ETV Bharat / bharat

বৃহস্পতিবার কর্নাটকে আস্থা ভোট - Jd(S)

বৃহস্পতিবার কর্ণাটকে কুমারাস্বামী সরকারের আস্থা ভোট ।

ফাইল ফোটো
author img

By

Published : Jul 15, 2019, 2:26 PM IST

Updated : Jul 15, 2019, 7:23 PM IST

বেঙ্গালুরু, 15 জুলাই : কর্নাটকে আস্থা ভোট 18 জুলাই । আস্থা ভোটেই প্রমাণ হয়ে যাবে আদৌ কংগ্রেস-JDS (জনতা দল সেকুলার) জোট সরকারে থাকে কি না । আজ বিধানসভায় বৈঠকের পর কংগ্রেসের পক্ষ থেকে সিদ্দারামাইয়া জানান, বৃহস্পতিবার (18 জুলাই) সকাল 11টায় আস্থা ভোট শুরু হবে ।

গত দু'সপ্তাহে জোট সরকারের মোট 18 জন বিধায়ক ইস্তফা দিয়েছেন । শুধু তাই নয়, গত বছর মে মাসে সরকার গঠনের পর থেকেই জোট ছিল নড়বড়ে ।

এর আগে, গত শুক্রবার রাজ্যের মুখ্যমন্ত্রী এইচ ডি কুমারস্বামী সংখ্যাগরিষ্ঠতা প্রমাণের জন্য আস্থা ভোটের ডাক দেন । জানান, তাঁর সরকার স্থিতিশীল । কুমারস্বামী বলেন, "জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী । কেন আমি ভয় পাব ?" সিদ্দারামাইয়াও পাশে ছিলেন কুমারস্বামীর । তিনি বলেন, "আমরাই জিতব ।" আজ সকালে BJP নেতৃত্ব অনাস্থা প্রস্তাব পেশ করে ।

ইতিমধ্যে ময়দানে নামে জোট নেতৃত্বও । বিদ্রোহী বিধায়কদের দলে ফিরিয়ে আনার চেষ্টা চলছে । যদিও তা এখনও ফলপ্রসূ হয়নি । যদি পদত্যাগপত্র গ্রহণ হয়ে যায় তাহলে 225 আসন বিশিষ্ট বিধানসভায় জোটের বিধায়ক সংখ্যা কমে দাঁড়াবে 100-তে । ম্যাজিক ফিগার দাঁড়াবে 105 । BJP-র হাতে আছে 105 বিধায়ক । সেইসঙ্গে তারা 2 নির্দল বিধায়কেরও সমর্থন পাবে । অর্থাৎ 107 আসন নিয়ে সরকার গড়বে তারাই ।

স্পিকার রমেশ কুমার শুক্রবারই সুপ্রিম কোর্টে জানিয়েছেন কারোর ইস্তফাপত্র এখনও গ্রহণ করা হয়নি । তিনি জানান, বিধায়করা চাপের মুখে ইস্তফা দিয়েছেন না স্বেচ্ছায় দিয়েছেন সে বিষয়ে সিদ্ধান্তের জন্য সময় লাগবে । তিনি আরও জানান, অনেকজন বিদ্রোহী বিধায়ককে বহিষ্কার করা হয়েছে । এরপর সুপ্রিম কোর্ট নির্দেশ দেয়, মঙ্গলবার পর্যন্ত স্পিকার কোনও ইস্তফা গ্রহণ করবেন না বা কোনও বিধায়ককে বহিষ্কার করতে পারবেন না । শীর্ষ আদালতের নির্দেশের পর বিদ্রোহী বিধায়করা বেঙ্গালুরুতে এসে পুনরায় ইস্তফাপত্র জমা দেন ।

আজ সকালে সরকারের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব পেশ করে BJP ।

বেঙ্গালুরু, 15 জুলাই : কর্নাটকে আস্থা ভোট 18 জুলাই । আস্থা ভোটেই প্রমাণ হয়ে যাবে আদৌ কংগ্রেস-JDS (জনতা দল সেকুলার) জোট সরকারে থাকে কি না । আজ বিধানসভায় বৈঠকের পর কংগ্রেসের পক্ষ থেকে সিদ্দারামাইয়া জানান, বৃহস্পতিবার (18 জুলাই) সকাল 11টায় আস্থা ভোট শুরু হবে ।

