ETV Bharat / bharat

LAC-তে নিয়ম পরিবর্তন সেনার, দরকারে আগ্নেয়াস্ত্র ব্যবহার - ladakh issue

সেনার তরফে জানানো হয়েছে, LAC -তে কোনও অস্থির পরিস্থিতি তৈরি হলে, প্রয়োজনে আগ্নেয়াস্ত্র ব্যবহার করতে পারবেন সেনা জওয়ানরা ।

ছবি
ছবি
author img

By

Published : Jun 21, 2020, 6:27 PM IST

Updated : Jun 21, 2020, 6:40 PM IST

দিল্লি, 21 জুন : লাদাখের গালওয়ানে ভারত-চিন সংঘর্ষে 20 জন সেনা জওয়ান শহিদ হওয়ার পর থেকেই একাধিক প্রশ্ন উঠতে শুরু করে । বিরোধীরা 1996 ও 2005 সালের চুক্তিকেও কটাক্ষ করতে ছাড়েনি । এই পরিস্থিতিতে আজ লাদাখের প্রকৃত নিয়ন্ত্রণ রেখায় (LAC) সেনা মোতায়েনের নিয়মে পরিবর্তন করা হল । এবার থেকে প্রয়োজনীয় পরিস্থিতিতে আগ্নেয়াস্ত্র ব্যবহার করতে পারবেন সেনা জওয়ানরা ।

আজ সেনার তরফে জানানো হয়েছে, LAC -তে যদি সেইরকম কোনও অস্থির পরিস্থিতি তৈরি হয়, তাহলে জওয়ানদের আগ্নেয়াস্ত্র ব্যবহারের নির্দেশ দিতে পারেন ফিল্ড কমান্ডাররা ।

মে মাসের শুরু থেকেই লাদাখ সীমান্তে ভারত-চিনের ক্রমবর্ধমান উত্তেজনাকে প্রশমিত করতে বারবার সেনা পর্যায়ে বৈঠক হয়েছে। কূটনৈতিক স্তরে আলোচনা হয়েছে । দুই দেশের বিদেশ মন্ত্রকও শান্তিপূর্ণভাবে সমাধানের আশ্বাস দিয়েছেন । কিন্তু এসবের মাঝেই 15 জুন গালওয়ান উপত্যকায় 14 নম্বর পেট্রলিং পয়েন্টে ভারত-চিন সেনার সংঘর্ষ বেধে যায় । দেশের 20 জন জওয়ান শহিদ হন ।

এরপরই সেনাদের দেওয়া ক্ষমতা, LAC-র নিয়মকানুন সহ একাধিক ইশুতে সরব হয় বিরোধীরা । কংগ্রেস নেতা রাহুল গান্ধি বলেন, কোনও অস্ত্র ছাড়াই জওয়ানদের এইরকম বিপজ্জনক জায়গায় পাঠানো হয়েছিল । কিন্তু কে পাঠিয়েছিল ? কে-ই বা দায়ি এর জন্য ।" জবাবে বিদেশমন্ত্রী এস জয়শংকর জানিয়েছিলেন, সীমান্তে মোতায়েন সমস্ত সেনার কাছে সর্বদাই অস্ত্র-শস্ত্র থাকে । বিশেষ করে যখন তাঁরা সেনা পোস্ট ছেড়ে বের হন, তখন তাঁদের কাছে অস্ত্র থাকে । কিন্তু 1996 ও 2005 সালের চুক্তি অনুযায়ী ফেস-অফের সময় সেনার তরফে কোনও আগ্নেয়াস্ত্র ব্যবহার করা যায় না ।

এরপর এই চুক্তি নিয়েও রাজনৈতিক মহলের নানা জায়গায় বিতর্ক শুরু হয় । দিন কয়েক আগে প্রধানমন্ত্রীও তাঁর ভাষণে স্পষ্ট করে দিয়েছিলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাকে পূর্ণ স্বাধীনতা দেওয়া হবে । এর মাঝেই আজ সেনার তরফে এই সিদ্ধান্ত নেওয়া হল ।

দিল্লি, 21 জুন : লাদাখের গালওয়ানে ভারত-চিন সংঘর্ষে 20 জন সেনা জওয়ান শহিদ হওয়ার পর থেকেই একাধিক প্রশ্ন উঠতে শুরু করে । বিরোধীরা 1996 ও 2005 সালের চুক্তিকেও কটাক্ষ করতে ছাড়েনি । এই পরিস্থিতিতে আজ লাদাখের প্রকৃত নিয়ন্ত্রণ রেখায় (LAC) সেনা মোতায়েনের নিয়মে পরিবর্তন করা হল । এবার থেকে প্রয়োজনীয় পরিস্থিতিতে আগ্নেয়াস্ত্র ব্যবহার করতে পারবেন সেনা জওয়ানরা ।

আজ সেনার তরফে জানানো হয়েছে, LAC -তে যদি সেইরকম কোনও অস্থির পরিস্থিতি তৈরি হয়, তাহলে জওয়ানদের আগ্নেয়াস্ত্র ব্যবহারের নির্দেশ দিতে পারেন ফিল্ড কমান্ডাররা ।

মে মাসের শুরু থেকেই লাদাখ সীমান্তে ভারত-চিনের ক্রমবর্ধমান উত্তেজনাকে প্রশমিত করতে বারবার সেনা পর্যায়ে বৈঠক হয়েছে। কূটনৈতিক স্তরে আলোচনা হয়েছে । দুই দেশের বিদেশ মন্ত্রকও শান্তিপূর্ণভাবে সমাধানের আশ্বাস দিয়েছেন । কিন্তু এসবের মাঝেই 15 জুন গালওয়ান উপত্যকায় 14 নম্বর পেট্রলিং পয়েন্টে ভারত-চিন সেনার সংঘর্ষ বেধে যায় । দেশের 20 জন জওয়ান শহিদ হন ।

এরপরই সেনাদের দেওয়া ক্ষমতা, LAC-র নিয়মকানুন সহ একাধিক ইশুতে সরব হয় বিরোধীরা । কংগ্রেস নেতা রাহুল গান্ধি বলেন, কোনও অস্ত্র ছাড়াই জওয়ানদের এইরকম বিপজ্জনক জায়গায় পাঠানো হয়েছিল । কিন্তু কে পাঠিয়েছিল ? কে-ই বা দায়ি এর জন্য ।" জবাবে বিদেশমন্ত্রী এস জয়শংকর জানিয়েছিলেন, সীমান্তে মোতায়েন সমস্ত সেনার কাছে সর্বদাই অস্ত্র-শস্ত্র থাকে । বিশেষ করে যখন তাঁরা সেনা পোস্ট ছেড়ে বের হন, তখন তাঁদের কাছে অস্ত্র থাকে । কিন্তু 1996 ও 2005 সালের চুক্তি অনুযায়ী ফেস-অফের সময় সেনার তরফে কোনও আগ্নেয়াস্ত্র ব্যবহার করা যায় না ।

এরপর এই চুক্তি নিয়েও রাজনৈতিক মহলের নানা জায়গায় বিতর্ক শুরু হয় । দিন কয়েক আগে প্রধানমন্ত্রীও তাঁর ভাষণে স্পষ্ট করে দিয়েছিলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাকে পূর্ণ স্বাধীনতা দেওয়া হবে । এর মাঝেই আজ সেনার তরফে এই সিদ্ধান্ত নেওয়া হল ।

Last Updated : Jun 21, 2020, 6:40 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.