দিল্লি, 20 ডিসেম্বর : নাগরিকত্ব সংশোধনী আইনের প্রতিবাদে উত্তপ্ত দেশের প্রতিটি অংশ ৷ বাদ পড়েনি রাজধানীও ৷ চলছে প্রতিবাদ ৷ এরই মাঝে উত্তর-পূর্ব দিল্লির কয়েকটি এলাকায় ফের জারি হল 144 ধারা ৷ পাঁচটি ড্রোন ক্যামেরা নজরদারি চালাচ্ছে পরিস্থিতির উপরে ৷
- গুজরাতের রাজকোটে 1 জানুয়ারি পর্যন্ত জারি হল 144 ধারা ।
- মধ্যপ্রদেশের 50টি জেলায় জারি হয়েছে 144 ধারা ।
- উত্তরপ্রদেশে বিক্ষোভের জেরে প্রাণ হারাল পাঁচজন । অভিযোগ, পুলিশের গুলিতেই মৃত্যু ওই পাঁচজনের । যদিও পুলিশের দাবি তারা গুলি চালায়নি ।
- বিক্ষোভের জেরে বন্ধ রয়েছে একাধিক মেট্রো স্টেশন ।
- নাগরিকত্ব (সংশোধনী) আইন নিয়ে উত্তপ্ত দিল্লি । পুলিশের বাধা উপেক্ষা করেই মিছিলে যোগ ভীম সেনা প্রধান চন্দ্রশেখর আজাদের । পুড়ল একাধিক গাড়ি । পরিস্থিতি সামলাতে জলকামান পুলিশের ।
- দুপুর 2.32 মিনিট, 20 ডিসেম্বর : জাতীয় মানবাধিকার কমিশনের সাত সদস্য জামিয়া মিলিয়া বিশ্ববিদ্যালয় পরিদর্শন করেন আজ ৷ প্রতিনিধিদলের নেতৃত্ব দেন IPS মঞ্জুল সাইনি ৷ বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরিতেও যান তাঁরা ৷
- দুপুর 1.09 মিনিট, 20 ডিসেম্বর : জামা মসজিদের কাছে চন্দ্রশেখর আজ়াদের ভীম আর্মির এক কর্মীকে আটক করে পুলিশ ৷
- 12.50 মিনিট, 20 ডিসেম্বর : জামা মসজিদের সামনে স্থানীয়রা দিল্লি পুলিশের PRO MS রান্ধোয়া এবং অন্যান্য আধিকারিকদের গোলাপ ফুল দেন ৷
- 12.47 মিনিট, 20 ডিসেম্বর : মহিলা কংগ্রেস প্রেসিডেন্ট শর্মিষ্ঠা মুখোপাধ্যায় সহ অন্যান্য কংগ্রেস কর্মীদের আটক করেছে পুলিশ ৷ তাঁরা স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বাড়ির সামনে বিক্ষোভ প্রদর্শন করছিলেন ৷
- 12.40 মিনিট, 20 ডিসেম্বর : চাওরি বাজার, লাল কেল্লা এবং জামা মসজিদ মেট্রো স্টেশনের গেট বন্ধ করা হয়েছে দিল্লি মেট্রো রেল কর্পোরেশনের পক্ষ থেকে ৷ ট্রেনগুলিকে এই সমস্ত স্টেশনে দাঁড়াতে দেওয়া হচ্ছে না ৷
- 12.34 মিনিট, 20 ডিসেম্বর : দিল্লি পুলিশের PRO বলেন, ওয়ালেড সিটির জামা মসজিদে 144 ধারা জারি করা হয়নি ৷ এলাকার মানুষ শান্তি চায় ৷ পুলিশও তাই চায় ৷
-
Delhi: Police is conducting flag march in Seelampur area. RP Meena Additional DCP North East Delhi and other senior officers also present. #CitizenshipAct pic.twitter.com/ksvW4odqCw
— ANI (@ANI) December 20, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data="
">Delhi: Police is conducting flag march in Seelampur area. RP Meena Additional DCP North East Delhi and other senior officers also present. #CitizenshipAct pic.twitter.com/ksvW4odqCw
— ANI (@ANI) December 20, 2019Delhi: Police is conducting flag march in Seelampur area. RP Meena Additional DCP North East Delhi and other senior officers also present. #CitizenshipAct pic.twitter.com/ksvW4odqCw
— ANI (@ANI) December 20, 2019
-
