ETV Bharat / bharat

সীমান্ত থেকে সেনা সরাচ্ছে চিন ? রাজনাথকে সংক্ষিপ্ত বিবরণ সেনাপ্রধানের - 20জন ভারতীয় জওয়ান শহিদ

দুইদিন পূর্ব লাদাখের পরিস্থিতি পর্যবেক্ষণ করেন সেনাপ্রধান নরবনে । আজ প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংকে ভারতীয় সেনাপ্রধান নরবনে লাদাখ পরিস্থিতির সংক্ষিপ্ত বিবরণ দেন ।

rajnath
rajnath
author img

By

Published : Jun 27, 2020, 2:47 AM IST

দিল্লি, 26জুন : প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে বৈঠকভারতীয় সেনাপ্রধান মনোজ মুকুন্দ নরবনের । রাজনাথ সিংকে লাদাখের বর্তমান পরিস্থিতিরসংক্ষিপ্ত বিবরণ দিলেন সেনাপ্রধান । পূর্ব লাদাখের পরিস্থিতি দুইদিন পরিদর্শন করেনতিনি । সেখানে প্রকৃত নিয়ন্ত্রণ রেখায় সেনার অবস্থান এবং প্রস্তুতি পর্যবেক্ষণকরেন ।

পূর্বলাদাখে প্রকৃত নিয়ন্ত্রণ রেখায় চিনের তরফে তাদের কিছু সেনাকে সরানো হয়েছে । একটিসংবাদ সংস্থায় প্রকাশিত সংবাদ অনুযায়ী, “22 জুন চিনের তরফে নিশ্চিত করা হয় যেতারা সম্মুখবর্তী অঞ্চল থেকে গভীর অঞ্চলে তাদের সেনা সরিয়ে নিয়ে যাবে । সেইঅনুযায়ী, গালওয়ানউপত্যকায় কিছু সেনা এবং যুদ্ধযানকে পিছনে সরানো হয়েছে ।

গালওয়ানউপত্যকায় ভারত-চিন হিংসাত্মক সংঘর্ষের পরেই দুই দেশ তৎপর হয় । এইরকম ঘটনারপুনরাবৃত্তি যাতে না হয়, তানিশ্চিত করতে দুই তরফেই পদক্ষেপ করা হয় । 15 জুনের সংঘর্ষের পর চিন এবং ভারতেরসামরিক স্তরের বৈঠক হয় । দুই পক্ষেরই যুদ্ধবিরতিতে সম্মতি ছিল ।

15 জুন গালওয়ান উপত্যকায় চিন-ভারত সেনায় সংঘর্ষ হয় । 20 জন ভারতীয় জওয়ান শহিদ হন । চিনেরতরফেও প্রায় 43 জন সেনা নিহত এবং গুরুতর আহত হন ।

দিল্লি, 26জুন : প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে বৈঠকভারতীয় সেনাপ্রধান মনোজ মুকুন্দ নরবনের । রাজনাথ সিংকে লাদাখের বর্তমান পরিস্থিতিরসংক্ষিপ্ত বিবরণ দিলেন সেনাপ্রধান । পূর্ব লাদাখের পরিস্থিতি দুইদিন পরিদর্শন করেনতিনি । সেখানে প্রকৃত নিয়ন্ত্রণ রেখায় সেনার অবস্থান এবং প্রস্তুতি পর্যবেক্ষণকরেন ।

পূর্বলাদাখে প্রকৃত নিয়ন্ত্রণ রেখায় চিনের তরফে তাদের কিছু সেনাকে সরানো হয়েছে । একটিসংবাদ সংস্থায় প্রকাশিত সংবাদ অনুযায়ী, “22 জুন চিনের তরফে নিশ্চিত করা হয় যেতারা সম্মুখবর্তী অঞ্চল থেকে গভীর অঞ্চলে তাদের সেনা সরিয়ে নিয়ে যাবে । সেইঅনুযায়ী, গালওয়ানউপত্যকায় কিছু সেনা এবং যুদ্ধযানকে পিছনে সরানো হয়েছে ।

গালওয়ানউপত্যকায় ভারত-চিন হিংসাত্মক সংঘর্ষের পরেই দুই দেশ তৎপর হয় । এইরকম ঘটনারপুনরাবৃত্তি যাতে না হয়, তানিশ্চিত করতে দুই তরফেই পদক্ষেপ করা হয় । 15 জুনের সংঘর্ষের পর চিন এবং ভারতেরসামরিক স্তরের বৈঠক হয় । দুই পক্ষেরই যুদ্ধবিরতিতে সম্মতি ছিল ।

15 জুন গালওয়ান উপত্যকায় চিন-ভারত সেনায় সংঘর্ষ হয় । 20 জন ভারতীয় জওয়ান শহিদ হন । চিনেরতরফেও প্রায় 43 জন সেনা নিহত এবং গুরুতর আহত হন ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.