ETV Bharat / bharat

কেন্দ্রীয় মন্ত্রিসভা থেকে ইস্তফা শিবসেনা সাংসদের; আজ বৈঠক কংগ্রেসের - অরবিন্দ সামন্তের ইস্তফা

কেন্দ্রীয় মন্ত্রিসভায় সেনার একমাত্র প্রতিনিধি অরবিন্দ সাওয়ান্ত আজ সকালে মন্ত্রিসভা থেকে ইস্তফা ঘোষণা করলেন ৷ ইতিপূর্বে NCP-র পক্ষ থেকে জানানো হয়েছে, শিবসেনা NDA থেকে না সরে আসা পর্যন্ত কোনওরকম আলোচনায় বসতে রাজি নন তাঁরা ৷ অরবিন্দ সাওয়ন্ত মন্ত্রিসভা থেকে বেরিয়ে আসার পর শিবসেনা কার্যত বল ঠেলে দিল NCP আর কংগ্রেসের কোর্টে ৷ এদিকে আজ রাজধানীতে কংগ্রেসের ওয়ার্কিং কমিটির বৈঠক বসতে চলেছে ৷ বৈঠকে আলোচনা হতে পারে মহারাষ্ট্র সরকার গঠনে কংগ্রেসের ভূমিকা নিয়েও ৷ পাশাপাশি আজ দিল্লিতে NCP-র বিধায়কদের সঙ্গেও বৈঠকে বসতে পারে কংগ্রেস ৷

মন্ত্রিসভা থেকে ইস্তফা অরবিন্দ সামন্তের
author img

By

Published : Nov 11, 2019, 11:50 AM IST

Updated : Nov 11, 2019, 12:51 PM IST

মুম্বই ও দিল্লি, 11 নভেম্বর : মহারাষ্ট্রে সেনা-BJP সম্পর্ক তলানিতে ৷ এরই মাঝে আজ সকালে কেন্দ্রীয় মন্ত্রিসভায় সেনার একমাত্র প্রতিনিধি অরবিন্দ সাওয়ন্ত মন্ত্রিসভা থেকে ইস্তফা ঘোষণা করলেন ৷ NDA সরকারের ভারী শিল্প ও রাষ্ট্রায়াত্ত উদ্যোগ মন্ত্রী ছিলেন তিনি ৷ রাজ্যে সেনা-BJP জোট পরিস্থিতি যখন তলানিতে, সেই মুহূর্তে দাঁড়িয়ে কেন্দ্রীয় মন্ত্রিসভা থেকে অরবিন্দ সাওয়ন্তের ইস্তফা যথেষ্টই তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল ৷

অরবিন্দ সাওয়ন্ত আজ সকালে টুইট করেন, 'শিবসেনার কথায় সত্যতা আছে ৷ এরকম পরিস্থিতিতে দিল্লিতে সরকারে কেন থাকব? এই কারণেই কেন্দ্রীয় মন্ত্রীর পদ থেকে আমি ইস্তফা দিচ্ছি ৷'

  • शिवसेनेची बाजू सत्याची आहे. अशा खोट्या वातावरणात दिल्लीतील सरकार मध्ये तरी का रहायचे?
    आणि म्हणूनच मी केंद्रीय मंत्री पदाचा राजीनामा देत आहे. या संदर्भात आज सकाळी ११.०० वा. दिल्ली येथे मी पत्रकार परिषद (Press Conference) घेणार आहे.

    — Arvind Sawant (@AGSawant) November 11, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

এদিকে গতকাল BJP মহারাষ্ট্রে সরকার গঠনে অনিচ্ছা প্রকাশ করার পর আজ দ্বিতীয় সংখ্যাগরিষ্ঠ দল হিসেবে শিবসেনাকে সরকার গঠনের জন্য আমন্ত্রণ জানান রাজ্যপাল ভগৎ সিং কোশিয়ারি ৷ শিবসেনা প্রধান উদ্ধব ঠাকরে আজ NCP সুপ্রিমো শরদ পাওয়ারের সঙ্গে দেখা করতে পারেন ৷ সূত্রের খবর, আদিত্য ঠাকরে মুখ্যমন্ত্রী ও NCP-র কোনও একজন উপ-মুখ্যমন্ত্রী হওয়ার দিকে এগোচ্ছেন ৷ ইতিপূর্বে NCP-র পক্ষ থেকে জানানো হয়েছে, শিবসেনা NDA থেকে না সরে আসা পর্যন্ত কোনওরকম আলোচনায় বসতে রাজি নন তাঁরা ৷

