ETV Bharat / bharat

খারাপ হচ্ছে বন্যা পরিস্থিতি, অসমের গোয়ালপাড়া থেকে উদ্ধার 56 জন

author img

By

Published : Jul 21, 2020, 10:10 AM IST

NDRF-এর অন্তত 12টি দল অসমের একাধিক জেলায় উদ্ধারের কাজ করছে । জোরহাট, বনগাইগাওঁ, কামরূপ মেট্রো, ধুবরি, বরপেটা, গোয়ালপাড়া, গোলাঘাট, চাচর, শিবসাগর, শোণিতপুর, ধেমাজি এবং তিনসুকিয়াতে চলছে উদ্ধারের কাজ । মৃত্যু হয়েছে 111জনের ।

assam
assam

গুয়াহাটি, ২১ জুলাই : অসমের বন্যা পরিস্থিতি ক্রমেই খারাপ হচ্ছে । মৃত্যু হয়েছে অনেকের । বেড়েই চলেছে একাধিক নদীর জলস্তর । ইতিমধ্যেই গোয়ালপাড়া থেকে 56 জনকে উদ্ধার করেছে NDRF ।

গত তিনদিন ধরে চলছে লাগাতার বৃষ্টিপাত । ব্রহ্মপুত্র এবং কৃষাণি নদীর জলস্তর বাড়ছে । অনেকেই ঘরছাড়া । NDRF-এর একটি দল কোনওভাবে আজ বন্যা কবলিত এলাকায় পৌঁছায় । স্থানীয়দের উদ্ধার করে নিরাপদ স্থানে নিয়ে যাওয়ার ব্যবস্থা করে তারা ।

জেলা প্রশাসনকেও সাহায্য করছে এই দল । একাধিক বন্যা কবলিত এলাকায় মাস্ক বিলি করা হচ্ছে । বন্যা কবলিত এলাকায় চলছে নজরদারি । কোরোনা পরিস্থিতিতে সরকারি নির্দেশিকা মেনে চলা হচ্ছে কি না সেদিকেও নজর রাখা হচ্ছে । এখনও পর্যন্ত 1 হাজার 450 জনকে উদ্ধার করেছেন NDRF-এর গুয়াহাটির এক নম্বর ব্যাটেলিয়নের জওয়ানরা ।

  • The picturesque Kaziranga National Park and its wonderful inhabitants are struggling with fury of flood.

    I made an extensive visit of the Park to gauge the extent of damages, & have instructed officials to do the best we can. My compliments to the staff for their spirited work. pic.twitter.com/QehWCqPi63

    — Himanta Biswa Sarma (@himantabiswa) July 20, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

NDRF-এর অন্তত 12টি দল অসমের একাধিক জেলায় উদ্ধারের কাজ করছে । জোরহাট, বনগাইগাঁও, কামরূপ মেট্রো, ধুবরি, বরপেটা, গোয়ালপাড়া, গোলাঘাট, চাচর, শিবসাগর, শোণিতপুর, ধেমাজি এবং তিনসুকিয়াতে চলছে উদ্ধারের কাজ ।

অসমে বন্যায় ক্ষতিগ্রস্ত 24টি জেলা । 1,09,600.53 হেক্টর চাষের জমি ক্ষতিগ্রস্ত হয়েছে । সংশ্লিষ্ট রাজ্যের 24 লাখ মানুষ বন্যার জেরে ক্ষতিগ্রস্ত । অসম স্টেট ডিজ়াস্টার ম্যানেজমেন্টের প্রকাশিত রিপোর্ট অনুযায়ী, 2 হাজার 254টি গ্রাম বন্যায় কবলিত । মাজুলি, বক্সা, শোণিতপুর এবং উদলগিরি জেলার একাধিক এলাকায় ক্ষতির পরিমাণ অনেক বেশি । মৃত্যু হয়েছে 111জনের । 85 জনের মৃত্যু বন্যায় এবং ধসে মৃতের সংখ্যা 26 । অসম সরকারের তরফে বিভিন্ন জেলায় 276টি শরণার্থী শিবিরের ব্যবস্থা করা হয়েছে । ত্রাণ সামগ্রী বিলির জন্য 192টি শিবির করা হয়েছে ।

অসমের অর্থমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা এবং কৃষিমন্ত্রী অতুল বরুয়া কাজ়িরাঙা জাতীয় উদ্যানের বন্যা বিধ্বস্ত এলাকা ঘুরে দেখেন । বনরক্ষীদের সঙ্গে কথা বলেন । পরিস্থিতি সম্বন্ধে জানতে চান । ওই উদ্যানের পশুদের অবস্থা নিয়েও কথা বলেন তিনি । হিমন্ত বিশ্ব শর্মা টুইট করেন, "কাজ়িরাঙা এখন বন্যার মোকাবিলা করছে । আমি ওই উদ্যানে গিয়ে পরিস্থিতি খতিয়ে দেখি । আধিকারিকদের সঙ্গে কথা বলেছি । পরিস্থিতি সামাল দিতে তাদের নির্দেশ দিয়েছি ।"

