ETV Bharat / bharat

গ্রেনেড ছুড়ে পাকিস্তানিদের অনুপ্রবেশ রুখল ভারতীয় সেনা - র্ডার অ্যাকশন টিম (BAT)-র কয়েকজন সদস্য অনুপ্রবেশের চেষ্টায় মগ্ন

সেনা সূত্রে জানা গেছে, 12 ও 13 সেপ্টেম্বর রাতে হাজিপুর এলাকা দিয়ে অনুপ্রবেশের চেষ্টা হয়েছিল । যা সহজেই রুখে দেয় ভারতীয় সেনা । প্রসঙ্গত, অগাস্ট থেকে সেপ্টেম্বরের মধ্যে 15 বার অনুপ্রবেশের চেষ্টা করল পাকিস্তান । বারবার তারা ব্যর্থ হয়েছে ।

ফাইল ফোটো
author img

By

Published : Sep 18, 2019, 11:32 AM IST

Updated : Sep 19, 2019, 8:09 AM IST

দিল্লি, 18 সেপ্টেম্বর : ফের অনুপ্রবেশের চেষ্টা ব্যর্থ করল ভারতীয় সেনা । নিকেশ করা হয় অনুপ্রবেশকারীদের । আজ এই সংক্রান্ত একটি ভিডিয়ো ছাড়া হয়েছে । সেখানে দেখা যাচ্ছে, বর্ডার অ্যাকশন টিম (BAT)-র কয়েকজন সদস্য অনুপ্রবেশের চেষ্টায় মগ্ন । তাদের লক্ষ্য করে গ্রেনেড ছুড়ছেন জওয়ানরা ।

সেনা সূত্রে জানা গেছে, 12 ও 13 সেপ্টেম্বর রাতে হাজিপুর এলাকা দিয়ে অনুপ্রবেশের চেষ্টা হয়েছিল । যা সহজেই রুখে দেয় ভারতীয় সেনা । প্রসঙ্গত, অগাস্ট থেকে সেপ্টেম্বরের মধ্যে 15 বার অনুপ্রবেশের চেষ্টা করল পাকিস্তান । বারবার তারা ব্যর্থ হয়েছে ।

  • #WATCH Army sources: Infiltration or attempted BAT(Border Action Team) action by Pakistan on 12-13 Sept 2019, was seen&eliminated. In video, Indian troops can be seen launching grenades at Pak's SSG(Special Service Group) commandos/terrorists using Under Barrel Grenade Launchers. pic.twitter.com/KOnYJPWyV8

    — ANI (@ANI) September 18, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

সম্প্রতি, ভারতীয় সেনা একটি ভিডিয়ো প্রকাশ করে । যেখানে দেখা গেছে, অস্ত্র ছেড়ে সাদা পতাকা হাতে সহকর্মীর দেহ নিতে আসছে পাকিস্তানের এক জওয়ান । মনে করা হয়েছিল, এরপর হয়তো হিংসার পথ থেকে সরে আসবে পাকিস্তান ! কোথায় কী ?

370 ধারা প্রত্যাহারের পর থেকে দিল্লি ও ইসলামাবাদের সম্পর্ক একেবারে তলানিতে ঠেকে । পাকিস্তান, চিনের সাহায্য নিয়ে আন্তর্জাতিকমহলে ভারতের বিরুদ্ধে আক্রমণ শানাতে চেয়েছিল । কিন্তু, বিদেশমন্ত্রকের চোখ রাঙানিকে ভয় পেয়ে যায় গোটা বিশ্ব । দিল্লি পরিষ্কার জানায়, কাশ্মীর অভ্যন্তরীণ বিষয় । কারোর নাক গলানো মেনে নেবে না । ভারতের সুরে সুর মেলায় অ্যামেরিকা, রাশিয়া, ফ্রান্স, ইজ়রায়েল-সহ একাধিক শক্তিধর দেশ । এরপর থেকেই পাকিস্তান অন্য পন্থা নেয় । চেষ্টা করে সন্ত্রাসবাদের মাধ্যমে কাশ্মীরে অশান্তি ছড়ানোর । যদিও বারবার তাদের চেষ্টা ব্যর্থ হয়েছে ।

দিল্লি, 18 সেপ্টেম্বর : ফের অনুপ্রবেশের চেষ্টা ব্যর্থ করল ভারতীয় সেনা । নিকেশ করা হয় অনুপ্রবেশকারীদের । আজ এই সংক্রান্ত একটি ভিডিয়ো ছাড়া হয়েছে । সেখানে দেখা যাচ্ছে, বর্ডার অ্যাকশন টিম (BAT)-র কয়েকজন সদস্য অনুপ্রবেশের চেষ্টায় মগ্ন । তাদের লক্ষ্য করে গ্রেনেড ছুড়ছেন জওয়ানরা ।

সেনা সূত্রে জানা গেছে, 12 ও 13 সেপ্টেম্বর রাতে হাজিপুর এলাকা দিয়ে অনুপ্রবেশের চেষ্টা হয়েছিল । যা সহজেই রুখে দেয় ভারতীয় সেনা । প্রসঙ্গত, অগাস্ট থেকে সেপ্টেম্বরের মধ্যে 15 বার অনুপ্রবেশের চেষ্টা করল পাকিস্তান । বারবার তারা ব্যর্থ হয়েছে ।

  • #WATCH Army sources: Infiltration or attempted BAT(Border Action Team) action by Pakistan on 12-13 Sept 2019, was seen&eliminated. In video, Indian troops can be seen launching grenades at Pak's SSG(Special Service Group) commandos/terrorists using Under Barrel Grenade Launchers. pic.twitter.com/KOnYJPWyV8

    — ANI (@ANI) September 18, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

সম্প্রতি, ভারতীয় সেনা একটি ভিডিয়ো প্রকাশ করে । যেখানে দেখা গেছে, অস্ত্র ছেড়ে সাদা পতাকা হাতে সহকর্মীর দেহ নিতে আসছে পাকিস্তানের এক জওয়ান । মনে করা হয়েছিল, এরপর হয়তো হিংসার পথ থেকে সরে আসবে পাকিস্তান ! কোথায় কী ?

370 ধারা প্রত্যাহারের পর থেকে দিল্লি ও ইসলামাবাদের সম্পর্ক একেবারে তলানিতে ঠেকে । পাকিস্তান, চিনের সাহায্য নিয়ে আন্তর্জাতিকমহলে ভারতের বিরুদ্ধে আক্রমণ শানাতে চেয়েছিল । কিন্তু, বিদেশমন্ত্রকের চোখ রাঙানিকে ভয় পেয়ে যায় গোটা বিশ্ব । দিল্লি পরিষ্কার জানায়, কাশ্মীর অভ্যন্তরীণ বিষয় । কারোর নাক গলানো মেনে নেবে না । ভারতের সুরে সুর মেলায় অ্যামেরিকা, রাশিয়া, ফ্রান্স, ইজ়রায়েল-সহ একাধিক শক্তিধর দেশ । এরপর থেকেই পাকিস্তান অন্য পন্থা নেয় । চেষ্টা করে সন্ত্রাসবাদের মাধ্যমে কাশ্মীরে অশান্তি ছড়ানোর । যদিও বারবার তাদের চেষ্টা ব্যর্থ হয়েছে ।

Gorakhpur (Uttar Pradesh), Sep 18 (ANI): Uttar Pradesh Chief Minister Yogi Adityanath held Janta Darbar in Gorakhpur on September 18. The Janta Darbar was held at Gorakhnath Temple. It is conducted to address the grievances of the people.
Last Updated : Sep 19, 2019, 8:09 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.