ETV Bharat / bharat

অসমের বাঘজনের গ্যাসের কুয়োতে ফের বিস্ফোরণ, আহত 3 - oil india limited

গত 9 জুন অসমের বাঘজনের অয়েল ইন্ডিয়া লিমিটেডের গ্যাসের কুয়োতে বিস্ফোরণ হয় ৷ সেদিন দুই জন মারা যান ৷ এরপর আজ নতুন করে সেখানে আগুল লাগে ৷

Another blast in baghjan oil well
বাঘজন
author img

By

Published : Jul 22, 2020, 3:42 PM IST

Updated : Jul 22, 2020, 4:24 PM IST

তিনসুকিয়া, 22 জুলাই : ফের বিস্ফোরণ অসমের বাঘজনের অয়েল ইন্ডিয়া লিমিটেডের গ্যাসের কুয়োতে ৷ এর ফলে নতুন করে সেখানে আগে আগুন লাগে ৷ য়ার জেরে তিন বিদেশি অগ্নিনির্বাপণ বিশেষজ্ঞ আহত হয়েছেন ৷ তাঁদের ডিব্রুগড়ের মেডিকেল কলেজ ও হাসপাতালে ভরতি করা হয়েছে ৷

গত 9 জুন অসমের তিনসুকিয়া জেলার বাঘজনে অয়েল ইন্ডিয়া লিমিটেডের গ্যাসের কুয়োতে আগুন লাগে ৷ প্রায় 50 মিটার এলাকায় ছড়িয়ে পড়ে আগুন । ঘটনাস্থানেই মৃত্যু হয় দুই জনের ৷ সেই সময় বিশেষজ্ঞরা জানান, পরিস্থিতি পুরোপুরিভাবে নিয়ন্ত্রণে আসতে 25-28 দিন সময় লাগবে । সেই কাজই চলছিল ৷ তার মধ্যে নতুন করে বিস্ফোরণে চিন্তিত অয়েল ইন্ডিয়া লিমিটেড কর্তৃপক্ষ ৷ আগুন নিয়ন্ত্রণে আনতে সবরকম চেষ্টা চালানো হচ্ছে ৷

তিনসুকিয়া, 22 জুলাই : ফের বিস্ফোরণ অসমের বাঘজনের অয়েল ইন্ডিয়া লিমিটেডের গ্যাসের কুয়োতে ৷ এর ফলে নতুন করে সেখানে আগে আগুন লাগে ৷ য়ার জেরে তিন বিদেশি অগ্নিনির্বাপণ বিশেষজ্ঞ আহত হয়েছেন ৷ তাঁদের ডিব্রুগড়ের মেডিকেল কলেজ ও হাসপাতালে ভরতি করা হয়েছে ৷

গত 9 জুন অসমের তিনসুকিয়া জেলার বাঘজনে অয়েল ইন্ডিয়া লিমিটেডের গ্যাসের কুয়োতে আগুন লাগে ৷ প্রায় 50 মিটার এলাকায় ছড়িয়ে পড়ে আগুন । ঘটনাস্থানেই মৃত্যু হয় দুই জনের ৷ সেই সময় বিশেষজ্ঞরা জানান, পরিস্থিতি পুরোপুরিভাবে নিয়ন্ত্রণে আসতে 25-28 দিন সময় লাগবে । সেই কাজই চলছিল ৷ তার মধ্যে নতুন করে বিস্ফোরণে চিন্তিত অয়েল ইন্ডিয়া লিমিটেড কর্তৃপক্ষ ৷ আগুন নিয়ন্ত্রণে আনতে সবরকম চেষ্টা চালানো হচ্ছে ৷

Last Updated : Jul 22, 2020, 4:24 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.