ETV Bharat / bharat

মৃতদেহের চোখের উপর হাঁটছে পিঁপড়ে, ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড 5 চিকিৎসক - 50 বছর বয়সী বালচন্দ্র লোধি যক্ষায় ভুগছিলেন

50 বছর বয়সী বালচন্দ্র লোধি যক্ষ্মায় ভুগছিলেন ৷ গতকাল সকালেই তাঁকে হাসপাতালে ভরতি করা হয় ৷ পাঁচ ঘণ্টা পর তাঁকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা ৷ মৃত ঘোষণা করার পর বেশ কয়েক ঘণ্টা কেটে গেলও মৃতদেহ ওয়ার্ডের মধ্যেই পড়েছিল ৷ চোখের উপর পিঁপড়েরা হাঁটাচলা করছিল ৷ পরে ঘটনার তদন্তে নেমে পাঁচ চিকিৎসককে সাসপেন্ড করা হয় ৷

ছবি
author img

By

Published : Oct 16, 2019, 7:32 PM IST

Updated : Oct 16, 2019, 7:38 PM IST

ভোপাল, 16 অক্টোবর : প্রায়ই রোগীদের অবহেলায় পড়ে থাকতে দেখা যায় বিভিন্ন হাসপাতালে ৷ কখনও মেলে না বেড, কখনও আবার লম্বা নিয়মের ঝক্কি ৷ তবে এবার ছবিটা একটু অন্যরকম ৷ মধ্যপ্রদেশের শিবপুরীর এক সরকারি হাসপাতালে পড়ে রয়েছে এক মৃতদেহ ৷ চোখের উপর হাঁটছে পিঁপড়ে ৷ অসহায়ভাবে পাশে বসে রয়েছেন তাঁর স্ত্রী ৷ এক হাতে চোখের জল মুছছেন, অন্য হাতে পিঁপড়েগুলি সরানোর চেষ্টা করছেন ৷ কিন্তু, একটিবারের জন্য দেখা মিলছে না হাসপাতালের একজনেরও ৷ সোশাল মিডিয়ায় ভাইরাল হয় সেই ছবি ৷ আর ছবি ভাইরাল হতেই নড়েচড়ে বসেছেন রাজ্য স্বাস্থ্য দপ্তর ৷ তড়িঘড়ি সাসপেন্ড করা হয়েছে হাসপাতালের পাঁচ জন চিকিৎসককে ৷

ঘটনা ঘিরে গতকাল থেকেই সোশাল মিডিয়ায় তীব্র নিন্দার ঝড় ৷ বিষয়টি চোখ এড়ায়নি মুখ্যমন্ত্রী কমলনাথেরও ৷ তড়িঘড়ি তদন্তের নির্দেশও দেন তিনি ৷ শেষমেশ এক সার্জেন-সহ পাঁচ চিকিৎসককে সাসপেন্ড করা হয়েছে ৷ টুইটবার্তায় মুখ্যমন্ত্রী লেখেন, একটা মৃতদেহের চোখের উপর দিয়ে পিঁপড়ে হাঁটা-চলা করছে, এটি চূড়ান্ত অসংবেদনশীল ঘটনা ৷ মানবতার জন্য লজ্জা ৷ এ ধরনের ঘটনা কখনও বরদাস্ত করা হবে না ৷ তদন্তের নির্দেশ দিয়েছি ৷ দোষীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে ৷

  • शिवपुरी में ज़िला अस्पताल में एक मरीज़ की मौत होने पर उसके शव पर चींटियाँ चलने व इस घटना पर बरती गयी लापरवाही की घटना बेहद असंवेदनशीलता की परियाचक।
    1/2

    — Office Of Kamal Nath (@OfficeOfKNath) October 16, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

50 বছর বয়সী বালচন্দ্র লোধি যক্ষ্মায় ভুগছিলেন ৷ গতকাল সকালেই তাঁকে হাসপাতালে ভরতি করা হয় ৷ পাঁচ ঘণ্টা পর তাঁকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা ৷ কিন্তু, মৃত ঘোষণা করার পর বেশ কয়েক ঘণ্টা কেটে গেলও মৃতদেহ ওয়ার্ডের মধ্যেই পড়েছিল ৷ বিষয়টি নিয়ে অভিযোগ জানান অন্য রোগীরা ৷ যদিও তাতেও কোনও লাভের লাভ হয়নি ৷

স্থানীয়দের একাংশের অভিযোগ, বালচন্দ্রকে একবারও ছুঁয়েও দেখেননি চিকিৎসকরা ৷ কিন্তু তাঁকে মৃত বলে ঘোষণা করে দেন ৷ বালচন্দ্রের পরিবারের অভিযোগ, চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করলেও হাসপাতালের তরফে আর কোনও পদক্ষেপ করা হয়নি ৷ এমনকি, দেহটি অন্যত্র সরানোর ব্যবস্থা করা হয়নি ৷ বার বার কর্তব্যরত চিকিৎসক-নার্স-আয়ার কাছে অনুরোধ করা হলেও, তাঁরা সাহায্যের জন্য এগিয়ে আসেননি ৷