- 11.04 মিনিট, 20 ডিসেম্বর : BSP সুপ্রিমো মায়াবতী বলেন, আমরা সবসময়ই নাগরিকত্ব সংশোধনী আইনের বিরোধিতা করেছি ৷ কিন্তু অন্য দলের মতো সরকারি সম্পত্তি ভাঙচুরকে সমর্থন করি না ৷
- 11.03 মিনিট, 20 ডিসেম্বর : নাগরিকত্ব সংশোধনী আইনের প্রতিবাদে লখনউ ও হাসানগঞ্জে অশান্তির ঘটনায় 17 জনের বিরুদ্ধে FIR দায়ের করা হয়েছে ৷ এর মধ্যে রয়েছে সমাজবাদী পার্টির দুই নেতা ৷
-
Delhi: Police detain Delhi Mahila Congress President Sharmistha Mukherjee & other Congress workers who were protesting against #CitizenshipAct near the residence of Home Minister Amit Shah. pic.twitter.com/Qt4Ndatp7u
— ANI (@ANI) December 20, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data="
">Delhi: Police detain Delhi Mahila Congress President Sharmistha Mukherjee & other Congress workers who were protesting against #CitizenshipAct near the residence of Home Minister Amit Shah. pic.twitter.com/Qt4Ndatp7u
— ANI (@ANI) December 20, 2019Delhi: Police detain Delhi Mahila Congress President Sharmistha Mukherjee & other Congress workers who were protesting against #CitizenshipAct near the residence of Home Minister Amit Shah. pic.twitter.com/Qt4Ndatp7u
— ANI (@ANI) December 20, 2019
-
- 11.01 মিনিট, 20 ডিসেম্বর : মেট্রো স্টেশনে পরিষেবা স্বাভাবিক ৷
- 11.00 মিনিট, 20 ডিসেম্বর : ভীম আর্মি প্রধান চন্দ্রশেখর আজাদকে জামা মসজ়িদ থেকে যন্তরমন্তরে মিছিলের অনুমতি দেওয়া হল না ৷
- 10.15 মিনিট, 20 ডিসেম্বর : নয়ডার জেলাশাসক আশ্বস্ত করলেন ইন্টারনেট বন্ধ থাকবে না ৷ বললেন, কোনওরকম গুজবে যেন কেউ কান না দেন ৷ শুক্রবার জেলাশাসক বি এন সিং বলেন, আইন-শৃঙ্খলা ভঙ্গকারীদের বিরুদ্ধে মুহূর্তের মধ্যে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে ৷
-
Delhi: A person claiming to be from Chandrashekhar Azad's Bhim Army has been detained by Police from near Jama Masjid. More details awaited. pic.twitter.com/I8obtCHQHy
— ANI (@ANI) December 20, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data="
">Delhi: A person claiming to be from Chandrashekhar Azad's Bhim Army has been detained by Police from near Jama Masjid. More details awaited. pic.twitter.com/I8obtCHQHy
— ANI (@ANI) December 20, 2019Delhi: A person claiming to be from Chandrashekhar Azad's Bhim Army has been detained by Police from near Jama Masjid. More details awaited. pic.twitter.com/I8obtCHQHy
— ANI (@ANI) December 20, 2019
-
- 10.14 মিনিট, 20 ডিসেম্বর : লখনউয়ে বিক্ষোভ চলছে ৷ লখনউয়ে গুলিবিদ্ধ হয়ে মারা যান মহম্মদ উকিল নামে বছর পঁচিশের এক যুবক ৷ পরিবারের অভিযোগ, তিনি বিক্ষোভে অংশই নেননি ৷ বিচার না পাওয়া পর্যন্ত সমাধিস্থ করা হবে না তাঁকে ৷
- 10.14 মিনিট, 20 ডিসেম্বর : 9 দিন পর অসমে ইন্টারনেট পরিষেবা স্বাভাবিক ৷