ETV Bharat / bharat

রবিবার বিকেলে দিল্লির নিগমবোধ ঘাটে শেষকৃত্য অরুণ জেটলির - অরুণ জেটলি

আজ রবিবার বিকেলে দিল্লির নিগমবোধ ঘাটে শেষকৃত্য হবে প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী অরুণ জেটলির । গতকাল দুপুরে দিল্লির AIIMS-এ তিনি প্রয়াত হন । BJP-র তরফে জানানো হয়েছে, আজ সকাল 10টা পর্যন্ত জেটলির মরদেহ রাখা থাকবে তাঁর বাড়িতে । গতকাল AIIMS থেকে বাড়িতে দেহ নিয়ে যাওয়া হয় । সেখানে তাঁকে শ্রদ্ধা জানান বিভিন্ন রাজনৈতিক দলের নেতানেত্রী । আজ 10টার পর জেটলির মরদেহ BJP-র সদর দপ্তরে নিয়ে আসা হবে । সেখানে বিভিন্ন রাজনৈতিক দলের নেতা ও অনুগামীরা প্রয়াত নেতাকে শেষশ্রদ্ধা নিবেদন করবেন । দুপুর 2টোর সময় দেহ শেষকৃত্যের জন্য নিগমবোধ ঘাটে নিয়ে আসা হবে । বিকেল 4টে নাগাদ শেষকৃত্য শুরু হবে ।

অরুণ জেটলি
author img

By

Published : Aug 24, 2019, 7:59 PM IST

Updated : Aug 25, 2019, 6:35 AM IST

দিল্লি, 24 অগাস্ট : রবিবার বিকেলে দিল্লির নিগমবোধ ঘাটে শেষকৃত্য হবে প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী অরুণ জেটলির । শনিবার দুপুরে দিল্লির AIIMS-এ তিনি প্রয়াত হন । BJP-র তরফে জানানো হয়েছে, রবিবার সকাল 10টা পর্যন্ত জেটলির মরদেহ রাখা থাকবে তাঁর বাড়িতে । শনিবার AIIMS থেকে বাড়িতে দেহ নিয়ে যাওয়া হয় । সেখানে তাঁকে শ্রদ্ধা জানান বিভিন্ন রাজনৈতিক দলের নেতানেত্রী । রবিবার সকাল 10টার পর জেটলির মরদেহ BJP-র সদর দপ্তরে নিয়ে আসা হবে । সেখানে বিভিন্ন রাজনৈতিক দলের নেতা ও অনুগামীরা প্রয়াত নেতাকে শেষশ্রদ্ধা নিবেদন করবেন । দুপুর 2টোর সময় দেহ শেষকৃত্যের জন্য নিগমবোধ ঘাটে নিয়ে আসা হবে । বিকেল 4টে নাগাদ শেষকৃত্য শুরু হবে ।

দীর্ঘদিন ধরেই কিডনির অসুখে ভুগছিলেন অরুণ জেটলি । পরে কিডনি প্রতিস্থাপন হয় তাঁর । সঙ্গে ছিল ডায়াবিটিসের সমস্যাও । অসুস্থতার জেরে লোকসভা ভোটের আগে ফেব্রুয়ারিতে অন্তর্বর্তী বাজেটও পেশ করতে পারেননি তিনি । তাঁর জায়গায় বাজেট পেশ করেন পীযূষ গোয়েল । 9 অগাস্ট শ্বাসকষ্টজনিত সমস্যা শুরু হওয়ায় তাঁকে দিল্লির AIIMS-এ ভরতি করা হয় ৷

হাসপাতালে তাঁকে দেখতে যান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সহ কেন্দ্রীয় মন্ত্রিসভার একাধিক সদস্য ৷ আসেন লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা ৷ প্রাক্তন মন্ত্রীর শারীরিক অবস্থার খোঁজ নেন অন্য রাজনৈতিক দলের নেতারাও৷ অত্যন্ত সংকটজনক অবস্থায় বেশ কয়েকদিন ভেন্টিলেশনে কাটানোর পর আজ দুপুরে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি ।

অরুণ জেটলির মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি প্রমুখ ।

দিল্লি, 24 অগাস্ট : রবিবার বিকেলে দিল্লির নিগমবোধ ঘাটে শেষকৃত্য হবে প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী অরুণ জেটলির । শনিবার দুপুরে দিল্লির AIIMS-এ তিনি প্রয়াত হন । BJP-র তরফে জানানো হয়েছে, রবিবার সকাল 10টা পর্যন্ত জেটলির মরদেহ রাখা থাকবে তাঁর বাড়িতে । শনিবার AIIMS থেকে বাড়িতে দেহ নিয়ে যাওয়া হয় । সেখানে তাঁকে শ্রদ্ধা জানান বিভিন্ন রাজনৈতিক দলের নেতানেত্রী । রবিবার সকাল 10টার পর জেটলির মরদেহ BJP-র সদর দপ্তরে নিয়ে আসা হবে । সেখানে বিভিন্ন রাজনৈতিক দলের নেতা ও অনুগামীরা প্রয়াত নেতাকে শেষশ্রদ্ধা নিবেদন করবেন । দুপুর 2টোর সময় দেহ শেষকৃত্যের জন্য নিগমবোধ ঘাটে নিয়ে আসা হবে । বিকেল 4টে নাগাদ শেষকৃত্য শুরু হবে ।

দীর্ঘদিন ধরেই কিডনির অসুখে ভুগছিলেন অরুণ জেটলি । পরে কিডনি প্রতিস্থাপন হয় তাঁর । সঙ্গে ছিল ডায়াবিটিসের সমস্যাও । অসুস্থতার জেরে লোকসভা ভোটের আগে ফেব্রুয়ারিতে অন্তর্বর্তী বাজেটও পেশ করতে পারেননি তিনি । তাঁর জায়গায় বাজেট পেশ করেন পীযূষ গোয়েল । 9 অগাস্ট শ্বাসকষ্টজনিত সমস্যা শুরু হওয়ায় তাঁকে দিল্লির AIIMS-এ ভরতি করা হয় ৷

হাসপাতালে তাঁকে দেখতে যান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সহ কেন্দ্রীয় মন্ত্রিসভার একাধিক সদস্য ৷ আসেন লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা ৷ প্রাক্তন মন্ত্রীর শারীরিক অবস্থার খোঁজ নেন অন্য রাজনৈতিক দলের নেতারাও৷ অত্যন্ত সংকটজনক অবস্থায় বেশ কয়েকদিন ভেন্টিলেশনে কাটানোর পর আজ দুপুরে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি ।

অরুণ জেটলির মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি প্রমুখ ।


New Delhi, Aug 24 (ANI): Bharatiya Janata Party (BJP) working president JP Nadda mourned sudden demise of former finance minister Arun Jaitely. Nadda said, "Whole country is mourning the demise of Arun Jaitely. We all know that his behaviour was calm and composed. He always posed as a 'sankatmochan' whenever the party (BJP) faced and trouble or crisis. He always worked for the nation. It is due to his soft nature that he has numerous friends in different political parties who are mournful today." He further said, "We are here in AIIMS and will take his body to his residence, Kailash Colony. His body will be taken for 'Antim Darshan' to BJP office at 10 am tomorrow."
Last Updated : Aug 25, 2019, 6:35 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.