শ্রীনগর, ৪ সেপ্টেম্বর : জম্মু ও কাশ্মীরের বারামুলা জেলায় জঙ্গিদের সঙ্গে গুলির লড়াইয়ে আহত হলেন এক সেনা আধিকারিক । জঙ্গিদের উপস্থিতির খবর পেয়ে বারামুলার ইয়েড়িপোরায় তল্লাশি অভিযান চালায় নিরাপত্তাবাহিনী । সেই সময় জঙ্গিদের সঙ্গে গুলির লড়াই শুরু হয় তাদের ।
পুলিশের এক আধিকারিক বলেন, তল্লাশি অভিযানের সময় নিরাপত্তাবাহিনীর জওয়ানদের উপর গুলি চালাতে শুরু করে জঙ্গিরা । পালটা গুলি চালান জওয়ানরাও । গুলির লড়াই চলার সময় এক সেনা আধিকারিক আহত হন । তাঁকে 92 বেস হাসপাতালে পাঠানো হয়েছে ।
এর আগে 30 অগাস্ট বারামুলা জেলার রামপুর সেক্টরে সন্দেহজনক ব্যক্তিদের ঘোরাফেরা করতে দেখা যায় । নিয়ন্ত্রণরেখার পাশে গ্রামে সন্দেহজনক ব্যক্তিদের উপস্থিতির খবর পেয়েই নজরদারি শুরু করে সেনা । এরপর 31 অগাস্ট বারামুলাতেই তল্লাশি চালিয়ে প্রচুর অস্ত্র উদ্ধার করা হয় ।