"সেনা যদি কংগ্রেস ও NCP-র সমর্থন চায়, তাহলে BJP এবং NDA-র থেকে সমস্ত জোট ছেড়ে বেরিয়ে আসতে হবে ৷ সেনার মন্ত্রীদেরও কেন্দ্রীয় মন্ত্রিসভা ছেড়ে বেরিয়ে আসতে হবে ৷" আজ NCP নেতা নবাব মালিক একথা বলেন ৷ পাশাপাশি তিনি এও বলেন, সেনার তরফে এখনও পর্যন্ত কোনও যোগাযোগ করা হয়নি ৷

কংগ্রেস সুপ্রিমো সোনিয়া গান্ধির সঙ্গে দেখা করতে আজই দিল্লি উড়ে যাচ্ছেন শিবসেনা নেতা সঞ্জয় রাউত ৷ পাশাপাশি কংগ্রেস রাজ্য নেতৃত্বেরও আজ বিকেল 4টের সময় দিল্লিতে বৈঠক হতে চলেছে ৷

পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতিতে মহারাষ্ট্রে সরকার গঠনের দিকে এগিয়ে আছে শিবসেনাই ৷ এদিকে আজ রাজধানীতে কংগ্রেসের ওয়ার্কিং কমিটির বৈঠক বসতে চলেছে ৷ বৈঠকে আলোচনা হতে পারে মহারাষ্ট্র সরকার গঠনে কংগ্রেসের ভূমিকা নিয়েও ৷ পূর্বে শরদ পাওয়ারের সঙ্গে 10, জনপথের বৈঠকে শিবসেনাকে সমর্থন করবেন না বলেও জানিয়েছিলেন কংগ্রেস সুপ্রিমো সোনিয়া গান্ধি ৷ শেষপর্যন্ত আদর্শগতভাবে বিরোধী শিবসেনা সম্পর্কে কী সিদ্ধান্ত নেবে কংগ্রেসের ওয়ার্কিং কমিটি সেই দিকেই নজর রাখছে রাজনৈতিক মহল ৷ পাশাপাশি আজ দিল্লিতে NCP-র বিধায়কদের সঙ্গেও বৈঠকে বসতে পারে কংগ্রেস ৷

  • Congress leader Mallikarjun Kharge on Maharashtra govt formation: There's a meeting at 10 am today. We will proceed according to instruction from high command. But our original decision & decision of the people is that we should sit in opposition, that is the present position. pic.twitter.com/9Z6YLBTI7m

    — ANI (@ANI) November 11, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আজ কংগ্রেস নেতা মল্লিকার্জুন খাগড়ে বলেন, "আজ বৈঠক আছে ৷ শীর্ষ নেতৃত্বর সঙ্গে বৈঠকের পরে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে ৷ তবে মানুষ আমাদের বিরোধী আসনে বসার রায় দিয়েছে ৷ "

মুম্বই ও দিল্লি, 11 নভেম্বর : মহারাষ্ট্রে সেনা-BJP সম্পর্ক তলানিতে ৷ এরই মাঝে আজ সকালে কেন্দ্রীয় মন্ত্রিসভায় সেনার একমাত্র প্রতিনিধি অরবিন্দ সাওয়ন্ত মন্ত্রিসভা থেকে ইস্তফা ঘোষণা করলেন ৷ NDA সরকারের ভারী শিল্প ও রাষ্ট্রায়াত্ত উদ্যোগ মন্ত্রী ছিলেন তিনি ৷ রাজ্যে সেনা-BJP জোট পরিস্থিতি যখন তলানিতে, সেই মুহূর্তে দাঁড়িয়ে কেন্দ্রীয় মন্ত্রিসভা থেকে অরবিন্দ সাওয়ন্তের ইস্তফা যথেষ্টই তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল ৷

অরবিন্দ সাওয়ন্ত আজ সকালে টুইট করেন, 'শিবসেনার কথায় সত্যতা আছে ৷ এরকম পরিস্থিতিতে দিল্লিতে সরকারে কেন থাকব? এই কারণেই কেন্দ্রীয় মন্ত্রীর পদ থেকে আমি ইস্তফা দিচ্ছি ৷'

  • शिवसेनेची बाजू सत्याची आहे. अशा खोट्या वातावरणात दिल्लीतील सरकार मध्ये तरी का रहायचे?
    आणि म्हणूनच मी केंद्रीय मंत्री पदाचा राजीनामा देत आहे. या संदर्भात आज सकाळी ११.०० वा. दिल्ली येथे मी पत्रकार परिषद (Press Conference) घेणार आहे.

