ভ্যাকসিনের ট্রায়াল। এরপর বিষয়টি খতিয়ে দেখে অ্যামেরিকার ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন(FDA)। পুনরায় ট্রায়াল শুরুতে নিরাপত্তার বিষয়টি নিশ্চিত হওয়ার পর ফের অ্যাস্ট্রাজেনেকাকে সবুজ সংকেত দিয়েছে FDA।

অ্যামেরিকার 30 হাজার স্বেচ্ছাসেবকের উপর ভ্যাকসিনের পরীক্ষামূলক প্রয়োগ করবে অ্যাস্ট্রাজেনেকা। সংস্থার CEO পাস্কাল সরিয়ট এক বিবৃতিতে জানিয়েছেন, ব্যবহারের অনুমোদন পাওয়ার আগে ভ্যাকসিনের নিরাপত্তার বিষয়টি আমাদের নিশ্চিত করতে হবে। চলতি বছরের শেষের দিকে এই ভ্যাকসিনের কার্যকরিতা সম্পর্কে অনেকটাই নিশ্চিত হওয়া যাবে বলে আশা করা হচ্ছে।

প্রসঙ্গত, ব্রাজিলে এক স্বেচ্ছাসেবক অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিন নেওয়ার পর মারা গেছেন বলে দিনকয়েক আগে গুজব ছড়ায়। খবরের শিরোনামে উঠে আসে ব্রিটেনের এই সংস্থা। যদিও কিছুক্ষণের মধ্যেই সংস্থার তরফে জানিয়ে দেওয়া হয়, ওই স্বেচ্ছাসেবক কন্ট্রোল রুমে ছিলেন। এবং তিনি ভ্যাকসিন নেননি। ব্রাজিলের স্বাস্থ্যমন্ত্রকের তরফেও জানিয়ে দেওয়া হয়, একটি আন্তর্জাতিক কমিটি সমগ্র বিষয়টি খতিয়ে দেখেছে। ট্রায়াল আবার শুরু করা হবে।

অক্টোবরের মাঝামাঝিতে জনসন অ্যান্ড জনসনও জানিয়েছিল, এক স্বেচ্ছাসেবক অসুস্থ হয়ে পড়ায় আপাতত ভ্যাকসিনের পরীক্ষামূলক প্রয়োগ বন্ধ থাকবে।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.