শ্রীনগর, 17 মে : আজ সকালে জম্মু-কাশ্মীরের ডোডা জেলায় নিরাপত্তা বাহিনী ও জঙ্গীদের মধ্যে গুলির লড়াই শুরু হয় । এই সংঘর্ষে এক জওয়ান শহিদ হয়েছেন বলে খবর ।
IGP (জম্মু) মুকেশ সিং বলেন, এই লড়াইয়ে একজন জঙ্গীর মৃত্যু হয়েছে । মৃত জঙ্গি হিজ়বুল মুজাহিদিনের সদস্য । গুলিতে আরও এক জঙ্গি আহত হয়েছে বলে পুলিশ সূত্রে খবর ।
সূত্রের খবর, আকাফ নামে এক জঙ্গিকে জওয়ানরা শনাক্ত করতে পেরেছেন ।পুলিশের মুখপাত্র SSP মনোজ শিরি বলেন, "গোপন সূত্রে খবর পেয়ে গতরাতে ডোডা জেলায় অভিযান চালানো হয় । আজ সকালে সেখানে এনকাউন্টার শুরু হয়েছে ।"
-
On a Specific Police input an operation launched late last night in #Doda District. Encounter started just now.
— J&K Police (@JmuKmrPolice) May 17, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data="
">On a Specific Police input an operation launched late last night in #Doda District. Encounter started just now.
— J&K Police (@JmuKmrPolice) May 17, 2020On a Specific Police input an operation launched late last night in #Doda District. Encounter started just now.
— J&K Police (@JmuKmrPolice) May 17, 2020
কোরোনা সংক্রমণের মাঝেও জম্মু-কাশ্মীরে সক্রিয় জঙ্গিরা । 15 জানুয়ারি হিজ়বুল মুজাহিদিনের কমান্ডার হারুন আব্বাস ওয়ানিকে খতম করেন জওয়ানরা । তার সঙ্গে আকাফের যোগাযোগ ছিল বলে জানা গেছে ।
এই মাসের শুরুতেই দুই হিজ়বুল মুজাহিদিন জঙ্গিকে ডোডা জেলা থেকেই অস্ত্র সহ গ্রেপ্তার করা হয় ।