দিল্লি, 30 জুন: তাপমাত্রা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়ছে গালওয়ান নদীর জল প্রবাহ । এই পরিস্থিতিতে সীমান্তে টহল দেওয়ার জন্য বিশেষ জল নিরোধক পোশাকের প্রয়োজনীয়তাবোধ করছেন ভারতীয় সেনাবাহিনীর জওয়ানরা।
ভারতের তরফ থেকে কোনও পূর্ব প্রস্তুতি না নেওয়া হলেও, চিনের সেনাবাহিনী পরিস্থিতির পর্যালোচনা করে যথাযথ প্রস্তুতি নিয়েই সীমান্তে উপস্থিত । গালওয়ান উপত্যকায় সীমান্তে টহলে নিয়োজিত চিনা সেনাবাহিনীদের বিশেষ জল নিরোধক পোশাক পরতে দেখা গিয়েছে, যা তাদের বরফ গলা জলে সহজে যাতায়াত করতে সাহায্য করছে।
এক সূত্রের তরফ থেকে জানানো হয়, " তাপমাত্রা বাড়ায় নদীর জলের প্রবাহ বৃদ্ধি পেয়েছে। বরফ জলের মধ্যে টহল দেওয়ার জন্য ভারতীয় সেনাবাহিনীর বিশেষ পোশাকের প্রয়োজন। " গালওয়ান নদী উপত্যকায় ভারতীয় পেট্রোলিং পয়েন্ট 14 অবধি চিনা সেনাবাহিনীরা যে ক্যাম্প তৈরি করেছে, সেখানে উপস্থিত সকল সেনা কর্মীর কাছেই যুদ্ধের জন্য তৈরি এক ধরনের বিশেষ পোশাক রয়েছে, যার নিচের অংশটি সম্পূর্ণ জল নিরোধক। এর ফলে তারা সহজেই জলে নামতে পারছে বলে সূত্র অনুসারে জানা যায়।
গালওয়ান নদীর উৎপত্তি আকসাই চিন থেকে, সেখান থেকে LAC-র মধ্যে দিয়ে বাহিত হয়ে ভারতীয় পেট্রোলিং পয়েন্ট 14 কাছে শ্যক নদীতে মিলিত হয়েছে। সূত্রের তরফ থেকে জানানো হয়, এর আগেও কে এম-120 থেকে পেট্রোলিং পয়েন্ট-14 অবধি টহল দিতে গিয়ে ভারতীয় সেনাবাহিনীর জওয়ানদের নদীর জলে নামতে হয়েছে।
সূত্রের তরফ থেকে বলা হয়, 15 জুন গালওয়ান উপত্যকায় সংঘর্ষের সময় চিনা সৈন্যদের কাছে বিশেষ পোশাক থাকায় তারা অনেকেই হাইপোথারমিয়া ( অতিরিক্ত ঠান্ডা)-য় মৃত্যু থেকে রক্ষা পেয়েছে।
LAC জুড়ে বিশাল সংখ্যক চিনা সেনাবাহিনী নিয়োজিত থাকায় ভারতীয় সৈন্যদলের তরফ থেকেও দীর্ঘকালীন সময় ধরে গালওয়ান সীমান্ত ও অন্যান্য এলাকায় নিয়োজিত থাকার জন্য প্রস্তুতি নেওয়া হচ্ছে।
আনুমানিক চার মে থেকে LAC-র বিভিন্ন অংশে চিনা সেনাবাহিনী ক্যাম্প তৈরি করতে শুরু করে। বর্তমানে লাদাখ সেক্টরের LAC থেকে অরুণাচল প্রদেশ অবধি চিনা সেনাবাহিনীর তরফ থেকে বিশাল সংখ্যক সেনা মোতায়েন করা হয়েছে। ভারতের সঙ্গে বিভিন্ন দফায় আলোচনা করার পরও সেনাবাহিনী সরিয়ে নিয়ে যাওয়ার কোন লক্ষণ দেখা যাচ্ছে না বলে জানা গিয়েছে। বিশেষজ্ঞদের মতে, সীমান্তে আরও শক্তিশালী বাহিনী প্রস্তুত করার জন্যই আলোচনার মাধ্যমে সময় ব্যয় করছে চিন।