ETV Bharat / bharat

বন্যায় ক্ষতিগ্রস্ত কাজিরাঙা, মৃত্যু এক শৃঙ্গ গন্ডার-সহ 14 পশু - one-horned rhinoceros

বন্যায় ক্ষতিগ্রস্ত অসম । এরপর মধ্যে কাজিরাঙা জাতীয় উদ্যানের 90 শতাংশেরও বেশি বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে । সেখানে এক শৃঙ্গ গন্ডার সহ 14টি পশু মারা গেছে ।

ছবি
ছবি
author img

By

Published : Jul 1, 2020, 4:42 PM IST

গুয়াহাটি, 1 জুলাই : অসমে বন্য়া পরিস্থিতি ক্রমশ খারাপের দিকে এগোচ্ছে । কাজিরাঙা জাতীয় উদ্যানের 90 শতাংশেরও বেশি বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে । সেখানে গন্ডার সহ 14টি পশু মারা গেছে । বনকর্মীরা এক শৃঙ্গ গন্ডারের মৃতদেহ উদ্ধার করেছে ।

কাজিরাঙা পার্ক সূত্রে খবর, এখানকার 223টি শিবিরের মধ্যে 143টি শিবির ইতিমধ্যেই প্লাবিত হয়ে গেছে । জঙ্গলে বসবাসকারী একশৃঙ্গ গন্ডার , হরিণ , হাতি সহ বন্য প্রাণীরা উঁচু স্থানে আশ্রয় নিয়েছে । এর পাশাপাশি পার্ক কর্তৃপক্ষের তরফে 37 নং জাতীয় সড়কে যানবাহনের গতি সীমাবদ্ধ করা হয়েছে । জানানো হয়েছে, নিয়ম ভঙ্গকারীদের 5 হাজার টাকা জরিমানা করা হবে । কারণ এই সময় আশ্রয়ের খোঁজে বন্য পশুগুলো লোকালয়ে বেরিয়ে আসে । দ্রুত গতিতে গাড়ি চালালে দুর্ঘটনার সম্ভবনা থাকে । সেই কারণে গাড়ির গতি বেঁধে দেওয়া হয়েছে ।

ভারী বৃষ্টির কারণে অসমে বন্যা দেখা দিয়েছে । রাজ্যের 25টি জেলায় ব্যাপক ক্ষতি হয়েছে । গতকাল পর্যন্ত সেখানে 25 জন মারা গেছেন । 13 লাখেরও বেশি মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন বন্যায় ।

গুয়াহাটি, 1 জুলাই : অসমে বন্য়া পরিস্থিতি ক্রমশ খারাপের দিকে এগোচ্ছে । কাজিরাঙা জাতীয় উদ্যানের 90 শতাংশেরও বেশি বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে । সেখানে গন্ডার সহ 14টি পশু মারা গেছে । বনকর্মীরা এক শৃঙ্গ গন্ডারের মৃতদেহ উদ্ধার করেছে ।

কাজিরাঙা পার্ক সূত্রে খবর, এখানকার 223টি শিবিরের মধ্যে 143টি শিবির ইতিমধ্যেই প্লাবিত হয়ে গেছে । জঙ্গলে বসবাসকারী একশৃঙ্গ গন্ডার , হরিণ , হাতি সহ বন্য প্রাণীরা উঁচু স্থানে আশ্রয় নিয়েছে । এর পাশাপাশি পার্ক কর্তৃপক্ষের তরফে 37 নং জাতীয় সড়কে যানবাহনের গতি সীমাবদ্ধ করা হয়েছে । জানানো হয়েছে, নিয়ম ভঙ্গকারীদের 5 হাজার টাকা জরিমানা করা হবে । কারণ এই সময় আশ্রয়ের খোঁজে বন্য পশুগুলো লোকালয়ে বেরিয়ে আসে । দ্রুত গতিতে গাড়ি চালালে দুর্ঘটনার সম্ভবনা থাকে । সেই কারণে গাড়ির গতি বেঁধে দেওয়া হয়েছে ।

ভারী বৃষ্টির কারণে অসমে বন্যা দেখা দিয়েছে । রাজ্যের 25টি জেলায় ব্যাপক ক্ষতি হয়েছে । গতকাল পর্যন্ত সেখানে 25 জন মারা গেছেন । 13 লাখেরও বেশি মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন বন্যায় ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.