গুয়াহাটি, 23জুলাই : বাড়ছে একাধিক নদীর জলস্তর । আরও খারাপ হচ্ছে অসমের বন্যা পরিস্থিতি । বাড়ছের মৃতের সংখ্যা । বন্যায় এখনও পর্যন্ত 89 জনের মৃত্যু হয়েছে । ধস নেমে মৃত্যু হয়েছে 26 জনের । বন্যায় বিপর্যস্ত 26টি জেলা ।
অসম স্টেট ডিজ়াস্টার ম্যানেজমেন্ট অথরিটির প্রকাশিত রিপোর্ট অনুযায়ী, এখনও পর্যন্ত বন্যায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে বরপেটা, ডিব্রুগড়, কোকরাঝাড়, বনগাইগাওঁ, তিনসুকিয়া সহ আরও কয়েকটি জেলা । 26,31,343 জন বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে ।
টানা বৃষ্টির জেরে ব্রহ্মপুত্রের জলস্তর বাড়ছে । জলমগ্ন 2,525টি গ্রাম। 1,15,515.25 হেক্টর চাষের জমির ক্ষতি হয়েছে । বন্যার মারাত্মক প্রভাব পড়েছে কাজ়িরাঙা জাতীয় উদ্যানেও । মৃত্যু হয়েছে 120টি পশুর । বনদপ্তরের উদ্যোগে উদ্ধার করা হয়েছে 147টি পশুকে ।
রাজ্যজুড়ে তৈরি হয়েছে 391টি শিবির । 45,281 জন এই শিবিরগুলিতে আশ্রয় নিয়েছেন । স্টেট ডিজ়াস্টার রেসপন্স ফান্ড, ন্যাশনাল ডিজ়াস্টার রেসপন্স ফান্ড, সার্কেল অফিস এবং স্থানীয়দের উদ্যোগে ইতিমধ্যেই 452 জনকে উদ্ধার করা হয়েছে ।
একাধিক জায়গায় রাস্তা, ব্রিজ ও বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে । কেন্দ্রের তরফে 346 কোটি টাকার সাহায্য ঘোষণা করা হয়েছে । কেন্দ্রীয় মন্ত্রী গজেন্দ্র সিং শেখাওয়াতের সঙ্গে গতকাল বৈঠক করেছেন অসমের মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনওয়াল ।