    — Arvind Sawant (@AGSawant) November 11, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

এদিকে গতকাল BJP মহারাষ্ট্রে সরকার গঠনে অনিচ্ছা প্রকাশ করার পর আজ দ্বিতীয় সংখ্যাগরিষ্ঠ দল হিসেবে শিবসেনাকে সরকার গঠনের জন্য আমন্ত্রণ জানান রাজ্যপাল ভগৎ সিং কোশিয়ারি ৷ শিবসেনা প্রধান উদ্ধব ঠাকরে আজ NCP সুপ্রিমো শরদ পাওয়ারের সঙ্গে দেখা করতে পারেন ৷ সূত্রের খবর, আদিত্য ঠাকরে মুখ্যমন্ত্রী ও NCP-র কোনও একজন উপ-মুখ্যমন্ত্রী হওয়ার দিকে এগোচ্ছেন ৷ ইতিপূর্বে NCP-র পক্ষ থেকে জানানো হয়েছে, শিবসেনা NDA থেকে না সরে আসা পর্যন্ত কোনওরকম আলোচনায় বসতে রাজি নন তাঁরা ৷

"সেনা যদি কংগ্রেস ও NCP-র সমর্থন চায়, তাহলে BJP এবং NDA-র থেকে সমস্ত জোট ছেড়ে বেরিয়ে আসতে হবে ৷ সেনার মন্ত্রীদেরও কেন্দ্রীয় মন্ত্রিসভা ছেড়ে বেরিয়ে আসতে হবে ৷" আজ NCP নেতা নবাব মালিক একথা বলেন ৷ পাশাপাশি তিনি এও বলেন, সেনার তরফে এখনও পর্যন্ত কোনও যোগাযোগ করা হয়নি ৷

কংগ্রেস সুপ্রিমো সোনিয়া গান্ধির সঙ্গে দেখা করতে আজই দিল্লি উড়ে যাচ্ছেন শিবসেনা নেতা সঞ্জয় রাউত ৷ পাশাপাশি কংগ্রেস রাজ্য নেতৃত্বেরও আজ বিকেল 4টের সময় দিল্লিতে বৈঠক হতে চলেছে ৷

পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতিতে মহারাষ্ট্রে সরকার গঠনের দিকে এগিয়ে আছে শিবসেনাই ৷ এদিকে আজ রাজধানীতে কংগ্রেসের ওয়ার্কিং কমিটির বৈঠক বসতে চলেছে ৷ বৈঠকে আলোচনা হতে পারে মহারাষ্ট্র সরকার গঠনে কংগ্রেসের ভূমিকা নিয়েও ৷ পূর্বে শরদ পাওয়ারের সঙ্গে 10, জনপথের বৈঠকে শিবসেনাকে সমর্থন করবেন না বলেও জানিয়েছিলেন কংগ্রেস সুপ্রিমো সোনিয়া গান্ধি ৷ শেষপর্যন্ত আদর্শগতভাবে বিরোধী শিবসেনা সম্পর্কে কী সিদ্ধান্ত নেবে কংগ্রেসের ওয়ার্কিং কমিটি সেই দিকেই নজর রাখছে রাজনৈতিক মহল ৷ পাশাপাশি আজ দিল্লিতে NCP-র বিধায়কদের সঙ্গেও বৈঠকে বসতে পারে কংগ্রেস ৷

  • Congress leader Mallikarjun Kharge on Maharashtra govt formation: There's a meeting at 10 am today. We will proceed according to instruction from high command. But our original decision & decision of the people is that we should sit in opposition, that is the present position. pic.twitter.com/9Z6YLBTI7m

    — ANI (@ANI) November 11, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আজ কংগ্রেস নেতা মল্লিকার্জুন খাগড়ে বলেন, "আজ বৈঠক আছে ৷ শীর্ষ নেতৃত্বর সঙ্গে বৈঠকের পরে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে ৷ তবে মানুষ আমাদের বিরোধী আসনে বসার রায় দিয়েছে ৷ "


Bhubaneswar (Odisha), Nov 11 (ANI): Beauty pageant Odisha Queen 2019 was organised in Bhubaneshwar. Participants walked down the ramp looking gorgeous. Acharya became Odisha Queen-2019 while Soumya Sahu was the first runner-up. 21 girls were selected from the state for the contest. Zareen Khan was the chief guest at the event and crowned the winner.
Last Updated : Nov 11, 2019, 12:51 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.