গুয়াহাটি, ২১ জুলাই : অসমের বন্যা পরিস্থিতি ক্রমেই খারাপ হচ্ছে । মৃত্যু হয়েছে অনেকের । বেড়েই চলেছে একাধিক নদীর জলস্তর । ইতিমধ্যেই গোয়ালপাড়া থেকে 56 জনকে উদ্ধার করেছে NDRF ।

গত তিনদিন ধরে চলছে লাগাতার বৃষ্টিপাত । ব্রহ্মপুত্র এবং কৃষাণি নদীর জলস্তর বাড়ছে । অনেকেই ঘরছাড়া । NDRF-এর একটি দল কোনওভাবে আজ বন্যা কবলিত এলাকায় পৌঁছায় । স্থানীয়দের উদ্ধার করে নিরাপদ স্থানে নিয়ে যাওয়ার ব্যবস্থা করে তারা ।

জেলা প্রশাসনকেও সাহায্য করছে এই দল । একাধিক বন্যা কবলিত এলাকায় মাস্ক বিলি করা হচ্ছে । বন্যা কবলিত এলাকায় চলছে নজরদারি । কোরোনা পরিস্থিতিতে সরকারি নির্দেশিকা মেনে চলা হচ্ছে কি না সেদিকেও নজর রাখা হচ্ছে । এখনও পর্যন্ত 1 হাজার 450 জনকে উদ্ধার করেছেন NDRF-এর গুয়াহাটির এক নম্বর ব্যাটেলিয়নের জওয়ানরা ।

  • The picturesque Kaziranga National Park and its wonderful inhabitants are struggling with fury of flood.

    I made an extensive visit of the Park to gauge the extent of damages, & have instructed officials to do the best we can. My compliments to the staff for their spirited work. pic.twitter.com/QehWCqPi63

    — Himanta Biswa Sarma (@himantabiswa) July 20, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

NDRF-এর অন্তত 12টি দল অসমের একাধিক জেলায় উদ্ধারের কাজ করছে । জোরহাট, বনগাইগাঁও, কামরূপ মেট্রো, ধুবরি, বরপেটা, গোয়ালপাড়া, গোলাঘাট, চাচর, শিবসাগর, শোণিতপুর, ধেমাজি এবং তিনসুকিয়াতে চলছে উদ্ধারের কাজ ।

অসমে বন্যায় ক্ষতিগ্রস্ত 24টি জেলা । 1,09,600.53 হেক্টর চাষের জমি ক্ষতিগ্রস্ত হয়েছে । সংশ্লিষ্ট রাজ্যের 24 লাখ মানুষ বন্যার জেরে ক্ষতিগ্রস্ত । অসম স্টেট ডিজ়াস্টার ম্যানেজমেন্টের প্রকাশিত রিপোর্ট অনুযায়ী, 2 হাজার 254টি গ্রাম বন্যায় কবলিত । মাজুলি, বক্সা, শোণিতপুর এবং উদলগিরি জেলার একাধিক এলাকায় ক্ষতির পরিমাণ অনেক বেশি । মৃত্যু হয়েছে 111জনের । 85 জনের মৃত্যু বন্যায় এবং ধসে মৃতের সংখ্যা 26 । অসম সরকারের তরফে বিভিন্ন জেলায় 276টি শরণার্থী শিবিরের ব্যবস্থা করা হয়েছে । ত্রাণ সামগ্রী বিলির জন্য 192টি শিবির করা হয়েছে ।

অসমের অর্থমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা এবং কৃষিমন্ত্রী অতুল বরুয়া কাজ়িরাঙা জাতীয় উদ্যানের বন্যা বিধ্বস্ত এলাকা ঘুরে দেখেন । বনরক্ষীদের সঙ্গে কথা বলেন । পরিস্থিতি সম্বন্ধে জানতে চান । ওই উদ্যানের পশুদের অবস্থা নিয়েও কথা বলেন তিনি । হিমন্ত বিশ্ব শর্মা টুইট করেন, "কাজ়িরাঙা এখন বন্যার মোকাবিলা করছে । আমি ওই উদ্যানে গিয়ে পরিস্থিতি খতিয়ে দেখি । আধিকারিকদের সঙ্গে কথা বলেছি । পরিস্থিতি সামাল দিতে তাদের নির্দেশ দিয়েছি ।"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.