দিল্লি, 11 নভেম্বর : দিল্লিতে এবছর মশা বাহিত রোগের কারণে কোনও মৃত্যুর ঘটনা ঘটেনি ৷ প্রায় 1100 জন ডেঙ্গিতে আক্রান্ত হলেও কেউ মারা যাননি বলে রবিবার জানালেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল ৷
টুইটারে একটি ভিডিয়ো মেসেজ পোস্ট করেন অরবিন্দ ৷ সেখানে তিনি বলেন, "2015 সালে প্রায় 15 হাজার ডেঙ্গিতে আক্রান্ত হয়েছিল এবং 60 জন মারা গিয়েছিল ৷ কিন্তু এবছর ডেঙ্গিতে আক্রান্তের সংখ্যা 1100 তে নেমে এসেছে এবং আক্রান্তরা কেউ মারা যাননি ৷ এটা আমাদের কাছে একটা সাফল্য ৷"
1 সেপ্টেম্বর অরবিন্দ কেজরিওয়াল একটি ক্যাম্পেন শুরু করেছিলেন ৷ যার নাম 'দশ হাফতে, দশ বজে, দশ মিনিট' ৷ তাঁর এই প্রচার অনুসরণ করায় দিল্লিবাসীর প্রশংসা করেন তিনি ৷
"ডেঙ্গির বিরুদ্ধে যুদ্ধ জয়ের জন্য" দিল্লিবাসীকে অভিনন্দন জানিয়ে তিনি বলেন, "আমি দিল্লির জন্য গর্বিত ৷ ডেঙ্গিতে শতাধিক দেশ আক্রান্ত ৷ কেউ ডেঙ্গি নিরাময়ের বিষয়টি বুঝতে পারেনি ৷ তবে, দিল্লি ডেঙ্গি নিরাময়ের পথ দেখিয়েছে ৷"
ভিডিয়োতে তিনি আরও বলেন, "দিল্লিবাসীকে আমি অভিনন্দন জানাতে চাই ৷ 10 সপ্তাহ আগে ডেঙ্গির বিরুদ্ধে যুদ্ধের জন্য প্রচার শুরু করেছি ৷ আমাদের বাড়িগুলি পরিদর্শনের জন্য এই ক্যাম্পনের শেষ রবিবার এটি ৷ আমরা ডেঙ্গির বিরুদ্ধে যুদ্ধে জিতেছি ৷"
-
आज #10Hafte10Baje10Minute अभियान का आखिरी रविवार है
— Arvind Kejriwal (@ArvindKejriwal) November 10, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data="
2015 - 15,000 केस और 60 मौतें हुई थी
2019 - 1,000 केस और एक भी जान नहीं गई
जिस समय दुनिया में कई देश डेंगू से जूझ रहे हैं, आज दिल्ली ने डेंगू का एक इलाज दुनिया के सामने पेश किया है।
I am proud of you, Delhi. Thank you! pic.twitter.com/6Gp1nc0fiU
">आज #10Hafte10Baje10Minute अभियान का आखिरी रविवार है
— Arvind Kejriwal (@ArvindKejriwal) November 10, 2019
2015 - 15,000 केस और 60 मौतें हुई थी
2019 - 1,000 केस और एक भी जान नहीं गई
जिस समय दुनिया में कई देश डेंगू से जूझ रहे हैं, आज दिल्ली ने डेंगू का एक इलाज दुनिया के सामने पेश किया है।
I am proud of you, Delhi. Thank you! pic.twitter.com/6Gp1nc0fiUआज #10Hafte10Baje10Minute अभियान का आखिरी रविवार है
— Arvind Kejriwal (@ArvindKejriwal) November 10, 2019
2015 - 15,000 केस और 60 मौतें हुई थी
2019 - 1,000 केस और एक भी जान नहीं गई
जिस समय दुनिया में कई देश डेंगू से जूझ रहे हैं, आज दिल्ली ने डेंगू का एक इलाज दुनिया के सामने पेश किया है।
I am proud of you, Delhi. Thank you! pic.twitter.com/6Gp1nc0fiU
তিনি জানান, গত সপ্তাহ পর্যন্ত এই রোগের 1100-রও কম রিপোর্ট হয়েছে এবং এই রোগের কারণে কোনও মৃত্যুর ঘটনা ঘটেনি ৷
তিনি বলেন, "দিল্লিবাসীরা একটি বিশাল কাজে অংশ নিয়েছিল ৷ এমনকি, তারকারা, চলচ্চিত্র ব্যক্তিত্ব, ক্রিড়াবিদ, সাংবাদিক ও সাধারণ মানুষ আমাদের আশীর্বাদ করেছিলেন ও শুভেচ্ছা জানিয়েছিলেন ৷ বাইরে থেকেও বহু মানুষ শুভেচ্ছা পাঠিয়েছিলেন ৷ আমাদের সাফল্য কামনা করেছিলেন ৷"