গত দু'সপ্তাহে জোট সরকারের মোট 18 জন বিধায়ক ইস্তফা দিয়েছেন । শুধু তাই নয়, গত বছর মে মাসে সরকার গঠনের পর থেকেই জোট ছিল নড়বড়ে ।

এর আগে, গত শুক্রবার রাজ্যের মুখ্যমন্ত্রী এইচ ডি কুমারস্বামী সংখ্যাগরিষ্ঠতা প্রমাণের জন্য আস্থা ভোটের ডাক দেন । জানান, তাঁর সরকার স্থিতিশীল । কুমারস্বামী বলেন, "জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী । কেন আমি ভয় পাব ?" সিদ্দারামাইয়াও পাশে ছিলেন কুমারস্বামীর । তিনি বলেন, "আমরাই জিতব ।" আজ সকালে BJP নেতৃত্ব অনাস্থা প্রস্তাব পেশ করে ।

ইতিমধ্যে ময়দানে নামে জোট নেতৃত্বও । বিদ্রোহী বিধায়কদের দলে ফিরিয়ে আনার চেষ্টা চলছে । যদিও তা এখনও ফলপ্রসূ হয়নি । যদি পদত্যাগপত্র গ্রহণ হয়ে যায় তাহলে 225 আসন বিশিষ্ট বিধানসভায় জোটের বিধায়ক সংখ্যা কমে দাঁড়াবে 100-তে । ম্যাজিক ফিগার দাঁড়াবে 105 । BJP-র হাতে আছে 105 বিধায়ক । সেইসঙ্গে তারা 2 নির্দল বিধায়কেরও সমর্থন পাবে । অর্থাৎ 107 আসন নিয়ে সরকার গড়বে তারাই ।

স্পিকার রমেশ কুমার শুক্রবারই সুপ্রিম কোর্টে জানিয়েছেন কারোর ইস্তফাপত্র এখনও গ্রহণ করা হয়নি । তিনি জানান, বিধায়করা চাপের মুখে ইস্তফা দিয়েছেন না স্বেচ্ছায় দিয়েছেন সে বিষয়ে সিদ্ধান্তের জন্য সময় লাগবে । তিনি আরও জানান, অনেকজন বিদ্রোহী বিধায়ককে বহিষ্কার করা হয়েছে । এরপর সুপ্রিম কোর্ট নির্দেশ দেয়, মঙ্গলবার পর্যন্ত স্পিকার কোনও ইস্তফা গ্রহণ করবেন না বা কোনও বিধায়ককে বহিষ্কার করতে পারবেন না । শীর্ষ আদালতের নির্দেশের পর বিদ্রোহী বিধায়করা বেঙ্গালুরুতে এসে পুনরায় ইস্তফাপত্র জমা দেন ।

আজ সকালে সরকারের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব পেশ করে BJP ।

Meerut (UP), July 07 (ANI): A BJP candidate, Vijay Dhama, allegedly shot dead his own supporter during the Panchayat by elections on Saturday. The incident took place in Uttar Pradesh's Meerut. Amit Kumar, who was shot at by Dhama, was rushed to a hospital but died during treatment. Tension erupted in the area soon after Amit's death, and several groups started pelting stones on vehicles. Additional forces were deployed to bring the situation under control. Police investigation is underway. Speaking to ANI, Senior Superintendent of Police (SSP) Ajay Kumar Sahni said the firing took place a kilometre away from the polling booth. Amit Kumar, who was shot at by Dhama, was rushed to a hospital but died during treatment, Sahni added. "The firing didn't take place during the polls but after the voting. A candidate Vijay Dhama along with a pistol was one kilometre away from the polling station with three-four of supporters. During firing, one of his supporters named Amit who was shot at. The supporter died during treatment in hospital,"
Last Updated : Jul 15, 2019, 7:23 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.