ETV Bharat / bharat

2 নভেম্বর থেকে কলকাতা বিশ্ববিদ্যালয়ের স্নাতকোত্তর কোর্সে ভরতির আবেদন গ্রহণ - কলকাতা বিশ্ববিদ্যালয় 2 নভেম্বর থেকে শুরু স্নাতকোত্তর কোর্সের ভর্তির আবেদন

সম্পূর্ণ অনলাইনে 10 নভেম্বর পর্যন্ত আবেদনপত্র পূরণ করে জমা দিতে পারবেন ইচ্ছুক প্রার্থীরা ।

application for admission in postgraduate courses of CU starts from nov 2
2 নভেম্বর থেকে কলকাতা বিশ্ববিদ্যালয় স্নাতকোত্তর কোর্স গুলিতে ভর্তির আবেদন গ্রহণ
author img

By

Published : Oct 29, 2020, 2:34 PM IST

কলকাতা, 29 অক্টোবর : কলকাতা বিশ্ববিদ্যালয় ও অধীনস্থ কলেজগুলিতে স্নাতকোত্তর কোর্সে ভরতির জন্য 2 নভেম্বর থেকে শুরু হবে আবেদন গ্রহণ প্রক্রিয়া। সম্পূর্ণ অনলাইন আগামী 10 নভেম্বর পর্যন্ত আবেদনপত্র পূরণ করে জমা করতে পারবেন ইচ্ছুক প্রার্থীরা। দু'বছরের M.A, M.Sc, M.Com, M.Ed, LL.M, ইনট্রিগ্রেটেড B.Lib.I.Sc-M.Lib.I.Sc এবং দুই ও তিন বছরের M.Tech কোর্সগুলির জন্য চালু হচ্ছে এই আবেদন গ্রহণের প্রক্রিয়া ।

ফ্যাকাল্টি অফ আর্টস, এডুকেশন, জার্নালিজ়ম ও লাইব্রেরি সায়েন্স বিভাগ মিলিয়ে মোট 26টি M.A অথবা M.A/M.Sc কোর্স কলকাতা বিশ্ববিদ্যালয়ে সরাসরি করানো হয়। এছাড়া, কলকাতা বিশ্ববিদ্যালয় অধীনস্থ বিভিন্ন কলেজে এইরকম মোট 36টি কোর্স রয়েছে বিভিন্ন বিষয়ে। কলকাতা বিশ্ববিদ্যালয়ে যে বিষয়গুলিতে M.A অথবা M.A/M.Sc কোর্স রয়েছে সেগুলি হল, অ্যানশিয়েন্ট ইন্ডিয়ান হিস্ট্রি, আরবি, আর্কিওলজি, বাংলা, বুদ্ধিস্ট স্টাডিজ়, কমপ্যারেটিভ ইন্ডিয়ান ল্যাঙ্গুয়েজ অ্যান্ড লিটারেচার, ইকোনমিকস, এডুকেশন, ইংরেজি, ফ্রেঞ্চ, হিন্দি, ইতিহাস, ইসলামিক হিস্ট্রি অ্যান্ড কালচার, ইনট্রিগ্রেটেড B.Lib.I.Sc-M.Lib.I.Sc, জার্নালিজ়ম অ্যান্ড মাস কমিউনিকেশন, লিঙ্গুইস্টিকস, মিউজ়িওলজি, পালি, ফারসি, দর্শনশাস্ত্র, রাষ্ট্রবিজ্ঞান, রাশিয়ান, সংস্কৃত, সোশিওলজি, উর্দু ও সাউথ অ্যান্ড সাউথ ইস্ট এশিয়ান স্টাডিজ়। কলকাতা বিশ্ববিদ্যালয়, অটোনমাস কলেজ এবং অন্যান্য বিশ্ববিদ্যালয় থেকে 2019 সালের মধ্যে তিন বছরের B.A/B.Sc অনার্স কোর্স বা তার সমতুল্য কোর্স করা পড়ুয়ারা এই কোর্সগুলিতে ভরতির জন্য আবেদন করতে পারবেন।

