দিল্লি, 18 সেপ্টেম্বর : ফের অনুপ্রবেশের চেষ্টা ব্যর্থ করল ভারতীয় সেনা । নিকেশ করা হয় অনুপ্রবেশকারীদের । আজ এই সংক্রান্ত একটি ভিডিয়ো ছাড়া হয়েছে । সেখানে দেখা যাচ্ছে, বর্ডার অ্যাকশন টিম (BAT)-র কয়েকজন সদস্য অনুপ্রবেশের চেষ্টায় মগ্ন । তাদের লক্ষ্য করে গ্রেনেড ছুড়ছেন জওয়ানরা ।
সেনা সূত্রে জানা গেছে, 12 ও 13 সেপ্টেম্বর রাতে হাজিপুর এলাকা দিয়ে অনুপ্রবেশের চেষ্টা হয়েছিল । যা সহজেই রুখে দেয় ভারতীয় সেনা । প্রসঙ্গত, অগাস্ট থেকে সেপ্টেম্বরের মধ্যে 15 বার অনুপ্রবেশের চেষ্টা করল পাকিস্তান । বারবার তারা ব্যর্থ হয়েছে ।
-
#WATCH Army sources: Infiltration or attempted BAT(Border Action Team) action by Pakistan on 12-13 Sept 2019, was seen&eliminated. In video, Indian troops can be seen launching grenades at Pak's SSG(Special Service Group) commandos/terrorists using Under Barrel Grenade Launchers. pic.twitter.com/KOnYJPWyV8
— ANI (@ANI) September 18, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data="
">#WATCH Army sources: Infiltration or attempted BAT(Border Action Team) action by Pakistan on 12-13 Sept 2019, was seen&eliminated. In video, Indian troops can be seen launching grenades at Pak's SSG(Special Service Group) commandos/terrorists using Under Barrel Grenade Launchers. pic.twitter.com/KOnYJPWyV8
— ANI (@ANI) September 18, 2019#WATCH Army sources: Infiltration or attempted BAT(Border Action Team) action by Pakistan on 12-13 Sept 2019, was seen&eliminated. In video, Indian troops can be seen launching grenades at Pak's SSG(Special Service Group) commandos/terrorists using Under Barrel Grenade Launchers. pic.twitter.com/KOnYJPWyV8
— ANI (@ANI) September 18, 2019
সম্প্রতি, ভারতীয় সেনা একটি ভিডিয়ো প্রকাশ করে । যেখানে দেখা গেছে, অস্ত্র ছেড়ে সাদা পতাকা হাতে সহকর্মীর দেহ নিতে আসছে পাকিস্তানের এক জওয়ান । মনে করা হয়েছিল, এরপর হয়তো হিংসার পথ থেকে সরে আসবে পাকিস্তান ! কোথায় কী ?
370 ধারা প্রত্যাহারের পর থেকে দিল্লি ও ইসলামাবাদের সম্পর্ক একেবারে তলানিতে ঠেকে । পাকিস্তান, চিনের সাহায্য নিয়ে আন্তর্জাতিকমহলে ভারতের বিরুদ্ধে আক্রমণ শানাতে চেয়েছিল । কিন্তু, বিদেশমন্ত্রকের চোখ রাঙানিকে ভয় পেয়ে যায় গোটা বিশ্ব । দিল্লি পরিষ্কার জানায়, কাশ্মীর অভ্যন্তরীণ বিষয় । কারোর নাক গলানো মেনে নেবে না । ভারতের সুরে সুর মেলায় অ্যামেরিকা, রাশিয়া, ফ্রান্স, ইজ়রায়েল-সহ একাধিক শক্তিধর দেশ । এরপর থেকেই পাকিস্তান অন্য পন্থা নেয় । চেষ্টা করে সন্ত্রাসবাদের মাধ্যমে কাশ্মীরে অশান্তি ছড়ানোর । যদিও বারবার তাদের চেষ্টা ব্যর্থ হয়েছে ।