ETV Bharat / bharat

বায়ুসেনার শিকারি পাখি, 30 সেকেন্ডে শত্রুপক্ষের ঘাঁটি গুঁড়িয়ে দিতে পারে অ্যাপাচে - অস্ত্র

যে কোনও আবহাওয়ায় হামলা চালাতে পারে অ্যাপাচে । গাছের উচ্চতায় নেমে লক্ষ্যবস্তুকে চোখের নিমেষে গুঁড়িয়ে দিয়ে চলে যেতে পারে ।

Apache
বায়ুসেনার শিকারী পাখি অ্যাপাচে
author img

By

Published : Aug 16, 2020, 7:00 AM IST

ভারতীয় বায়ুসেনার অ্যাটাক হেলিকপ্টার অ্যাপাচে । ঘণ্টায় 300 কিলোমিটার গতিতে ছুটতে পারে এটি । ওঠা-নামাও করতে পারে খুব সহজে । সমতল হোক বা পাহাড়ি এলাকা, যে কোনও পরিবেশে শত্রুপক্ষের উপর আঘাত হানতে পারে অ্যাপাচে । বর্তমানে বিশ্বের সবচেয়ে উন্নত হেলিকপ্টারগুলির মধ্যে অন্যতম এটি । অ্যামেরিকার বোয়িং সংস্থা এই হেলিকপ্টার প্রস্তুত করেছে । হেলিকপ্টারটি অ্যামেরিকায় তৈরি হলেও এর বেশ কয়েকটি যন্ত্রাংশ তৈরি করা হয়েছে ভারতে ।

অ্যাপাচে দৈর্ঘ্যে 17.7 মিটার । উঁচু পাঁচ মিটার । দ্রুত ওঠানামার ক্ষমতা এই হেলিকপ্টারের অন্যতম বৈশিষ্ট্য । পাহাড়ি এলাকার জন্য খুবই কাজের অ্যাপাচে হেলিকপ্টার । মাত্র 30 সেকেন্ডের মধ্যে আঘাত হানতে পারে নিশানায় । খুব কম উচ্চতা থেকে আঘাত হানতে পারে অ্যাপাচে । গাছের উচ্চতায় নেমে এসে শত্রুপক্ষের নিশানাকে গুঁড়িয়ে দেওয়ার ক্ষমতা রাখে এই হেলিকপ্টার । আকাশপথে বা স্থলপথ, উভয়ক্ষেত্রেই আক্রমণের জন্য তৈরি বায়ুসেনার এই শিকারি পাখি । একটানা প্রায় 476 কিলোমিটার ওড়ার ক্ষমতা রাখে অ্যাপাচে ।

একজন পাইলট ও গানার থাকেন হেলিকপ্টারটির পরিচালনার জন্য । একটি অ্যাপাচে হেলিকপ্টারে থাকে 30 mm মেশিনগান । একবারে সর্বোচ্চ 1 হাজার 200 বার গুলি ছোড়া যায় এই মেশিনগান থেকে । বায়ুসেনার এই বিশেষ হেলিকপ্টারে রয়েছে নাইট ভিশন মোড, ইনফ্রারেড ব্যবস্থা ও লেজ়ার সিস্টেমের মতো একাধিক প্রযুক্তিগত সুবিধা । অ্যান্টি ট্যাঙ্ক গাইডেড মিজ়াইল বহন করতে পারে এই হেলিকপ্টার । মিজ়াইল দিয়ে ট্যাঙ্ক ধ্বংস করা যায় । শত্রুপক্ষের ব়্যাডারও ধ্বংস করতে পারে অ্যাপাচে । ডেটা নেটওয়ার্কিং প্রযুক্তির মাধ্যমে যুদ্ধক্ষেত্রের সমস্ত ছবি এবং অস্ত্র সম্পর্কিত তথ্য আদান প্রদান করতে পারে অ্যাপাচে ।

2015 সালে ভারত 22টি অ্যাপাচে হেলিকপ্টারের জন্য বোয়িংয়ের সঙ্গে কয়েক বিলিয়ন ডলারের চুক্তি স্বাক্ষর করে । 2018 সালের জুলাইয়ে প্রথম সফল পরীক্ষামূলক উড়ান সম্পন্ন করে হেলিকপ্টারটি । এরপর গত বছরেই প্রথম ব্যাচের আটটি অ্যাপাচে হাতে পায় ভারতীয় বায়ুসেনা ।

Apache
একনজরে দেখে নিন অ্যাপাচের বৈশিষ্ট

অ্যাপাচেতে রয়েছে দু'টি জেনেরাল ইলেকট্রিক T700-GE-701D টারবোশ্যাফট ইঞ্জিন । মেইন রোটরের ব্যাস 14.6 মিটার । খালি অবস্থায় ওজন 5170 কেজি । অস্ত্রসম্ভার নিয়ে ওজন 10,430 কেজি । সম্প্রতি ভারত-চিন সীমান্তে যে সংঘাতের পরিস্থিতি তৈরি হয়েছিল, তাতেও কার্যকর ভূমিকা নিতে দেখা গেছিল অ্যাপাচেকে । প্রকৃত নিয়ন্ত্রণরেখা বরাবর চিনের সেনাবাহিনী ট্যাঙ্ক মোতায়েন করার খবর সামনে আসার পরই অ্যাপাচে হেলিকপ্টার নিয়ে টহল শুরু করেছিল ভারতীয় বায়ুসেনা ।