কলকাতা বিশ্ববিদ্যালয়ে সরাসরি M.Com কোর্স দিন এবং সান্ধ্য দু'টি ভাগে রয়েছে। এ ছাড়া, কলকাতা বিশ্ববিদ্যালয় অধীনস্থ গোয়েনকা কলেজ অফ কমার্স অ্যান্ড বিজ়নেস অ্যাডমিনিস্ট্রেশন, ফকিরচাঁদ কলেজ, বিজয়কৃষ্ণ গার্লস কলেজ, নব বালিগঞ্জ মহাবিদ্যালয়, নেতাজিনগর ডে কলেজ, শিবপুর দীনবন্ধু ইনস্টিটিউশন ও প্রফুল্লচন্দ্র কলেজেও M.Com কোর্স রয়েছে। কলকাতা বিশ্ববিদ্যালয়, অটোনমাস কলেজ এবং অন্যান্য বিশ্ববিদ্যালয় থেকে 2019 সালের মধ্যে তিন বছরের B.Com অনার্স কোর্স বা তার সমতুল্য কোর্স করা পড়ুয়ারা M.Com কোর্সে ভরতির জন্য আবেদন করতে পারবেন।

কলকাতা বিশ্ববিদ্যালয়ের ফ্যাকাল্টি অফ সায়েন্সের অধীনে বিশ্ববিদ্যালয়ের বিভাগগুলিতে মোট 27টি M.A ও M.A/M.Sc কোর্স করানো হয়। অধীনস্থ কলেজগুলিতে এই ধরনের 48টি কোর্স রয়েছে। কলকাতা বিশ্ববিদ্যালয়ের ফ্যাকাল্টি অফ এগ্রিকালচারের অধীনে মোট ছ'টি M.Sc কোর্স রয়েছে। ফ্যাকাল্টি অফ হোম সায়েন্সের অধীনে দু'টি কোর্স রয়েছে। এ ছাড়া, হিউম্যান রাইটসে দুই বছরের M.A/M.Sc কোর্স অফার করে কলকাতা বিশ্ববিদ্যালয়। ফ্যাকাল্টি অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজির অধীনে চলা 12টি চার বছরের B.Tech কোর্সের দ্বিতীয় বর্ষ অর্থাৎ তৃতীয় সেমিস্টারে ভরতির জন্যও আবেদন গ্রহণ করা হবে ২ নভেম্বর থেকে। পাশাপাশি, মোট 19টি M.Tech কোর্সে ছাত্র ভরতির জন্যও আবেদন গ্রহণ প্রক্রিয়া শুরু হবে ওইদিন থেকে।

2020-'21 শিক্ষাবর্ষে স্নাতকোত্তর কোর্সগুলিতে ভরতির জন্য www.caluniv-ucsta.net এবং www.caluniv.ac.in -এ গিয়ে 2 নভেম্বর থেকে আবেদন করতে পারবেন ইচ্ছুক প্রার্থীরা। বিগত কয়েক বছরের মতো কলকাতা বিশ্ববিদ্যালয় ও তার অধীনস্থ কলেজগুলিতে স্নাতকোত্তর কোর্সে ভরতি প্রক্রিয়া কেন্দ্রীয়ভাবে হবে।

কলকাতা, 29 অক্টোবর : কলকাতা বিশ্ববিদ্যালয় ও অধীনস্থ কলেজগুলিতে স্নাতকোত্তর কোর্সে ভরতির জন্য 2 নভেম্বর থেকে শুরু হবে আবেদন গ্রহণ প্রক্রিয়া। সম্পূর্ণ অনলাইন আগামী 10 নভেম্বর পর্যন্ত আবেদনপত্র পূরণ করে জমা করতে পারবেন ইচ্ছুক প্রার্থীরা। দু'বছরের M.A, M.Sc, M.Com, M.Ed, LL.M, ইনট্রিগ্রেটেড B.Lib.I.Sc-M.Lib.I.Sc এবং দুই ও তিন বছরের M.Tech কোর্সগুলির জন্য চালু হচ্ছে এই আবেদন গ্রহণের প্রক্রিয়া ।