ভোপাল, 16 অক্টোবর : প্রায়ই রোগীদের অবহেলায় পড়ে থাকতে দেখা যায় বিভিন্ন হাসপাতালে ৷ কখনও মেলে না বেড, কখনও আবার লম্বা নিয়মের ঝক্কি ৷ তবে এবার ছবিটা একটু অন্যরকম ৷ মধ্যপ্রদেশের শিবপুরীর এক সরকারি হাসপাতালে পড়ে রয়েছে এক মৃতদেহ ৷ চোখের উপর হাঁটছে পিঁপড়ে ৷ অসহায়ভাবে পাশে বসে রয়েছেন তাঁর স্ত্রী ৷ এক হাতে চোখের জল মুছছেন, অন্য হাতে পিঁপড়েগুলি সরানোর চেষ্টা করছেন ৷ কিন্তু, একটিবারের জন্য দেখা মিলছে না হাসপাতালের একজনেরও ৷ সোশাল মিডিয়ায় ভাইরাল হয় সেই ছবি ৷ আর ছবি ভাইরাল হতেই নড়েচড়ে বসেছেন রাজ্য স্বাস্থ্য দপ্তর ৷ তড়িঘড়ি সাসপেন্ড করা হয়েছে হাসপাতালের পাঁচ জন চিকিৎসককে ৷

ঘটনা ঘিরে গতকাল থেকেই সোশাল মিডিয়ায় তীব্র নিন্দার ঝড় ৷ বিষয়টি চোখ এড়ায়নি মুখ্যমন্ত্রী কমলনাথেরও ৷ তড়িঘড়ি তদন্তের নির্দেশও দেন তিনি ৷ শেষমেশ এক সার্জেন-সহ পাঁচ চিকিৎসককে সাসপেন্ড করা হয়েছে ৷ টুইটবার্তায় মুখ্যমন্ত্রী লেখেন, একটা মৃতদেহের চোখের উপর দিয়ে পিঁপড়ে হাঁটা-চলা করছে, এটি চূড়ান্ত অসংবেদনশীল ঘটনা ৷ মানবতার জন্য লজ্জা ৷ এ ধরনের ঘটনা কখনও বরদাস্ত করা হবে না ৷ তদন্তের নির্দেশ দিয়েছি ৷ দোষীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে ৷

  • शिवपुरी में ज़िला अस्पताल में एक मरीज़ की मौत होने पर उसके शव पर चींटियाँ चलने व इस घटना पर बरती गयी लापरवाही की घटना बेहद असंवेदनशीलता की परियाचक।
    1/2

    — Office Of Kamal Nath (@OfficeOfKNath) October 16, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

50 বছর বয়সী বালচন্দ্র লোধি যক্ষ্মায় ভুগছিলেন ৷ গতকাল সকালেই তাঁকে হাসপাতালে ভরতি করা হয় ৷ পাঁচ ঘণ্টা পর তাঁকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা ৷ কিন্তু, মৃত ঘোষণা করার পর বেশ কয়েক ঘণ্টা কেটে গেলও মৃতদেহ ওয়ার্ডের মধ্যেই পড়েছিল ৷ বিষয়টি নিয়ে অভিযোগ জানান অন্য রোগীরা ৷ যদিও তাতেও কোনও লাভের লাভ হয়নি ৷

স্থানীয়দের একাংশের অভিযোগ, বালচন্দ্রকে একবারও ছুঁয়েও দেখেননি চিকিৎসকরা ৷ কিন্তু তাঁকে মৃত বলে ঘোষণা করে দেন ৷ বালচন্দ্রের পরিবারের অভিযোগ, চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করলেও হাসপাতালের তরফে আর কোনও পদক্ষেপ করা হয়নি ৷ এমনকি, দেহটি অন্যত্র সরানোর ব্যবস্থা করা হয়নি ৷ বার বার কর্তব্যরত চিকিৎসক-নার্স-আয়ার কাছে অনুরোধ করা হলেও, তাঁরা সাহায্যের জন্য এগিয়ে আসেননি ৷

Tigaon (Haryana), Oct 16 (ANI): Union Home Minister Amit Shah continued his election campaign in Haryana on October 16. While addressing a public rally in Tigaon, he lambasted the Congress over Article 370 issue. Shah said that thousands of people lost their lives to terrorism but the grand old party never scrapped the provision which provided special status to the militancy-hit state. He added that due to Article 370, Pakistan misled youths of Jammu and Kashmir and gave weapons in their hands. "Due to Article 370, Pakistan misled youth of JandK and gave weapons in their hands. In the era of terrorism that began during Congress government, from 90s till now, more than 40,000 people lost their lives to terrorism, but Congress never scrapped Article 370," Shah said. The voting of Assembly Elections in Haryana and Maharashtra will start on October 21 and results will be announced on October 24.
Last Updated : Oct 16, 2019, 7:38 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.