ভারতীয় বায়ুসেনার অ্যাটাক হেলিকপ্টার অ্যাপাচে । ঘণ্টায় 300 কিলোমিটার গতিতে ছুটতে পারে এটি । ওঠা-নামাও করতে পারে খুব সহজে । সমতল হোক বা পাহাড়ি এলাকা, যে কোনও পরিবেশে শত্রুপক্ষের উপর আঘাত হানতে পারে অ্যাপাচে । বর্তমানে বিশ্বের সবচেয়ে উন্নত হেলিকপ্টারগুলির মধ্যে অন্যতম এটি । অ্যামেরিকার বোয়িং সংস্থা এই হেলিকপ্টার প্রস্তুত করেছে । হেলিকপ্টারটি অ্যামেরিকায় তৈরি হলেও এর বেশ কয়েকটি যন্ত্রাংশ তৈরি করা হয়েছে ভারতে ।

অ্যাপাচে দৈর্ঘ্যে 17.7 মিটার । উঁচু পাঁচ মিটার । দ্রুত ওঠানামার ক্ষমতা এই হেলিকপ্টারের অন্যতম বৈশিষ্ট্য । পাহাড়ি এলাকার জন্য খুবই কাজের অ্যাপাচে হেলিকপ্টার । মাত্র 30 সেকেন্ডের মধ্যে আঘাত হানতে পারে নিশানায় । খুব কম উচ্চতা থেকে আঘাত হানতে পারে অ্যাপাচে । গাছের উচ্চতায় নেমে এসে শত্রুপক্ষের নিশানাকে গুঁড়িয়ে দেওয়ার ক্ষমতা রাখে এই হেলিকপ্টার । আকাশপথে বা স্থলপথ, উভয়ক্ষেত্রেই আক্রমণের জন্য তৈরি বায়ুসেনার এই শিকারি পাখি । একটানা প্রায় 476 কিলোমিটার ওড়ার ক্ষমতা রাখে অ্যাপাচে ।

একজন পাইলট ও গানার থাকেন হেলিকপ্টারটির পরিচালনার জন্য । একটি অ্যাপাচে হেলিকপ্টারে থাকে 30 mm মেশিনগান । একবারে সর্বোচ্চ 1 হাজার 200 বার গুলি ছোড়া যায় এই মেশিনগান থেকে । বায়ুসেনার এই বিশেষ হেলিকপ্টারে রয়েছে নাইট ভিশন মোড, ইনফ্রারেড ব্যবস্থা ও লেজ়ার সিস্টেমের মতো একাধিক প্রযুক্তিগত সুবিধা । অ্যান্টি ট্যাঙ্ক গাইডেড মিজ়াইল বহন করতে পারে এই হেলিকপ্টার । মিজ়াইল দিয়ে ট্যাঙ্ক ধ্বংস করা যায় । শত্রুপক্ষের ব়্যাডারও ধ্বংস করতে পারে অ্যাপাচে । ডেটা নেটওয়ার্কিং প্রযুক্তির মাধ্যমে যুদ্ধক্ষেত্রের সমস্ত ছবি এবং অস্ত্র সম্পর্কিত তথ্য আদান প্রদান করতে পারে অ্যাপাচে ।

2015 সালে ভারত 22টি অ্যাপাচে হেলিকপ্টারের জন্য বোয়িংয়ের সঙ্গে কয়েক বিলিয়ন ডলারের চুক্তি স্বাক্ষর করে । 2018 সালের জুলাইয়ে প্রথম সফল পরীক্ষামূলক উড়ান সম্পন্ন করে হেলিকপ্টারটি । এরপর গত বছরেই প্রথম ব্যাচের আটটি অ্যাপাচে হাতে পায় ভারতীয় বায়ুসেনা ।

Apache
একনজরে দেখে নিন অ্যাপাচের বৈশিষ্ট

অ্যাপাচেতে রয়েছে দু'টি জেনেরাল ইলেকট্রিক T700-GE-701D টারবোশ্যাফট ইঞ্জিন । মেইন রোটরের ব্যাস 14.6 মিটার । খালি অবস্থায় ওজন 5170 কেজি । অস্ত্রসম্ভার নিয়ে ওজন 10,430 কেজি । সম্প্রতি ভারত-চিন সীমান্তে যে সংঘাতের পরিস্থিতি তৈরি হয়েছিল, তাতেও কার্যকর ভূমিকা নিতে দেখা গেছিল অ্যাপাচেকে । প্রকৃত নিয়ন্ত্রণরেখা বরাবর চিনের সেনাবাহিনী ট্যাঙ্ক মোতায়েন করার খবর সামনে আসার পরই অ্যাপাচে হেলিকপ্টার নিয়ে টহল শুরু করেছিল ভারতীয় বায়ুসেনা ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.