দিল্লি, 24 অগাস্ট : রবিবার বিকেলে দিল্লির নিগমবোধ ঘাটে শেষকৃত্য হবে প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী অরুণ জেটলির । শনিবার দুপুরে দিল্লির AIIMS-এ তিনি প্রয়াত হন । BJP-র তরফে জানানো হয়েছে, রবিবার সকাল 10টা পর্যন্ত জেটলির মরদেহ রাখা থাকবে তাঁর বাড়িতে । শনিবার AIIMS থেকে বাড়িতে দেহ নিয়ে যাওয়া হয় । সেখানে তাঁকে শ্রদ্ধা জানান বিভিন্ন রাজনৈতিক দলের নেতানেত্রী । রবিবার সকাল 10টার পর জেটলির মরদেহ BJP-র সদর দপ্তরে নিয়ে আসা হবে । সেখানে বিভিন্ন রাজনৈতিক দলের নেতা ও অনুগামীরা প্রয়াত নেতাকে শেষশ্রদ্ধা নিবেদন করবেন । দুপুর 2টোর সময় দেহ শেষকৃত্যের জন্য নিগমবোধ ঘাটে নিয়ে আসা হবে । বিকেল 4টে নাগাদ শেষকৃত্য শুরু হবে ।
দীর্ঘদিন ধরেই কিডনির অসুখে ভুগছিলেন অরুণ জেটলি । পরে কিডনি প্রতিস্থাপন হয় তাঁর । সঙ্গে ছিল ডায়াবিটিসের সমস্যাও । অসুস্থতার জেরে লোকসভা ভোটের আগে ফেব্রুয়ারিতে অন্তর্বর্তী বাজেটও পেশ করতে পারেননি তিনি । তাঁর জায়গায় বাজেট পেশ করেন পীযূষ গোয়েল । 9 অগাস্ট শ্বাসকষ্টজনিত সমস্যা শুরু হওয়ায় তাঁকে দিল্লির AIIMS-এ ভরতি করা হয় ৷
হাসপাতালে তাঁকে দেখতে যান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সহ কেন্দ্রীয় মন্ত্রিসভার একাধিক সদস্য ৷ আসেন লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা ৷ প্রাক্তন মন্ত্রীর শারীরিক অবস্থার খোঁজ নেন অন্য রাজনৈতিক দলের নেতারাও৷ অত্যন্ত সংকটজনক অবস্থায় বেশ কয়েকদিন ভেন্টিলেশনে কাটানোর পর আজ দুপুরে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি ।
অরুণ জেটলির মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি প্রমুখ ।