ফ্যাকাল্টি অফ আর্টস, এডুকেশন, জার্নালিজ়ম ও লাইব্রেরি সায়েন্স বিভাগ মিলিয়ে মোট 26টি M.A অথবা M.A/M.Sc কোর্স কলকাতা বিশ্ববিদ্যালয়ে সরাসরি করানো হয়। এছাড়া, কলকাতা বিশ্ববিদ্যালয় অধীনস্থ বিভিন্ন কলেজে এইরকম মোট 36টি কোর্স রয়েছে বিভিন্ন বিষয়ে। কলকাতা বিশ্ববিদ্যালয়ে যে বিষয়গুলিতে M.A অথবা M.A/M.Sc কোর্স রয়েছে সেগুলি হল, অ্যানশিয়েন্ট ইন্ডিয়ান হিস্ট্রি, আরবি, আর্কিওলজি, বাংলা, বুদ্ধিস্ট স্টাডিজ়, কমপ্যারেটিভ ইন্ডিয়ান ল্যাঙ্গুয়েজ অ্যান্ড লিটারেচার, ইকোনমিকস, এডুকেশন, ইংরেজি, ফ্রেঞ্চ, হিন্দি, ইতিহাস, ইসলামিক হিস্ট্রি অ্যান্ড কালচার, ইনট্রিগ্রেটেড B.Lib.I.Sc-M.Lib.I.Sc, জার্নালিজ়ম অ্যান্ড মাস কমিউনিকেশন, লিঙ্গুইস্টিকস, মিউজ়িওলজি, পালি, ফারসি, দর্শনশাস্ত্র, রাষ্ট্রবিজ্ঞান, রাশিয়ান, সংস্কৃত, সোশিওলজি, উর্দু ও সাউথ অ্যান্ড সাউথ ইস্ট এশিয়ান স্টাডিজ়। কলকাতা বিশ্ববিদ্যালয়, অটোনমাস কলেজ এবং অন্যান্য বিশ্ববিদ্যালয় থেকে 2019 সালের মধ্যে তিন বছরের B.A/B.Sc অনার্স কোর্স বা তার সমতুল্য কোর্স করা পড়ুয়ারা এই কোর্সগুলিতে ভরতির জন্য আবেদন করতে পারবেন।

কলকাতা বিশ্ববিদ্যালয়ে সরাসরি M.Com কোর্স দিন এবং সান্ধ্য দু'টি ভাগে রয়েছে। এ ছাড়া, কলকাতা বিশ্ববিদ্যালয় অধীনস্থ গোয়েনকা কলেজ অফ কমার্স অ্যান্ড বিজ়নেস অ্যাডমিনিস্ট্রেশন, ফকিরচাঁদ কলেজ, বিজয়কৃষ্ণ গার্লস কলেজ, নব বালিগঞ্জ মহাবিদ্যালয়, নেতাজিনগর ডে কলেজ, শিবপুর দীনবন্ধু ইনস্টিটিউশন ও প্রফুল্লচন্দ্র কলেজেও M.Com কোর্স রয়েছে। কলকাতা বিশ্ববিদ্যালয়, অটোনমাস কলেজ এবং অন্যান্য বিশ্ববিদ্যালয় থেকে 2019 সালের মধ্যে তিন বছরের B.Com অনার্স কোর্স বা তার সমতুল্য কোর্স করা পড়ুয়ারা M.Com কোর্সে ভরতির জন্য আবেদন করতে পারবেন।

কলকাতা বিশ্ববিদ্যালয়ের ফ্যাকাল্টি অফ সায়েন্সের অধীনে বিশ্ববিদ্যালয়ের বিভাগগুলিতে মোট 27টি M.A ও M.A/M.Sc কোর্স করানো হয়। অধীনস্থ কলেজগুলিতে এই ধরনের 48টি কোর্স রয়েছে। কলকাতা বিশ্ববিদ্যালয়ের ফ্যাকাল্টি অফ এগ্রিকালচারের অধীনে মোট ছ'টি M.Sc কোর্স রয়েছে। ফ্যাকাল্টি অফ হোম সায়েন্সের অধীনে দু'টি কোর্স রয়েছে। এ ছাড়া, হিউম্যান রাইটসে দুই বছরের M.A/M.Sc কোর্স অফার করে কলকাতা বিশ্ববিদ্যালয়। ফ্যাকাল্টি অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজির অধীনে চলা 12টি চার বছরের B.Tech কোর্সের দ্বিতীয় বর্ষ অর্থাৎ তৃতীয় সেমিস্টারে ভরতির জন্যও আবেদন গ্রহণ করা হবে ২ নভেম্বর থেকে। পাশাপাশি, মোট 19টি M.Tech কোর্সে ছাত্র ভরতির জন্যও আবেদন গ্রহণ প্রক্রিয়া শুরু হবে ওইদিন থেকে।

2020-'21 শিক্ষাবর্ষে স্নাতকোত্তর কোর্সগুলিতে ভরতির জন্য www.caluniv-ucsta.net এবং www.caluniv.ac.in -এ গিয়ে 2 নভেম্বর থেকে আবেদন করতে পারবেন ইচ্ছুক প্রার্থীরা। বিগত কয়েক বছরের মতো কলকাতা বিশ্ববিদ্যালয় ও তার অধীনস্থ কলেজগুলিতে স্নাতকোত্তর কোর্সে ভরতি প্রক্রিয়া কেন্দ্রীয়ভাবে হবে।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.