ETV Bharat / bharat

দুইয়ের বেশি সন্তান থাকলে পাওয়া যাবে না সরকারি চাকরি

জনসংখ্যা থেকে পরিবহন সবক্ষেত্রেই কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিল অসম সরকার । 2021 সালের 1 জানুয়ারি থেকে এই সিদ্ধান্তগুলি কার্যকরী হবে ।

ছবিটি প্রতীকী
author img

By

Published : Oct 22, 2019, 2:38 PM IST

গুয়াহাটি, 22 অক্টোবর : দুইয়ের বেশি সন্তান থাকলে সরকারি চাকরি মিলবে না । গতকাল মন্ত্রীসভার বৈঠকে এই সিদ্ধান্ত নিল অসম সরকার ৷ শুধু তাই নয়, গতকাল মন্ত্রীসভার বৈঠকে আরও কয়েকটি সিদ্ধান্ত নেওয়া হয়েছে । 2021 সালের 1 জানুয়ারি থেকে এই সিদ্ধান্তগুলি কার্যকরী হবে ।

গতকাল ক্যাবিনেট বৈঠকে নতুন জমি নীতিও গ্রহণ করা হয় । এই নীতি অনুযায়ী ভূমিহীন আদিবাসী মানুষকে 3 বিঘা চাষের জমি দেওয়া হবে । পাশাপাশি অর্ধেক বিঘা জমি দেওয়া হবে বাড়ির জন্য । শুধু তাই নয়, এই নীতির সুবিধাভোগীরা সরকারের দেওয়া এই জমি 15 বছর ব্যবহার করার পর বিক্রি করতে পারবেন ।

পরিবহন সংক্রান্ত সিদ্ধান্তও নেওয়া হয় গতকালের বৈঠকে । বাস ভাড়া 25 শতাংশ বাড়ানোর কথা জানান ক্যাবিনেট সদস্যরা । শিক্ষাবিদ ইন্দিরা মিরির নামে তৈরি একটি প্রকল্পের আওতায় বিধবারা প্রতি মাসে 300 টাকা করে ভাতা পাবেন । এই প্রকল্পের আওতায় যে মহিলারা চলতি বছরের 1 এপ্রিল বা তার মধ্যে বিধবা হয়েছেন তাঁরা এককালীন 25 হাজার টাকাও পাবেন । পঞ্চায়েত ও গ্রামীণ উন্নয়ন দপ্তরে 1277 টি নতুন পদ খোলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে । এছাড়াও অটল অমৃত যোজনার আওতায় জাপানিস এনসেফ্যালাইটিসে আক্রান্ত যাদের অবস্থা গুরুতর তাঁদের সাহায্য করারও সিদ্ধান্ত নিয়েছে অসম সরকার ।

গুয়াহাটি, 22 অক্টোবর : দুইয়ের বেশি সন্তান থাকলে সরকারি চাকরি মিলবে না । গতকাল মন্ত্রীসভার বৈঠকে এই সিদ্ধান্ত নিল অসম সরকার ৷ শুধু তাই নয়, গতকাল মন্ত্রীসভার বৈঠকে আরও কয়েকটি সিদ্ধান্ত নেওয়া হয়েছে । 2021 সালের 1 জানুয়ারি থেকে এই সিদ্ধান্তগুলি কার্যকরী হবে ।

গতকাল ক্যাবিনেট বৈঠকে নতুন জমি নীতিও গ্রহণ করা হয় । এই নীতি অনুযায়ী ভূমিহীন আদিবাসী মানুষকে 3 বিঘা চাষের জমি দেওয়া হবে । পাশাপাশি অর্ধেক বিঘা জমি দেওয়া হবে বাড়ির জন্য । শুধু তাই নয়, এই নীতির সুবিধাভোগীরা সরকারের দেওয়া এই জমি 15 বছর ব্যবহার করার পর বিক্রি করতে পারবেন ।

পরিবহন সংক্রান্ত সিদ্ধান্তও নেওয়া হয় গতকালের বৈঠকে । বাস ভাড়া 25 শতাংশ বাড়ানোর কথা জানান ক্যাবিনেট সদস্যরা । শিক্ষাবিদ ইন্দিরা মিরির নামে তৈরি একটি প্রকল্পের আওতায় বিধবারা প্রতি মাসে 300 টাকা করে ভাতা পাবেন । এই প্রকল্পের আওতায় যে মহিলারা চলতি বছরের 1 এপ্রিল বা তার মধ্যে বিধবা হয়েছেন তাঁরা এককালীন 25 হাজার টাকাও পাবেন । পঞ্চায়েত ও গ্রামীণ উন্নয়ন দপ্তরে 1277 টি নতুন পদ খোলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে । এছাড়াও অটল অমৃত যোজনার আওতায় জাপানিস এনসেফ্যালাইটিসে আক্রান্ত যাদের অবস্থা গুরুতর তাঁদের সাহায্য করারও সিদ্ধান্ত নিয়েছে অসম সরকার ।

Intro:Body:

Assam Cabinet Meeting: Important Decision taken by the state govt. 



Two years after the 126-member Assam Assembly adopted a Population Policy, the State Cabinet on Monday evening decided to make governement jobs out of bounds for people with more than two children. 



The Cabinet Meeting also adopted a New Land Policy, that will give 3 Bighas (43,200 sq. ft.) of agricultural land to landless indegenous people and half a Bigha for constructing a house. This will come with a rider: a beneficiary can sell the land only after 15 years of use. 



The Cabinet Meeting also decided to increase th bus fares in the state by 25%, it added. 



Other Decision taken by the Cabinet included providing 300 INR per month to widows under a scheme named after educationist Indira Miri. The Scheme also entails a one-time grant of 25,000 INR for women who became widows on or after April 1. The Cabinet decided to open 1277 new Post in Panchayat and Rural Development Department. Also the Cabinet decided to include Japanese Encephalitis which cost the lives of 168 People of Assam under the Atal Amrit Yojona. Under the AAY, decision was taken to cover the patient who are in ICU. 



The Policy will Come into Effect from January 1, 2021. 


Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.